অধ্যাপক ডা. এস এম বখতিয়ার কামাল
কোনো কারণে দেহে মেলানোসাইট মেলানিন তৈরি বন্ধ হয়ে গেলে ত্বকে সাদা সাদা প্যাঁচের মতো তৈরি হয়। একে শ্বেতী রোগ বলে। বর্তমানে শ্বেতী রোগের বেশ উন্নত চিকিৎসা রয়েছে। এর অনেক ধরনের চিকিৎসা রয়েছে। ওষুধ খাওয়া, লাগানো, ফটোথেরাপি, এক্সাইমার লেজার, সার্জারি। রোগী অনুসারে এসব চিকিৎসা দেওয়া হয়।
কারও শরীর ৫০ ভাগের বেশি সাদা হয়ে গেলে তাকে বলে উন্টার প্রসেস। সে ক্ষেত্রে ত্বক আর কালো করা হয় না। বরং ডি পিগমেন্টিং প্রক্রিয়ায় ত্বক আরও সাদা করে দেওয়া হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো চিকিৎসার আগে জানা, রোগটির চিকিৎসা করা যাচ্ছে কি না। এমন হলে সার্জারি করাতে হবে। তাতেও এ রোগ ভালো হয়।
কোনো কোনো ক্ষেত্রে চিকিৎসায় কাজ হয় না। ত্বকের সাদা অংশের ভেতর যে লোমগুলো থাকে, সেগুলোর রং যদি কালো থাকে, তাহলে বুঝে নিতে হবে মেলানোসাইট সক্রিয় আছে। সে ক্ষেত্রে ফটোথেরাপি দিতে হবে। যে চিকিৎসাই দেওয়া হোক না কেন, রোগীকে ধৈর্য ধরতে হবে।
পরামর্শ দিয়েছেন,অধ্যাপক ডা. এস এম বখতিয়ার কামাল, কামাল হেয়ার অ্যান্ড স্কিন সেন্টার, গ্রিন রোড, ঢাকা
কোনো কারণে দেহে মেলানোসাইট মেলানিন তৈরি বন্ধ হয়ে গেলে ত্বকে সাদা সাদা প্যাঁচের মতো তৈরি হয়। একে শ্বেতী রোগ বলে। বর্তমানে শ্বেতী রোগের বেশ উন্নত চিকিৎসা রয়েছে। এর অনেক ধরনের চিকিৎসা রয়েছে। ওষুধ খাওয়া, লাগানো, ফটোথেরাপি, এক্সাইমার লেজার, সার্জারি। রোগী অনুসারে এসব চিকিৎসা দেওয়া হয়।
কারও শরীর ৫০ ভাগের বেশি সাদা হয়ে গেলে তাকে বলে উন্টার প্রসেস। সে ক্ষেত্রে ত্বক আর কালো করা হয় না। বরং ডি পিগমেন্টিং প্রক্রিয়ায় ত্বক আরও সাদা করে দেওয়া হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো চিকিৎসার আগে জানা, রোগটির চিকিৎসা করা যাচ্ছে কি না। এমন হলে সার্জারি করাতে হবে। তাতেও এ রোগ ভালো হয়।
কোনো কোনো ক্ষেত্রে চিকিৎসায় কাজ হয় না। ত্বকের সাদা অংশের ভেতর যে লোমগুলো থাকে, সেগুলোর রং যদি কালো থাকে, তাহলে বুঝে নিতে হবে মেলানোসাইট সক্রিয় আছে। সে ক্ষেত্রে ফটোথেরাপি দিতে হবে। যে চিকিৎসাই দেওয়া হোক না কেন, রোগীকে ধৈর্য ধরতে হবে।
পরামর্শ দিয়েছেন,অধ্যাপক ডা. এস এম বখতিয়ার কামাল, কামাল হেয়ার অ্যান্ড স্কিন সেন্টার, গ্রিন রোড, ঢাকা
চলমান তাপপ্রবাহে হিট স্ট্রোকে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ডিএনসিসি ডেডিকেটেড কোভিড মহাখালী হাসপাতালে চালু করা হয়েছে হিট স্ট্রোক সেন্টার। ঢাকা উত্তর সিটি করপোরেশনের তত্ত্বাবধানে ২৫ শয্যাবিশিষ্ট এই হিট স্ট্রোক সেন্টারে তাপজনিত অসুস্থতায় আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা বিনা মূল্যে দেওয়া হবে।
১৪ ঘণ্টা আগেচীনা ও মার্কিন বিজ্ঞানীদের নেতৃত্বে একধরনের জটিল ফুসফুস ক্যানসারের চিকিৎসায় নতুন একটি ওষুধের আন্তর্জাতিক ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। এই ট্রায়ালে ইতিমধ্যে প্রমাণ পাওয়া গেছে, মুখে খাওয়ার ওই ওষুধ আগের চিকিৎসার তুলনায় বেশি নিরাপদ ও কার্যকর।
১ দিন আগেএই গবেষণার ফলাফল আরও উদ্বেগজনক, কারণ, এতে পশুপালন খাত বা ওষুধ তৈরির কারখানা থেকে আসা অ্যান্টিবায়োটিকের হিসাব ধরা হয়নি—যা পরিবেশ দূষণের বড় উৎস হিসেবে বিবেচিত।
২ দিন আগেআগের গবেষণাগুলোতে অডিও ভিজ্যুয়াল মাধ্যমে উচ্চ চর্বি, লবণ ও চিনি যুক্ত খাদ্যপণ্যের (এইচএফএসএস) বিজ্ঞাপন দেখার পর শিশুদের তাৎক্ষণিক ও পরবর্তী খাবার গ্রহণের মধ্যে সম্পর্ক পাওয়া গেছে। কিন্তু ব্র্যান্ড-ভিত্তিক (যেখানে পণ্য নয়, শুধু লোগো বা চিহ্ন থাকে) কিংবা শুধু অডিও (যেমন পডকাস্ট বা রেডিও) মাধ্যমে বিজ্ঞ
২ দিন আগে