Ajker Patrika

প্রজননতন্ত্রের সংক্রমণে সতর্ক হওয়া জরুরি

ডা. ফরিদা ইয়াসমিন সুমি
প্রজননতন্ত্রের সংক্রমণে সতর্ক হওয়া জরুরি

প্রশ্ন: আমার বয়স ৩০। অতিরিক্ত সাদা স্রাব হচ্ছে। সঙ্গে চুলকানি। মাসিক প্রতি মাসেই দুই দিন করে পিছিয়ে যাচ্ছে। সন্তান নেওয়ার চেষ্টা করছি। কিন্তু এক বছরেও কনসিভ করাতে পারিনি। পরামর্শ পেলে কৃতজ্ঞ থাকব।
নাম প্রকাশে অনিচ্ছুক, কক্সবাজার

সাধারণত জীবাণুঘটিত সংক্রমণের কারণে সাদা স্রাব ও চুলকানি হয়। এ ক্ষেত্রে ব্যক্তিগত পরিচ্ছন্নতা অত্যন্ত জরুরি। সংক্রমণ নিরাময়ের জন্য চিকিৎসকের পরামর্শে স্বামী ও স্ত্রী উভয়ের অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা প্রয়োজন। ঘরোয়াভাবে দুই ক্যাপ ভায়োডিন সল্যুশন আধা গামলা কুসুম গরম পানিতে দিয়ে তাতে ১৫ মিনিট বসে হিপবাথ নিলে উপকৃত হবেন। কনসিভ করার জন্য একজন বন্ধ্যত্ব বিশেষজ্ঞের পরামর্শ নিন।

প্রশ্ন: আমার মাসিকের সময় অনেক বেশি ব্লিডিং হয়। খুবই দুর্বল লাগে। এ বিষয়ে কী করতে পারি?
পিয়া ফেরদৌসী, নোয়াখালী

আপনার বয়স উল্লেখ করেননি। সাধারণত জরায়ুর টিউমার, অ্যান্ডোমেট্রিওসিস এবং প্রজননতন্ত্রের সংক্রমণ ও প্রদাহ থেকে মাসিকের সময় রক্ত বেশি যেতে পারে। দেরি না করে দ্রুত স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। রক্ত বেশি যাওয়ার ফলে রক্তশূন্যতা থেকে দুর্বলতা বোধ করছেন। রক্তের ঘাটতি পূরণে পুষ্টিকর খাবারের পাশাপাশি আয়রন ট্যাবলেট তিন মাস খেতে পারেন।

প্রশ্ন: ২০১৭ সালে আমার প্রথম সন্তানের জন্ম। ১৫ দিনের মাথায় মারা যায় সে। সিজারিয়ান ছিল। এখনো সেলাইয়ে ব্যথা করে, চুলকায়। অ্যালার্জির সমস্যা আছে। হোমিওপ্যাথিক ওষুধ খেয়েছি। কিন্তু কাজ দেয়নি সেভাবে। কী করণীয়?
রেহানা শারমিন, টাঙ্গাইল

এ ধরনের ক্রনিক পেইন ও অ্যালার্জি কমাতে স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শে কিছু ওষুধ খেতে হতে পারে। দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

প্রশ্ন: বয়স যা-ই হোক না কেন, মানসিকভাবে প্রস্তুত না হলে কি সন্তান নেওয়া ঠিক? এতে কি সন্তান ও মায়ের স্বাস্থ্যের ওপর প্রভাব পড়ে?
সাদিয়া, নরসিংদী

স্বাস্থ্যের সংজ্ঞার মধ্যে শারীরিক ও মানসিক—দুই ধরনের স্বাস্থ্যের কথাই উল্লেখ রয়েছে। সুস্থতার জন্য শরীর ও মনের যত্ন প্রয়োজন। মানসিকভাবে প্রস্তুত না হয়ে সন্তান নেওয়া একেবারেই ঠিক নয়। মানসিক স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত না হলে তা সন্তান ও মায়ের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই নিজেকে যখন শারীরিক ও মানসিকভাবে উপযুক্ত মনে করবেন, তখনই সন্তান ধারণের কথা চিন্তা করা ভালো।

পরামর্শ দিয়েছেন
ডা. ফরিদা ইয়াসমিন সুমি
সহকারী অধ্যাপক (গাইনি)
চট্টগ্রাম মেডিকেল কলেজ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত