Ajker Patrika

শিশুকে মাংস খেতে দেওয়ার আগে জেনে নিন

জান্নাতুন নূর নাঈমা
আপডেট : ০৬ জুন ২০২৫, ১৫: ১৩
প্রাণিজ আমিষ শিশুদের জিংক এবং আয়রনের ঘাটতি পূরণে সহায়তা করতে পারে। ছবি: পেক্সেলস
প্রাণিজ আমিষ শিশুদের জিংক এবং আয়রনের ঘাটতি পূরণে সহায়তা করতে পারে। ছবি: পেক্সেলস

গরু বা খাসির মাংস প্রাণিজ আমিষের খুব ভালো উৎস। এগুলোতে রয়েছে ভিটামিন বি১২, কোলিন, জিংক, সেলেনিয়াম, ফসফরাস, আয়রনসহ অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান। সেগুলো শিশুদের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ।

উঠতি বয়সের শিশুদের মধ্যে সাধারণত জিংক এবং আয়রনের ঘাটতি দেখা যায়। প্রাণিজ আমিষ সে ঘাটতি পূরণে সহায়তা করতে পারে।

গরু বা খাসির মাংস প্রাণিজ আমিষের ভালো উৎস। ছবি: পেক্সেলস
গরু বা খাসির মাংস প্রাণিজ আমিষের ভালো উৎস। ছবি: পেক্সেলস

ঈদে প্রচুর পরিমাণে মাংসের খাবার রান্না হবে। পছন্দের তালিকায় থাকলেও শিশুরা কতটুকু মাংস খেতে পারবে তা নির্ভর করে তার ওজন, শারীরিক অবস্থা ও বয়সের ওপর। কারণ লাল মাংসের অনেক উপকারিতা থাকলেও এতে রয়েছে স্যাচুরেটেড ফ্যাট। বেশি পরিমাণে খেলে এটি নানা ধরনের সমস্যা তৈরি করতে পারে।

মাংসের পাশাপাশি শিশুদের জন্য সবজি, সালাদ ও ফল দিয়ে তৈরি খাবার রাখুন। ছবি: পেক্সেলস
মাংসের পাশাপাশি শিশুদের জন্য সবজি, সালাদ ও ফল দিয়ে তৈরি খাবার রাখুন। ছবি: পেক্সেলস

ঈদে মাংস রান্নার পদ্ধতির ওপর নজর দিন। অতিরিক্ত লবণ, তেল ও মসলার ব্যবহার যতটুকু সম্ভব কম করে মাংস রান্না করতে হবে। ক্যাপসিকাম, লাউ বা যেকোনো সবজি দিয়ে মাংস রান্না করুন। মাংস যেভাবেই রান্না করুন না কেন, তা সঠিকভাবে সেদ্ধ হতে হবে। শিশুদের মাংস খাওয়ানোর ক্ষেত্রে চর্বি ছাড়া মাংসের টুকরো বেছে নিন।

পরামর্শ

  • মাংসের পাশাপাশি শিশুদের জন্য সবজি, সালাদ ও ফল দিয়ে তৈরি খাবার রাখুন।
  • শিশুদের পর্যাপ্ত পানি পান নিশ্চিত করুন।
  • খাবার হজমের জন্য দইজাতীয় খাবার তালিকায় রাখুন।
  • শিশুদের প্রতিদিন গরু বা খাসির মাংস না খাইয়ে ছোট মুরগি, মাছ ও ডিম খাওয়ান।

জান্নাতুন নূর নাঈমা, ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান, এভারকেয়ার হসপিটাল

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

সঞ্জয়ের ১৪ হাজার কোটি টাকার সম্পদ নিয়ে পারিবারিক উত্তেজনা তুঙ্গে

বাংলাদেশ ব্যাংকে পোশাক নির্দেশনায় জড়িতদের শাস্তি দাবি ৫৪ বিশিষ্ট নাগরিকের

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত