ডা. মো. আব্দুল হাফিজ শাফী
শিশুদের কানে ব্যথা হওয়ার বিভিন্ন কারণ রয়েছে। সাধারণত ৬ থেকে ১৮ মাসের মধ্যে কানের সংক্রমণ বেশি হতে দেখা যায়। তিন বছরের কম বয়সী শতকরা ৩০ ভাগ শিশু কোনো না কোনো কারণে কানে ব্যথায় ভুগে থাকে।
ঝুঁকিতে যারা
কারণ
ঠান্ডা লাগলে বা সর্দি-কাশি থেকে নাক ও কানের সংযোগ টিউব ব্লক হয়ে কানের পর্দার ভেতরের দিকে তরল পদার্থ জমে পর্দা ফুলে ওঠা।
কীভাবে বুঝবেন
কানে ব্যথা হলে শিশু চিৎকার করে কাঁদবে, শরীরের তাপমাত্রা ও অস্থিরতা বাড়বে।
চিকিৎসা
কানে ব্যথায় শিশু অস্থির হলে, ঘাড় শক্ত হলে, ক্লান্ত হয়ে নিস্তেজ হয়ে পড়লে জরুরি ভিত্তিতে হাসপাতালে নিয়ে যেতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
যথাসময়ে চিকিৎসা না করলে যে জটিলতা হবে
প্রতিরোধে যা করতে হবে
কানের সংক্রমণ হওয়ার একটি কারণ হলো ঘন ঘন কান খোঁচানো। ক্লিপ, পেনসিল বা সেফটি পিন দিয়ে কান কোনোভাবেই খোঁচানো যাবে না।
নাকের পেছনের একধরনের গ্লান্ড বড় হলে নাকের সঙ্গে কানের সংযোগকারী টিউব ব্লক হয়ে কানের সংক্রমণ হতে পারে। এ রকম সমস্যায় মুখ দিয়ে শ্বাস নিলে বা শিশু হাঁ করে ঘুমালে নাক কান গলার চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
পরামর্শ
চিকিৎসকের পরামর্শ ছাড়া শিশুকে কোনো ধরনের ওষুধ খাওয়ানো যাবে না।
ডা. মো. আব্দুল হাফিজ (শাফী), নাক কান গলা রোগ বিশেষজ্ঞ এবং হেড-নেক সার্জন , আবাসিক সার্জন (ইএনটি) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল
শিশুদের কানে ব্যথা হওয়ার বিভিন্ন কারণ রয়েছে। সাধারণত ৬ থেকে ১৮ মাসের মধ্যে কানের সংক্রমণ বেশি হতে দেখা যায়। তিন বছরের কম বয়সী শতকরা ৩০ ভাগ শিশু কোনো না কোনো কারণে কানে ব্যথায় ভুগে থাকে।
ঝুঁকিতে যারা
কারণ
ঠান্ডা লাগলে বা সর্দি-কাশি থেকে নাক ও কানের সংযোগ টিউব ব্লক হয়ে কানের পর্দার ভেতরের দিকে তরল পদার্থ জমে পর্দা ফুলে ওঠা।
কীভাবে বুঝবেন
কানে ব্যথা হলে শিশু চিৎকার করে কাঁদবে, শরীরের তাপমাত্রা ও অস্থিরতা বাড়বে।
চিকিৎসা
কানে ব্যথায় শিশু অস্থির হলে, ঘাড় শক্ত হলে, ক্লান্ত হয়ে নিস্তেজ হয়ে পড়লে জরুরি ভিত্তিতে হাসপাতালে নিয়ে যেতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
যথাসময়ে চিকিৎসা না করলে যে জটিলতা হবে
প্রতিরোধে যা করতে হবে
কানের সংক্রমণ হওয়ার একটি কারণ হলো ঘন ঘন কান খোঁচানো। ক্লিপ, পেনসিল বা সেফটি পিন দিয়ে কান কোনোভাবেই খোঁচানো যাবে না।
নাকের পেছনের একধরনের গ্লান্ড বড় হলে নাকের সঙ্গে কানের সংযোগকারী টিউব ব্লক হয়ে কানের সংক্রমণ হতে পারে। এ রকম সমস্যায় মুখ দিয়ে শ্বাস নিলে বা শিশু হাঁ করে ঘুমালে নাক কান গলার চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
পরামর্শ
চিকিৎসকের পরামর্শ ছাড়া শিশুকে কোনো ধরনের ওষুধ খাওয়ানো যাবে না।
ডা. মো. আব্দুল হাফিজ (শাফী), নাক কান গলা রোগ বিশেষজ্ঞ এবং হেড-নেক সার্জন , আবাসিক সার্জন (ইএনটি) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল
নানা কারণে ঘুম নেই, মেজাজ খিটখিটে, অতিরিক্ত রাগ আর কোনো কিছুতেই প্রশান্তি নেই। এসব কারণে ইদানীং মানসিক সমস্যার প্রকোপ দেখা যাচ্ছে। মানসিক সমস্যা মানুষেরই হয়। বিশেষ করে যুবসমাজ এ সমস্যায় ভুগছে মারাত্মকভাবে। যে কারণেই হোক না কেন, মানসিক সমস্যা রোগী নিজে বুঝতে পারে না। তাকে বলাও যায় না...
১১ ঘণ্টা আগেঅফিসে বারবার ঘুম পেলে তা কাজের ওপর বড় প্রভাব ফেলে। ডেডলাইন মিস করা, কাজ জমে যাওয়া, এমনকি চাকরিও ঝুঁকিতে পড়তে পারে। ঘুমের সমস্যা থাকলে চিকিৎসা জরুরি। তবে কিছু বিষয় মেনে চললে কাজের সময় ঘুম পাওয়া থেকে রেহাই পেতে পারেন।
১২ ঘণ্টা আগেবাতরোগ সাধারণত প্রাপ্তবয়স্কদের সমস্যা বলে বিবেচিত। কিন্তু শিশুরাও এতে আক্রান্ত হতে পারে। অনেক সময় অভিভাবকেরা ভাবেন, এই বয়সে এমন ব্যথা বা অস্বস্তি সাময়িক। কিন্তু বাস্তবতা হচ্ছে, অনেক শিশু দীর্ঘস্থায়ী বাতরোগে ভোগে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই রোগকে বলা হয় জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রারাইটিস...
১২ ঘণ্টা আগেশরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হলে তাকে জ্বর বলা হয়। জ্বর আসলে কোনো রোগ নয়, রোগের উপসর্গ। ফলে জ্বর হওয়াকে শরীরের ভেতরের কোনো রোগের সতর্কবার্তা বলা যেতে পারে।
১২ ঘণ্টা আগে