Ajker Patrika

ডায়াবেটিসের জন্য ত্বকে দাগ হতে পারে

ডা. মো. মাজহারুল হক তানিম
ডায়াবেটিসের জন্য ত্বকে দাগ হতে পারে

প্রশ্ন: আমার বয়স ৪৮ বছর। আমি ডায়াবেটিসের রোগী। ইদানীং আমি কিছু কালো ছোপ ছোপ দাগ দেখতে পাচ্ছি আমার শরীরের বিভিন্ন অংশে। প্রথমে মনে করেছিলাম ডায়াবেটিস বেড়ে যাওয়ার কারণে এমন হয়েছে। কিন্তু আমি নিশ্চিত নই, এটা কেন হচ্ছে। আমি ইনসুলিন নিই না। ডায়াবেটিস ৮ থেকে ১০-এর মধ্যে থাকে। এই কালো ছোপের কারণে চুলকানি বা অন্য কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু আমি জানতে চাই, এগুলো কি ডায়াবেটিসের কারণেই হচ্ছে?
রনি ইসলাম, টাঙ্গাইল

ডায়াবেটিসের জন্য ত্বকে কালো দাগ হতে পারে। ডায়াবেটিস ছাড়া অন্য কারণেও হতে পারে। দাগগুলো কেমন, তা না দেখে বলা যাচ্ছে না। আপনি একজন ডার্মাটোলজিস্টের পরামর্শ নিন।

প্রশ্ন: আমার বয়স ৩৫। ওজন ৬৫ কেজি। এক বছর ধরে ডায়াবেটিসে ভুগছি। কনসিভ করেছি দুই মাস হলো। এটাই প্রথম প্রেগন্যান্সি। খাওয়াদাওয়ায় কি বিশেষ কোনো নজর দিতে হবে? আর কী কী মেনে চলা উচিত হবে এখন?
সাদিকা শাম্মী আহমেদ, খুলনা

শিগগিরই ডায়াবেটিস ও হরমোন রোগ বিশেষজ্ঞ দেখাতে হবে। প্রেগন্যান্সির সঙ্গে ডায়াবেটিস থাকলে আগে ওষুধের পরিবর্তন করতে হয়। আর খাবার আগের মতোই, মিষ্টিজাতীয় খাবার খাওয়া যাবে না। দুই বেলা রুটি, এক বেলা ভাত। সবুজ আপেল, পেয়ারা, দুধ, ডিম খেতে হবে। তবে চিকিৎসকের কাছে যেতে হবে দ্রুত।

প্রশ্ন: আমি ১২ বছর ধরে থাইরয়েডের চিকিৎসা করাচ্ছি এবং নিয়মিত ওষুধ খাচ্ছি। আমার পিরিয়ড এবং ওজন নিয়ে সমস্যা থেকে গেছে এখনো। তবে ত্বকের পরিবর্তন লক্ষ করছি কয়েক মাস ধরে। আমার ত্বক স্বাভাবিক ছিল। অর্থাৎ খুব শুষ্ক কিংবা খুব তৈলাক্ত নয়। তবে কয়েক মাস ধরে আমার ত্বক শুষ্ক হয়ে গেছে। আমি জানতে চাচ্ছি, এটা কি থাইরয়েডের বাড়া বা কমার কারণেই হচ্ছে, নাকি অন্য কারণে?
শোভা, চাঁদপুর

থাইরয়েড হরমোনের প্রভাব আমাদের শরীরের বিভিন্ন অঙ্গে আছে। ত্বকও এর ব্যতিক্রম নয়। থাইরয়েড হরমোনের তারতম্যে ত্বকের অনেক সমস্যা হতে পারে। আপনি একজন এন্ডোক্রাইনোলজিস্ট বা হরমোন বিশেষজ্ঞ দেখাতে পারেন।

পরামর্শ দিয়েছেন, ডা. মো. মাজহারুল হক তানিম, ডায়াবেটিস বিশেষজ্ঞ, ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত