Ajker Patrika

স্তন ক্যানসার ও হোমিও চিকিৎসা

এম এ হক, পিএইচডি (স্বাস্থ্য) 
Thumbnail image

আধুনিক জীবনে ক্যানসার এক মরণব্যাধি। তবে ক্রমশ ক্যানসার রোগটি নিরাময়ে বিভিন্ন ধরনের ওষুধ আবিষ্কার হয়ে চলেছে। 

স্তনের কোনো অংশ শক্ত হওয়া অথবা টিউমার হওয়াকে ব্রেস্ট টিউমার বলে। স্তনে দুই ধরনের টিউমার হতে পারে—ক্যানসার বিহীন বিনাইল টিউমার এবং ক্যানসার যুক্ত ম্যালিগন্যান্ট টিউমার। বিনাইল টিউমারের অবস্থান তার উৎপত্তি স্থলে সীমাবদ্ধ থাকলেও ম্যালিগন্যান্ট টিউমারের আগ্রাসী ভূমিকা রক্তপ্রবাহের মাধ্যমে অন্য অঙ্গপ্রত্যঙ্গ বা গ্রন্থিকেও আক্রান্ত করতে পারে। বর্তমানে যেসব নারী ব্রেস্ট ক্যানসারের চিকিৎসার জন্য আসেন, তাঁদের অনেকের বয়স ৪০ বছরেরও কম। আর এ হার আজকাল বেড়ে যাওয়া রীতিমতো দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। 

স্তন ক্যানসারের কারণ

  • স্তন ক্যানসারের জন্য প্রথমত দায়ী আমাদের খাদ্যাভ্যাস। দৈনন্দিন জীবনে প্রায় প্রতিটি খাবারের সঙ্গে আমরা বিষ গ্রহণ করছি বলা চলে। আজকাল ফাস্ট ফুড খাওয়ার অভ্যাস বেড়েছে অনেকখানি।
  • এসব খাবার আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করছে। 
  • দুশ্চিন্তা, নিদ্রাহীনতা, কম শারীরিক পরিশ্রম এবং অতিরিক্ত স্থূলতা। অতিরিক্ত স্থূলতা স্তন ক্যানসারের একটি বড় কারণ। 
  • ক্যানসারের বংশগত ইতিহাস। বংশে কারও ক্যানসার থাকলে এর ঝুঁকি থাকে সর্বোচ্চ। 
  • স্তনে আঘাত থেকেও প্রথমে টিউমার এবং পরবর্তীতে ক্যানসার হওয়ার আশঙ্কা তৈরি হয়। 
  • সন্তানকে বুকের দুধ পান না করানো স্তন ক্যানসারের একটি কারণ। 
  • স্তন ছোট রাখার বিভিন্ন মালিশ ব্যবহার এবং ওষুধ সেবন করলেও স্তন ক্যানসারের ঝুঁকি তৈরি হয়। 

লক্ষণ

  • স্তনের কোনো অংশ শক্ত হওয়া অথবা স্তনের বোঁটার আকৃতির পরিবর্তন হওয়া। 
  • স্তনের বোঁটা থেকে রক্ত বা তরল পদার্থ বের হওয়া। 
  • নিপলের আশপাশে র‍্যাশ বা ফুসকুড়ি দেখা দেওয়া। 
  • বগল ফুলে যাওয়া বা চাকা দেখা দেওয়া। 
  • স্তনের ভেতরে গোটা ওঠা বা শক্ত হওয়া বা ক্ষতের সৃষ্টি হওয়া। 

চিকিৎসা পদ্ধতি
স্তন ক্যানসারের অ্যালোপ্যাথিক ও শল্য চিকিৎসার পাশাপাশি হোমিওপ্যাথিক চিকিৎসাও আধুনিক চিকিৎসা বিজ্ঞানের এক বিস্ময়কর অবদান। হোমিওপ্যাথিক ওষুধ ভান্ডারে স্তন ক্যানসারের চিকিৎসায় কার্সিনোসিন, টিউবারকুলিনাম, সোরিনাম, সিফিলিনাম, মেডোরিনাম, কার্বো-অ্যানিমেলস, আর্সেনিক অ্যালবাম, আর্সেনিক আয়োড, অ্যাসিড নাইট্রিক, ন্যাট্রাম সালফ, ফাইটোলক্কার মতো অসংখ্য কার্যকরী ওষুধ রয়েছে। এসব ওষুধের মাধ্যমে প্রতিনিয়ত অসংখ্য রোগী আরোগ্য লাভ করছেন। হোমিওপ্যাথিক চিকিৎসা সেবার মাধ্যমে স্তন ক্যানসারের রোগীদের বিনা কষ্টে স্বল্প সময়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে এখন। এ কারণে সচেতন নাগরিকেরা স্তন ক্যানসারের হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণের দিকে ঝুঁকছেন প্রতিনিয়ত। 

হোমিওপ্যাথিক চিকিৎসা প্রদানের পাশাপাশি রোগীর দ্রুত উন্নতির জন্য প্রয়োজনীয় কাউন্সেলিং, নিয়মতান্ত্রিক জীবনযাপন পদ্ধতি, সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ঘুম, ব্যায়াম, মানসিক চাপমুক্ত জীবনযাপন ইত্যাদি বিষয়ে পরামর্শ দেওয়া হয়ে থাকে। 

লেখকের চেম্বার: ড. হক হোমিও ট্রিটমেন্ট এন্ড রিসার্চ সেন্টার, বিটিআই সেন্ট্রাল গ্র্যান্ড ভবন, গ্রাউন্ড ফ্লোর ফার্মগেট, ঢাকা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত