নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সন্তান প্রসবের জন্য সরকারি হাসপাতালগুলোতে ভরসা পান না অধিকাংশ মানুষ। এসব হাসপাতালে প্রসূতি ঘর মাতৃবান্ধব না হওয়াই এর প্রধান কারণ বলে মনে করছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞরা। এ ছাড়া প্রসবে অস্ত্রোপচার নিরুৎসাহিত করতে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে উদ্যোগ নেওয়ার কথাও বলেছেন তাঁরা।
আজ শুক্রবার (৪ মার্চ) বিকেলে স্বাভাবিক প্রসব বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি) এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় বিশেষজ্ঞরা বলেন, অধিকাংশ মা বাড়িতেই সন্তান প্রসব করছেন। আর সরকারি হাসপাতালগুলোতে যাচ্ছেন মাত্র ১৪ শতাংশ অন্তঃসত্ত্বা। সন্তান প্রসবের জন্য নির্ধারিত এ ঘরগুলো মাতৃবান্ধব না হওয়ায় অনেক সময় গর্ভবতীরা হাসপাতালে যেতে চান না। ফলে অনেক মা ও নবজাতক জরুরি মুহূর্তে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়।
কর্মশালায় ওজিএসবির সাবেক সভাপতি গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রওশন আরা বেগম বলেন, ‘এখনো গ্রাম-গঞ্জে প্রায় ৫০ শতাংশ স্বাভাবিক প্রসব বাড়িতেই হয়। অনেক মা হাসপাতালে যেতে চান না। ফলে নবজাতকের কোনো সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে তার সমাধান করা যায় না। আবার মায়ের জীবনও ঝুঁকিতে পড়ে। সে জন্য এসব মায়েরা যেন হাসপাতালমুখী হন সেদিকে লক্ষ্য রাখতে হবে।’
দেশের হাসপাতালগুলোর প্রসূতি ঘরটি মাতৃবান্ধব হলে এ সমস্যার অনেকাংশেই সমাধান সম্ভব জানিয়ে এই বিশেষজ্ঞ চিকিৎসক বলেন, ‘প্রসূতি ঘর হতে হবে সবচেয়ে আনন্দদায়ক কক্ষ। সেখানে যেতে কেউ যেন ভয় না পান, অস্বস্তিতে না পড়েন। এ জন্য স্বাভাবিক প্রসবের ক্ষেত্রে সংশ্লিষ্টদের আরও আন্তরিক হতে হবে। স্বাভাবিক প্রসব হতে হবে একেবারেই স্বাভাবিক। এ ক্ষেত্রে কোনো ইনজেকশন ব্যবহার করার কথা নয়।’
কর্মশালায় সিজারিয়ান (অস্ত্রোপচার) ডেলিভারি কমাতে সচেতনতা বাড়ানোর ওপর জোর দেন ওজিএসবির বর্তমান সভাপতি অধ্যাপক ডা. ফেরদৌসী বেগম।
সংগঠনের সাধারণ সম্পাদক গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. গুলশান আরা বলেন, ‘বিশ্বব্যাপী অস্ত্রোপচারের মাধ্যমে প্রসব বেড়ে গেছে। বিপরীতে স্বাভাবিক প্রসব কমে গেছে উদ্বেগজনক হারে। প্রয়োজন হলে অস্ত্রোপচার করতে হবে। কিন্তু এর কিছু ক্ষতিকর দিকও আছে, সেগুলোও এড়িয়ে যাওয়া যায় না। সব ধরনের জটিলতা শনাক্ত করে অস্ত্রোপচারের মাধ্যমে প্রসব কমিয়ে আনতে হবে। এটি অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। স্বাভাবিক প্রসবের দিকে আমাদের নজর বাড়াতে হবে।’
ডা. গুলশান আরা বলেন, ‘স্বাভাবিক প্রসব বাড়াতে চাইলে প্রথমেই প্রয়োজন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানো। পাশাপাশি কমিটমেন্ট ঠিক রেখে তাঁদের নজরদারি বাড়াতে হবে।’
নারীস্বাস্থ্যের এ দিকটি অত্যন্ত চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন তিনি জানান, এরই মধ্যে বিল গেটস অ্যান্ড মেলিন্ডা ফাউন্ডেশনের সহযোগিতায় ওজিএসবির আরেকটি প্রশিক্ষণ কর্মসূচি চলছে। দেশের ১৩টি হাসপাতালে চলছে এ প্রশিক্ষণ। এর মাধ্যমে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা অনেক দক্ষতা অর্জন করতে পারবেন। এতে স্বাভাবিক প্রসব অনেকাংশে বাড়বে বলে আশা করছেন এই স্ত্রীরোগ বিশেষজ্ঞ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—স্বাধীনতা পদকপ্রাপ্ত গাইনি বিশেষজ্ঞ ওজিএসবির সাবেক সভাপতি অধ্যাপক ডা. টিএ চৌধুরী, অধ্যাপক ডা. লায়লা আনজুমান্দ বানু, অধ্যাপক ডা. সায়েবা আক্তার প্রমুখ।
সন্তান প্রসবের জন্য সরকারি হাসপাতালগুলোতে ভরসা পান না অধিকাংশ মানুষ। এসব হাসপাতালে প্রসূতি ঘর মাতৃবান্ধব না হওয়াই এর প্রধান কারণ বলে মনে করছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞরা। এ ছাড়া প্রসবে অস্ত্রোপচার নিরুৎসাহিত করতে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে উদ্যোগ নেওয়ার কথাও বলেছেন তাঁরা।
আজ শুক্রবার (৪ মার্চ) বিকেলে স্বাভাবিক প্রসব বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি) এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় বিশেষজ্ঞরা বলেন, অধিকাংশ মা বাড়িতেই সন্তান প্রসব করছেন। আর সরকারি হাসপাতালগুলোতে যাচ্ছেন মাত্র ১৪ শতাংশ অন্তঃসত্ত্বা। সন্তান প্রসবের জন্য নির্ধারিত এ ঘরগুলো মাতৃবান্ধব না হওয়ায় অনেক সময় গর্ভবতীরা হাসপাতালে যেতে চান না। ফলে অনেক মা ও নবজাতক জরুরি মুহূর্তে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়।
কর্মশালায় ওজিএসবির সাবেক সভাপতি গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রওশন আরা বেগম বলেন, ‘এখনো গ্রাম-গঞ্জে প্রায় ৫০ শতাংশ স্বাভাবিক প্রসব বাড়িতেই হয়। অনেক মা হাসপাতালে যেতে চান না। ফলে নবজাতকের কোনো সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে তার সমাধান করা যায় না। আবার মায়ের জীবনও ঝুঁকিতে পড়ে। সে জন্য এসব মায়েরা যেন হাসপাতালমুখী হন সেদিকে লক্ষ্য রাখতে হবে।’
দেশের হাসপাতালগুলোর প্রসূতি ঘরটি মাতৃবান্ধব হলে এ সমস্যার অনেকাংশেই সমাধান সম্ভব জানিয়ে এই বিশেষজ্ঞ চিকিৎসক বলেন, ‘প্রসূতি ঘর হতে হবে সবচেয়ে আনন্দদায়ক কক্ষ। সেখানে যেতে কেউ যেন ভয় না পান, অস্বস্তিতে না পড়েন। এ জন্য স্বাভাবিক প্রসবের ক্ষেত্রে সংশ্লিষ্টদের আরও আন্তরিক হতে হবে। স্বাভাবিক প্রসব হতে হবে একেবারেই স্বাভাবিক। এ ক্ষেত্রে কোনো ইনজেকশন ব্যবহার করার কথা নয়।’
কর্মশালায় সিজারিয়ান (অস্ত্রোপচার) ডেলিভারি কমাতে সচেতনতা বাড়ানোর ওপর জোর দেন ওজিএসবির বর্তমান সভাপতি অধ্যাপক ডা. ফেরদৌসী বেগম।
সংগঠনের সাধারণ সম্পাদক গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. গুলশান আরা বলেন, ‘বিশ্বব্যাপী অস্ত্রোপচারের মাধ্যমে প্রসব বেড়ে গেছে। বিপরীতে স্বাভাবিক প্রসব কমে গেছে উদ্বেগজনক হারে। প্রয়োজন হলে অস্ত্রোপচার করতে হবে। কিন্তু এর কিছু ক্ষতিকর দিকও আছে, সেগুলোও এড়িয়ে যাওয়া যায় না। সব ধরনের জটিলতা শনাক্ত করে অস্ত্রোপচারের মাধ্যমে প্রসব কমিয়ে আনতে হবে। এটি অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। স্বাভাবিক প্রসবের দিকে আমাদের নজর বাড়াতে হবে।’
ডা. গুলশান আরা বলেন, ‘স্বাভাবিক প্রসব বাড়াতে চাইলে প্রথমেই প্রয়োজন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানো। পাশাপাশি কমিটমেন্ট ঠিক রেখে তাঁদের নজরদারি বাড়াতে হবে।’
নারীস্বাস্থ্যের এ দিকটি অত্যন্ত চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন তিনি জানান, এরই মধ্যে বিল গেটস অ্যান্ড মেলিন্ডা ফাউন্ডেশনের সহযোগিতায় ওজিএসবির আরেকটি প্রশিক্ষণ কর্মসূচি চলছে। দেশের ১৩টি হাসপাতালে চলছে এ প্রশিক্ষণ। এর মাধ্যমে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা অনেক দক্ষতা অর্জন করতে পারবেন। এতে স্বাভাবিক প্রসব অনেকাংশে বাড়বে বলে আশা করছেন এই স্ত্রীরোগ বিশেষজ্ঞ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—স্বাধীনতা পদকপ্রাপ্ত গাইনি বিশেষজ্ঞ ওজিএসবির সাবেক সভাপতি অধ্যাপক ডা. টিএ চৌধুরী, অধ্যাপক ডা. লায়লা আনজুমান্দ বানু, অধ্যাপক ডা. সায়েবা আক্তার প্রমুখ।
উন্নত দেশগুলো, এমনকি উন্নয়নশীল দেশগুলোতেও টাইফয়েড এখন খুব কম দেখা যায়। কিন্তু প্রাচীন এই রোগের ফলে আধুনিক বিশ্ব তো বটেই, দুনিয়াজুড়ে বেশ বিপজ্জনক হয়ে উঠছে আবারও। হাজার বছর ধরে মানুষের প্রাণ হন্তারক হিসেবে ‘খুনির’ কাজ করে এসেছে এর জীবাণু। সাম্প্রতিক এক গবেষণা দেখিয়েছে, টাইফয়েডের জন্য দায়ী
১ ঘণ্টা আগেআমাদের অনেকের প্রায় অনেক সময় নাক খোঁটানোর অভ্যাস আছে। আপাতদৃষ্টে বিষয়টি খুব সাধারণ মনে হলেও গবেষকেরা বলছেন, নাক খোঁটানোর বিষয়টি মোটেও নিরাপদ নয়। ২০২২ সালে বিজ্ঞানবিষয়ক জার্নাল নেচারে প্রকাশিত এক গবেষণায় নাক খোঁটার সঙ্গে স্মৃতিভ্রংশ বা ডিমেনশিয়ার ঝুঁকির ক্ষীণ কিন্তু সম্ভাব্য যোগসূত্রের কথা বলা হয়েছে।
৬ ঘণ্টা আগেদীর্ঘদিন ধরে নারীদেহের এক প্রত্যঙ্গকে ‘অপ্রয়োজনীয়’ বলে মনে করা হতো। তবে নতুন এক গবেষণায় জানা যায়, এই প্রত্যঙ্গটিই নারীর ডিম্বাশয়ের বিকাশ ও প্রজনন ক্ষমতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
১০ ঘণ্টা আগেনানা কারণে ঘুম নেই, মেজাজ খিটখিটে, অতিরিক্ত রাগ আর কোনো কিছুতেই প্রশান্তি নেই। এসব কারণে ইদানীং মানসিক সমস্যার প্রকোপ দেখা যাচ্ছে। মানসিক সমস্যা মানুষেরই হয়। বিশেষ করে যুবসমাজ এ সমস্যায় ভুগছে মারাত্মকভাবে। যে কারণেই হোক না কেন, মানসিক সমস্যা রোগী নিজে বুঝতে পারে না। তাকে বলাও যায় না...
৩ দিন আগে