Ajker Patrika

আলোকের রক্তরোগ বিশ্লেষক মেশিন

ডেস্ক রিপোর্ট
আলোকের রক্তরোগ বিশ্লেষক মেশিন

আলোক হেলথ কেয়ার লিমিটেড প্রথমবারের মতো বাংলাদেশে নিয়ে এসেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পরিচালিত হেমাটোলজি বা রক্তরোগ বিশ্লেষক মেশিন। সম্প্রতি এ বিষয়ে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আলোক হেলথ কেয়ারের উদ্যোগে এবং বায়োটেক সার্ভিসেস ও সিসমেক্স, জাপানের সহযোগিতায় একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশের তিন শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন। সেমিনারের বিষয় ছিল ‘স্বয়ংক্রিয় হেমাটোলজি বিশ্লেষক এক্সএন–৩০০০ সিরিজ এবং এআইভিত্তিক স্বয়ংক্রিয় ব্লাড সেল মরফোলজি বিশ্লেষক ডিআই-৬০-এর সঙ্গে সমন্বিত সিস্টেম’।

সেমিনারে স্বাগত বক্তব্য দেন আলোক হেলথ কেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান হোসেন। বিষয়ভিত্তিক বক্তব্য দেন এলভিস লি, ম্যানেজার, বিক্রয় ও বিতরণ, সিসমেক্স এশিয়া প্যাসিফিক পিটিই লিমিটেড, প্রকৌশলী মো. রমজান আলী, সিইও এবং স্বত্বাধিকারী, বায়োটেক সার্ভিসেস, ড. মোহাম্মদ আলী, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, হেমাটোলজি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চ অ্যান্ড হাসপাতাল, মেরিলিন বি বালিওয়াগ, ম্যানেজার, আঞ্চলিক মার্কেটিং (হেমাটোলজি), সিসমেক্স এশিয়া প্যাসিফিক পিটিই লিমিটেড, ডা. থাইরজা লাউদামি দরমাদ, এসপিপিকে, পন্ডক ইন্দাহ হাসপাতাল, ইন্দোনেশিয়া, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. শেখ সালাহউদ্দিন, পরিচালক, আলোক হাসপাতাল লিমিটেড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত