Ajker Patrika

মাসিকের সময় পেটব্যথা স্বাভাবিক

ডা. ফরিদা ইয়াসমিন সুমি
মাসিকের সময় পেটব্যথা স্বাভাবিক

প্রশ্ন: আমার মেনোপজ হয়েছে তিন মাস আগে। তবে সম্প্রতি আমি লক্ষ করছি, আমার তলপেটে প্রচণ্ড ব্যথা হয়, যা মেনোপজের আগে হতো। এটা হওয়া স্বাভাবিক কি না, তা জানতে চাইছি। আর ব্যথার কারণে কয়েকবার আমি নাপাও খেয়েছি। তবে তা খুব বেশি উপকার করে না। 
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা

প্রথমত, ১২ মাস মাসিক বন্ধ থাকলে তাকে মেনোপজ বলে। আপনার তিন মাস মাসিক বন্ধ রয়েছে, তার মানে মেনোপজ হওয়ার আগের সময় চলছে। এ রকম প্রিমেনোপজাল পিরিয়ডে অনেক সময় অনিয়মিত মাসিক এবং পেটব্যথা হতে পারে। পুরো পেটের একটি আলট্রাসনোগ্রাফি করে কোনো ধরনের সমস্যা নেই নিশ্চিত হয়ে চিকিৎসকের পরামর্শে ব্যথানাশক ওষুধ খাওয়া যেতে পারে। 

প্রশ্ন: আমার মেয়ের বয়স ১১ বছর। ওর এখন থেকেই মাসিক শুরু হয়ে গেছে। ও খুব বেশি স্বাস্থ্যবান নয় আবার পাতলাও নয়। মাসিক নিয়মিতও নয়। কিন্তু যখন শুরু হয়, তার দুই দিন আগে থেকে প্রচণ্ড পেটব্যথায় কাতরায় সে। শুরু হওয়ার এক দিন পরে আর কোনো ব্যথা থাকে না। তাড়াতাড়ি শুরু হওয়া কিংবা এই ব্যথা হওয়া কি স্বাভাবিক? 
নীলা হায়দার, বগুড়া

সাধারণত ১০ থেকে ১৬ বছর বয়সে প্রথম মাসিক শুরু হয়ে থাকে। বর্তমানে বলা হচ্ছে, ৯ থেকে ১৩ বছরে মাসিক শুরু হয়। শারীরিক গঠনভেদে বয়সের তারতম্য হতে পারে। কাজেই আপনার মেয়ের সঠিক সময়েই মাসিক শুরু হয়েছে। আর মাসিকের সময় পেটব্যথাও খুব স্বাভাবিক একটি বিষয়। ব্যথার জন্য প্যারাসিটামল বা মেফেনামিক অ্যাসিড-জাতীয় ওষুধ সেবন করলে উপকার পাওয়া যায়।

পরামর্শ দিয়েছেন, ডা. ফরিদা ইয়াসমিন সুমি, সহকারী অধ্যাপক, প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগ চট্টগ্রাম মেডিকেল কলেজ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত