ডা. ফরিদা ইয়াসমিন সুমি
প্রশ্ন: আমার মেনোপজ হয়েছে তিন মাস আগে। তবে সম্প্রতি আমি লক্ষ করছি, আমার তলপেটে প্রচণ্ড ব্যথা হয়, যা মেনোপজের আগে হতো। এটা হওয়া স্বাভাবিক কি না, তা জানতে চাইছি। আর ব্যথার কারণে কয়েকবার আমি নাপাও খেয়েছি। তবে তা খুব বেশি উপকার করে না।
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
প্রথমত, ১২ মাস মাসিক বন্ধ থাকলে তাকে মেনোপজ বলে। আপনার তিন মাস মাসিক বন্ধ রয়েছে, তার মানে মেনোপজ হওয়ার আগের সময় চলছে। এ রকম প্রিমেনোপজাল পিরিয়ডে অনেক সময় অনিয়মিত মাসিক এবং পেটব্যথা হতে পারে। পুরো পেটের একটি আলট্রাসনোগ্রাফি করে কোনো ধরনের সমস্যা নেই নিশ্চিত হয়ে চিকিৎসকের পরামর্শে ব্যথানাশক ওষুধ খাওয়া যেতে পারে।
প্রশ্ন: আমার মেয়ের বয়স ১১ বছর। ওর এখন থেকেই মাসিক শুরু হয়ে গেছে। ও খুব বেশি স্বাস্থ্যবান নয় আবার পাতলাও নয়। মাসিক নিয়মিতও নয়। কিন্তু যখন শুরু হয়, তার দুই দিন আগে থেকে প্রচণ্ড পেটব্যথায় কাতরায় সে। শুরু হওয়ার এক দিন পরে আর কোনো ব্যথা থাকে না। তাড়াতাড়ি শুরু হওয়া কিংবা এই ব্যথা হওয়া কি স্বাভাবিক?
নীলা হায়দার, বগুড়া
সাধারণত ১০ থেকে ১৬ বছর বয়সে প্রথম মাসিক শুরু হয়ে থাকে। বর্তমানে বলা হচ্ছে, ৯ থেকে ১৩ বছরে মাসিক শুরু হয়। শারীরিক গঠনভেদে বয়সের তারতম্য হতে পারে। কাজেই আপনার মেয়ের সঠিক সময়েই মাসিক শুরু হয়েছে। আর মাসিকের সময় পেটব্যথাও খুব স্বাভাবিক একটি বিষয়। ব্যথার জন্য প্যারাসিটামল বা মেফেনামিক অ্যাসিড-জাতীয় ওষুধ সেবন করলে উপকার পাওয়া যায়।
পরামর্শ দিয়েছেন, ডা. ফরিদা ইয়াসমিন সুমি, সহকারী অধ্যাপক, প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগ চট্টগ্রাম মেডিকেল কলেজ
প্রশ্ন: আমার মেনোপজ হয়েছে তিন মাস আগে। তবে সম্প্রতি আমি লক্ষ করছি, আমার তলপেটে প্রচণ্ড ব্যথা হয়, যা মেনোপজের আগে হতো। এটা হওয়া স্বাভাবিক কি না, তা জানতে চাইছি। আর ব্যথার কারণে কয়েকবার আমি নাপাও খেয়েছি। তবে তা খুব বেশি উপকার করে না।
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
প্রথমত, ১২ মাস মাসিক বন্ধ থাকলে তাকে মেনোপজ বলে। আপনার তিন মাস মাসিক বন্ধ রয়েছে, তার মানে মেনোপজ হওয়ার আগের সময় চলছে। এ রকম প্রিমেনোপজাল পিরিয়ডে অনেক সময় অনিয়মিত মাসিক এবং পেটব্যথা হতে পারে। পুরো পেটের একটি আলট্রাসনোগ্রাফি করে কোনো ধরনের সমস্যা নেই নিশ্চিত হয়ে চিকিৎসকের পরামর্শে ব্যথানাশক ওষুধ খাওয়া যেতে পারে।
প্রশ্ন: আমার মেয়ের বয়স ১১ বছর। ওর এখন থেকেই মাসিক শুরু হয়ে গেছে। ও খুব বেশি স্বাস্থ্যবান নয় আবার পাতলাও নয়। মাসিক নিয়মিতও নয়। কিন্তু যখন শুরু হয়, তার দুই দিন আগে থেকে প্রচণ্ড পেটব্যথায় কাতরায় সে। শুরু হওয়ার এক দিন পরে আর কোনো ব্যথা থাকে না। তাড়াতাড়ি শুরু হওয়া কিংবা এই ব্যথা হওয়া কি স্বাভাবিক?
নীলা হায়দার, বগুড়া
সাধারণত ১০ থেকে ১৬ বছর বয়সে প্রথম মাসিক শুরু হয়ে থাকে। বর্তমানে বলা হচ্ছে, ৯ থেকে ১৩ বছরে মাসিক শুরু হয়। শারীরিক গঠনভেদে বয়সের তারতম্য হতে পারে। কাজেই আপনার মেয়ের সঠিক সময়েই মাসিক শুরু হয়েছে। আর মাসিকের সময় পেটব্যথাও খুব স্বাভাবিক একটি বিষয়। ব্যথার জন্য প্যারাসিটামল বা মেফেনামিক অ্যাসিড-জাতীয় ওষুধ সেবন করলে উপকার পাওয়া যায়।
পরামর্শ দিয়েছেন, ডা. ফরিদা ইয়াসমিন সুমি, সহকারী অধ্যাপক, প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগ চট্টগ্রাম মেডিকেল কলেজ
নানা কারণে ঘুম নেই, মেজাজ খিটখিটে, অতিরিক্ত রাগ আর কোনো কিছুতেই প্রশান্তি নেই। এসব কারণে ইদানীং মানসিক সমস্যার প্রকোপ দেখা যাচ্ছে। মানসিক সমস্যা মানুষেরই হয়। বিশেষ করে যুবসমাজ এ সমস্যায় ভুগছে মারাত্মকভাবে। যে কারণেই হোক না কেন, মানসিক সমস্যা রোগী নিজে বুঝতে পারে না। তাকে বলাও যায় না...
১১ ঘণ্টা আগেঅফিসে বারবার ঘুম পেলে তা কাজের ওপর বড় প্রভাব ফেলে। ডেডলাইন মিস করা, কাজ জমে যাওয়া, এমনকি চাকরিও ঝুঁকিতে পড়তে পারে। ঘুমের সমস্যা থাকলে চিকিৎসা জরুরি। তবে কিছু বিষয় মেনে চললে কাজের সময় ঘুম পাওয়া থেকে রেহাই পেতে পারেন।
১১ ঘণ্টা আগেবাতরোগ সাধারণত প্রাপ্তবয়স্কদের সমস্যা বলে বিবেচিত। কিন্তু শিশুরাও এতে আক্রান্ত হতে পারে। অনেক সময় অভিভাবকেরা ভাবেন, এই বয়সে এমন ব্যথা বা অস্বস্তি সাময়িক। কিন্তু বাস্তবতা হচ্ছে, অনেক শিশু দীর্ঘস্থায়ী বাতরোগে ভোগে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই রোগকে বলা হয় জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রারাইটিস...
১১ ঘণ্টা আগেশরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হলে তাকে জ্বর বলা হয়। জ্বর আসলে কোনো রোগ নয়, রোগের উপসর্গ। ফলে জ্বর হওয়াকে শরীরের ভেতরের কোনো রোগের সতর্কবার্তা বলা যেতে পারে।
১১ ঘণ্টা আগে