ডেস্ক রিপোর্ট
আলোক হেলথ কেয়ার লিমিটেড প্রথমবারের মতো বাংলাদেশে নিয়ে এসেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পরিচালিত হেমাটোলজি বা রক্তরোগ বিশ্লেষক মেশিন। সম্প্রতি এ বিষয়ে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আলোক হেলথ কেয়ারের উদ্যোগে এবং বায়োটেক সার্ভিসেস ও সিসমেক্স, জাপানের সহযোগিতায় একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশের তিন শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন। সেমিনারের বিষয় ছিল ‘স্বয়ংক্রিয় হেমাটোলজি বিশ্লেষক এক্সএন–৩০০০ সিরিজ এবং এআইভিত্তিক স্বয়ংক্রিয় ব্লাড সেল মরফোলজি বিশ্লেষক ডিআই-৬০-এর সঙ্গে সমন্বিত সিস্টেম’।
সেমিনারে স্বাগত বক্তব্য দেন আলোক হেলথ কেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান হোসেন। বিষয়ভিত্তিক বক্তব্য দেন এলভিস লি, ম্যানেজার, বিক্রয় ও বিতরণ, সিসমেক্স এশিয়া প্যাসিফিক পিটিই লিমিটেড, প্রকৌশলী মো. রমজান আলী, সিইও এবং স্বত্বাধিকারী, বায়োটেক সার্ভিসেস, ড. মোহাম্মদ আলী, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, হেমাটোলজি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চ অ্যান্ড হাসপাতাল, মেরিলিন বি বালিওয়াগ, ম্যানেজার, আঞ্চলিক মার্কেটিং (হেমাটোলজি), সিসমেক্স এশিয়া প্যাসিফিক পিটিই লিমিটেড, ডা. থাইরজা লাউদামি দরমাদ, এসপিপিকে, পন্ডক ইন্দাহ হাসপাতাল, ইন্দোনেশিয়া, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. শেখ সালাহউদ্দিন, পরিচালক, আলোক হাসপাতাল লিমিটেড।
আলোক হেলথ কেয়ার লিমিটেড প্রথমবারের মতো বাংলাদেশে নিয়ে এসেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পরিচালিত হেমাটোলজি বা রক্তরোগ বিশ্লেষক মেশিন। সম্প্রতি এ বিষয়ে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আলোক হেলথ কেয়ারের উদ্যোগে এবং বায়োটেক সার্ভিসেস ও সিসমেক্স, জাপানের সহযোগিতায় একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশের তিন শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন। সেমিনারের বিষয় ছিল ‘স্বয়ংক্রিয় হেমাটোলজি বিশ্লেষক এক্সএন–৩০০০ সিরিজ এবং এআইভিত্তিক স্বয়ংক্রিয় ব্লাড সেল মরফোলজি বিশ্লেষক ডিআই-৬০-এর সঙ্গে সমন্বিত সিস্টেম’।
সেমিনারে স্বাগত বক্তব্য দেন আলোক হেলথ কেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান হোসেন। বিষয়ভিত্তিক বক্তব্য দেন এলভিস লি, ম্যানেজার, বিক্রয় ও বিতরণ, সিসমেক্স এশিয়া প্যাসিফিক পিটিই লিমিটেড, প্রকৌশলী মো. রমজান আলী, সিইও এবং স্বত্বাধিকারী, বায়োটেক সার্ভিসেস, ড. মোহাম্মদ আলী, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, হেমাটোলজি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চ অ্যান্ড হাসপাতাল, মেরিলিন বি বালিওয়াগ, ম্যানেজার, আঞ্চলিক মার্কেটিং (হেমাটোলজি), সিসমেক্স এশিয়া প্যাসিফিক পিটিই লিমিটেড, ডা. থাইরজা লাউদামি দরমাদ, এসপিপিকে, পন্ডক ইন্দাহ হাসপাতাল, ইন্দোনেশিয়া, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. শেখ সালাহউদ্দিন, পরিচালক, আলোক হাসপাতাল লিমিটেড।
দেশের গ্রামাঞ্চলে প্রাথমিক স্বাস্থ্যসেবার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কমিউনিটি ক্লিনিক। তবে শুরুতেই কম বরাদ্দ এবং নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে বিদ্যমান সাড়ে ১৪ হাজারের মধ্যে এক-তৃতীয়াংশ ক্লিনিকের অবকাঠামোই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ব্যবহার-অনুপযোগী এ বিপুলসংখ্যক অবকাঠামো পুনর্নির্মাণের..
১ দিন আগেতীব্র গরমে আইসক্রিম, ঠান্ডা পানীয় বা হিমায়িত মিষ্টান্ন খাওয়ার প্রবণতা বেড়ে যায়। জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা যত বাড়ছে, আমেরিকানেরা তত বেশি এসব মিষ্টি খাবারের দিকে ঝুঁকছেন—এমনটাই জানাচ্ছে নতুন গবেষণা। তবে বিজ্ঞানীরা সতর্ক করছেন, এর স্বাস্থ্যঝুঁকি মারাত্মক হতে পারে।
২ দিন আগেএখন জ্বরের মৌসুম চলছে; বিশেষ করে শিশু ও বয়স্ক ব্যক্তিদের বিভিন্ন ভাইরাস জ্বর হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হলো ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকা ভাইরাস। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৭ আগস্ট পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ২৯ হাজার ৯৪৪ এবং মারা গেছে ১১৮ জন। চিকিৎসকেরা বলছেন, একটি এডিস
৪ দিন আগেহৃদ্রোগ, স্ট্রোক কিংবা ধমনি বন্ধ হওয়ার অন্যতম কারণ রক্তে অতিরিক্ত কোলেস্টেরল; বিশেষ করে লো-ডেনসিটি লাইপোপ্রোটিন (এলডিএল) বা খারাপ কোলেস্টেরল রক্তনালিতে জমে ধমনি শক্ত করে। অন্যদিকে হাই-ডেনসিটি লাইপোপ্রোটিন (এইচডিএল) কিংবা ভালো কোলেস্টেরল শরীর থেকে অতিরিক্ত কোলেস্টেরল সরিয়ে দেয়।
৪ দিন আগে