ডেস্ক রিপোর্ট
আলোক হেলথ কেয়ার লিমিটেড প্রথমবারের মতো বাংলাদেশে নিয়ে এসেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পরিচালিত হেমাটোলজি বা রক্তরোগ বিশ্লেষক মেশিন। সম্প্রতি এ বিষয়ে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আলোক হেলথ কেয়ারের উদ্যোগে এবং বায়োটেক সার্ভিসেস ও সিসমেক্স, জাপানের সহযোগিতায় একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশের তিন শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন। সেমিনারের বিষয় ছিল ‘স্বয়ংক্রিয় হেমাটোলজি বিশ্লেষক এক্সএন–৩০০০ সিরিজ এবং এআইভিত্তিক স্বয়ংক্রিয় ব্লাড সেল মরফোলজি বিশ্লেষক ডিআই-৬০-এর সঙ্গে সমন্বিত সিস্টেম’।
সেমিনারে স্বাগত বক্তব্য দেন আলোক হেলথ কেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান হোসেন। বিষয়ভিত্তিক বক্তব্য দেন এলভিস লি, ম্যানেজার, বিক্রয় ও বিতরণ, সিসমেক্স এশিয়া প্যাসিফিক পিটিই লিমিটেড, প্রকৌশলী মো. রমজান আলী, সিইও এবং স্বত্বাধিকারী, বায়োটেক সার্ভিসেস, ড. মোহাম্মদ আলী, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, হেমাটোলজি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চ অ্যান্ড হাসপাতাল, মেরিলিন বি বালিওয়াগ, ম্যানেজার, আঞ্চলিক মার্কেটিং (হেমাটোলজি), সিসমেক্স এশিয়া প্যাসিফিক পিটিই লিমিটেড, ডা. থাইরজা লাউদামি দরমাদ, এসপিপিকে, পন্ডক ইন্দাহ হাসপাতাল, ইন্দোনেশিয়া, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. শেখ সালাহউদ্দিন, পরিচালক, আলোক হাসপাতাল লিমিটেড।
আলোক হেলথ কেয়ার লিমিটেড প্রথমবারের মতো বাংলাদেশে নিয়ে এসেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পরিচালিত হেমাটোলজি বা রক্তরোগ বিশ্লেষক মেশিন। সম্প্রতি এ বিষয়ে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আলোক হেলথ কেয়ারের উদ্যোগে এবং বায়োটেক সার্ভিসেস ও সিসমেক্স, জাপানের সহযোগিতায় একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশের তিন শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন। সেমিনারের বিষয় ছিল ‘স্বয়ংক্রিয় হেমাটোলজি বিশ্লেষক এক্সএন–৩০০০ সিরিজ এবং এআইভিত্তিক স্বয়ংক্রিয় ব্লাড সেল মরফোলজি বিশ্লেষক ডিআই-৬০-এর সঙ্গে সমন্বিত সিস্টেম’।
সেমিনারে স্বাগত বক্তব্য দেন আলোক হেলথ কেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান হোসেন। বিষয়ভিত্তিক বক্তব্য দেন এলভিস লি, ম্যানেজার, বিক্রয় ও বিতরণ, সিসমেক্স এশিয়া প্যাসিফিক পিটিই লিমিটেড, প্রকৌশলী মো. রমজান আলী, সিইও এবং স্বত্বাধিকারী, বায়োটেক সার্ভিসেস, ড. মোহাম্মদ আলী, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, হেমাটোলজি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চ অ্যান্ড হাসপাতাল, মেরিলিন বি বালিওয়াগ, ম্যানেজার, আঞ্চলিক মার্কেটিং (হেমাটোলজি), সিসমেক্স এশিয়া প্যাসিফিক পিটিই লিমিটেড, ডা. থাইরজা লাউদামি দরমাদ, এসপিপিকে, পন্ডক ইন্দাহ হাসপাতাল, ইন্দোনেশিয়া, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. শেখ সালাহউদ্দিন, পরিচালক, আলোক হাসপাতাল লিমিটেড।
নানা কারণে ঘুম নেই, মেজাজ খিটখিটে, অতিরিক্ত রাগ আর কোনো কিছুতেই প্রশান্তি নেই। এসব কারণে ইদানীং মানসিক সমস্যার প্রকোপ দেখা যাচ্ছে। মানসিক সমস্যা মানুষেরই হয়। বিশেষ করে যুবসমাজ এ সমস্যায় ভুগছে মারাত্মকভাবে। যে কারণেই হোক না কেন, মানসিক সমস্যা রোগী নিজে বুঝতে পারে না। তাকে বলাও যায় না...
২ দিন আগেঅফিসে বারবার ঘুম পেলে তা কাজের ওপর বড় প্রভাব ফেলে। ডেডলাইন মিস করা, কাজ জমে যাওয়া, এমনকি চাকরিও ঝুঁকিতে পড়তে পারে। ঘুমের সমস্যা থাকলে চিকিৎসা জরুরি। তবে কিছু বিষয় মেনে চললে কাজের সময় ঘুম পাওয়া থেকে রেহাই পেতে পারেন।
২ দিন আগেবাতরোগ সাধারণত প্রাপ্তবয়স্কদের সমস্যা বলে বিবেচিত। কিন্তু শিশুরাও এতে আক্রান্ত হতে পারে। অনেক সময় অভিভাবকেরা ভাবেন, এই বয়সে এমন ব্যথা বা অস্বস্তি সাময়িক। কিন্তু বাস্তবতা হচ্ছে, অনেক শিশু দীর্ঘস্থায়ী বাতরোগে ভোগে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই রোগকে বলা হয় জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রারাইটিস...
২ দিন আগেশরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হলে তাকে জ্বর বলা হয়। জ্বর আসলে কোনো রোগ নয়, রোগের উপসর্গ। ফলে জ্বর হওয়াকে শরীরের ভেতরের কোনো রোগের সতর্কবার্তা বলা যেতে পারে।
২ দিন আগে