আনিসুল হক জুয়েল, দিনাজপুর
প্রায় ৪৮ বছর আগের কথা। ১৯৭৬ সালের ১০ অক্টোবর দিনাজপুরের উপশহরে একটি চক্ষুশিবির আয়োজন করা হয়েছিল। উত্তরবঙ্গের পিছিয়ে পড়া মানুষের স্বল্প ও বিনা মূল্যে চিকিৎসা দিয়ে প্রতিকার ও প্রতিরোধ এবং অন্ধত্বের কারণ সম্পর্কে সচেতন করার চেষ্টা করেছিলেন কিছু মানুষ। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন সমাজসেবক ডা. আই এ খান, ডা. সমীর উদ্দিন আহমেদ, স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণেতাদের অন্যতম ও স্বাধীনতা পদকপ্রাপ্ত রাজনীতিবিদ এম আব্দুর রহিম, ডা. মোস্তাক আলী খানের মতো বরেণ্য ব্যক্তি।
তাঁদের কেউ এখন আর বেঁচে নেই। কিন্তু সেই চক্ষুশিবির আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতাল। শুরুতে সরকারি সহযোগিতায় দিনাজপুর হাউজিং এস্টেটের প্রায় দুই একর জমি বরাদ্দ দেওয়া হয় গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতালকে। ১৯৭৮ সালে রাজশাহী উন্নয়ন বোর্ড থেকে পাওয়া অনুদানের ১ লাখ টাকায় দিয়ে সে জমির ওপর একটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ শুরু হয়।
পরে এ প্রকল্পে ১২ লাখ টাকা দান করেন স্থানীয় সমাজসেবী গোলাম মোস্তফা। অনুদানের এ টাকায় হাসপাতাল ভবনের একটি অংশ নির্মাণ শেষ করা হয়। এরপর জার্মানির সাহায্য সংস্থা আন্ধেরি হিলফের ৩৫ লাখ টাকা আর্থিক অনুদানে হাসপাতালের বাকি নির্মাণকাজ শেষ হয়। এরপর থেকে হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে ২৫ শয্যাবিশিষ্ট চক্ষু হাসপাতাল হিসেবে সেবা দেওয়া শুরু করে।
সেবা কার্যক্রম
চার দশকের বেশি সময় ধরে হাসপাতালটি বৃহত্তর দিনাজপুরসহ উত্তরাঞ্চলের ১৬টি জেলায় চোখের চিকিৎসাসেবা দিয়ে আসছে।প্রতিবছর ১ লাখের বেশি রোগীর চিকিৎসা ও অপারেশন করে হাসপাতালটি। বর্তমানে হাসপাতালটি দিনাজপুরের সেতাবগঞ্জ ও নীলফামারীতে দুটি ভিশন সেন্টার পরিচালনা করছে। সেই সঙ্গে দাতা সংস্থা অরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় দিনাজপুরের সেতাবগঞ্জ ও গাইবান্ধার পলাশবাড়ীতে কার্যক্রম পরিচালনা করছে। এ কার্যক্রমের মাধ্যমে এ পর্যন্ত সেতাবগঞ্জে ৪০ হাজারের বেশি শিশু ও কিশোরের চোখের পরীক্ষা এবং পলাশবাড়ীতে ১৮ হাজারের বেশি রেটিনোপ্যাথি ও গ্লুকোমা রোগীর চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া ব্র্যাকের সহযোগিতায় ছয়টি ভিশন সেন্টার পরিচালনা করছে গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতাল।
যেসব চিকিৎসার সুযোগ আছে
এ হাসপাতালের উল্লেখযোগ্য সেবাগুলো হলো—
হাসপাতালটির বহির্বিভাগে প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখেন। এ ছাড়া ২৪ ঘণ্টা জরুরি সেবা, অপারেশনসহ প্রয়োজনীয় সেবা দেওয়া হয় এখানে। এখানকার উল্লেখযোগ্য চিকিৎসাসেবাগুলোর মধ্যে আছে:
পাশাপাশি প্রতিষ্ঠানটি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির মাধ্যমে অন্ধত্ব প্রতিরোধ ও প্রতিকারে নিরবচ্ছিন্ন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
অল্প টাকায় ভালো চিকিৎসাগাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতালে মাত্র ১০০ টাকায় বহির্বিভাগে রোগী দেখানোর সুযোগ আছে। এ ছাড়া আছে জটিল সব রোগের প্রায় ৫০ ধরনের অপারেশন ও অন্যান্য সেবার ব্যবস্থা। এখানে প্রতিদিন মাত্র ১০০ টাকায় তিন বেলা সুষম খাবারসহ গরিব রোগীদের বিনা মূল্যে সব ধরনের চিকিৎসাসেবা দেওয়া হয়।
প্রতিষ্ঠার সময় থেকে বহির্বিভাগে ২০ লাখের বেশি রোগীর সেবা দিয়েছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া চোখের অপারেশন করা হয়েছে দেড় লাখের বেশি মানুষের। সব মিলিয়ে প্রতিষ্ঠাকাল থেকে হাসপাতালটি প্রায় অর্ধকোটি মানুষের বিভিন্ন মাত্রার চোখের চিকিৎসাসেবা দিয়েছে।
চিকিৎসক ও জনবল
১৪ জন চিকিৎসকসহ মোট ৯৯ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন হাসপাতালটিতে। ১৪ সদস্যের কার্যনির্বাহী পরিষদ প্রতিষ্ঠানটির তত্ত্বাবধান করে থাকে। পদাধিকারবলে জেলা প্রশাসক হাসপাতালটির কার্যনির্বাহী পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেন।
প্রায় ৪৮ বছর আগের কথা। ১৯৭৬ সালের ১০ অক্টোবর দিনাজপুরের উপশহরে একটি চক্ষুশিবির আয়োজন করা হয়েছিল। উত্তরবঙ্গের পিছিয়ে পড়া মানুষের স্বল্প ও বিনা মূল্যে চিকিৎসা দিয়ে প্রতিকার ও প্রতিরোধ এবং অন্ধত্বের কারণ সম্পর্কে সচেতন করার চেষ্টা করেছিলেন কিছু মানুষ। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন সমাজসেবক ডা. আই এ খান, ডা. সমীর উদ্দিন আহমেদ, স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণেতাদের অন্যতম ও স্বাধীনতা পদকপ্রাপ্ত রাজনীতিবিদ এম আব্দুর রহিম, ডা. মোস্তাক আলী খানের মতো বরেণ্য ব্যক্তি।
তাঁদের কেউ এখন আর বেঁচে নেই। কিন্তু সেই চক্ষুশিবির আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতাল। শুরুতে সরকারি সহযোগিতায় দিনাজপুর হাউজিং এস্টেটের প্রায় দুই একর জমি বরাদ্দ দেওয়া হয় গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতালকে। ১৯৭৮ সালে রাজশাহী উন্নয়ন বোর্ড থেকে পাওয়া অনুদানের ১ লাখ টাকায় দিয়ে সে জমির ওপর একটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ শুরু হয়।
পরে এ প্রকল্পে ১২ লাখ টাকা দান করেন স্থানীয় সমাজসেবী গোলাম মোস্তফা। অনুদানের এ টাকায় হাসপাতাল ভবনের একটি অংশ নির্মাণ শেষ করা হয়। এরপর জার্মানির সাহায্য সংস্থা আন্ধেরি হিলফের ৩৫ লাখ টাকা আর্থিক অনুদানে হাসপাতালের বাকি নির্মাণকাজ শেষ হয়। এরপর থেকে হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে ২৫ শয্যাবিশিষ্ট চক্ষু হাসপাতাল হিসেবে সেবা দেওয়া শুরু করে।
সেবা কার্যক্রম
চার দশকের বেশি সময় ধরে হাসপাতালটি বৃহত্তর দিনাজপুরসহ উত্তরাঞ্চলের ১৬টি জেলায় চোখের চিকিৎসাসেবা দিয়ে আসছে।প্রতিবছর ১ লাখের বেশি রোগীর চিকিৎসা ও অপারেশন করে হাসপাতালটি। বর্তমানে হাসপাতালটি দিনাজপুরের সেতাবগঞ্জ ও নীলফামারীতে দুটি ভিশন সেন্টার পরিচালনা করছে। সেই সঙ্গে দাতা সংস্থা অরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় দিনাজপুরের সেতাবগঞ্জ ও গাইবান্ধার পলাশবাড়ীতে কার্যক্রম পরিচালনা করছে। এ কার্যক্রমের মাধ্যমে এ পর্যন্ত সেতাবগঞ্জে ৪০ হাজারের বেশি শিশু ও কিশোরের চোখের পরীক্ষা এবং পলাশবাড়ীতে ১৮ হাজারের বেশি রেটিনোপ্যাথি ও গ্লুকোমা রোগীর চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া ব্র্যাকের সহযোগিতায় ছয়টি ভিশন সেন্টার পরিচালনা করছে গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতাল।
যেসব চিকিৎসার সুযোগ আছে
এ হাসপাতালের উল্লেখযোগ্য সেবাগুলো হলো—
হাসপাতালটির বহির্বিভাগে প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখেন। এ ছাড়া ২৪ ঘণ্টা জরুরি সেবা, অপারেশনসহ প্রয়োজনীয় সেবা দেওয়া হয় এখানে। এখানকার উল্লেখযোগ্য চিকিৎসাসেবাগুলোর মধ্যে আছে:
পাশাপাশি প্রতিষ্ঠানটি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির মাধ্যমে অন্ধত্ব প্রতিরোধ ও প্রতিকারে নিরবচ্ছিন্ন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
অল্প টাকায় ভালো চিকিৎসাগাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতালে মাত্র ১০০ টাকায় বহির্বিভাগে রোগী দেখানোর সুযোগ আছে। এ ছাড়া আছে জটিল সব রোগের প্রায় ৫০ ধরনের অপারেশন ও অন্যান্য সেবার ব্যবস্থা। এখানে প্রতিদিন মাত্র ১০০ টাকায় তিন বেলা সুষম খাবারসহ গরিব রোগীদের বিনা মূল্যে সব ধরনের চিকিৎসাসেবা দেওয়া হয়।
প্রতিষ্ঠার সময় থেকে বহির্বিভাগে ২০ লাখের বেশি রোগীর সেবা দিয়েছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া চোখের অপারেশন করা হয়েছে দেড় লাখের বেশি মানুষের। সব মিলিয়ে প্রতিষ্ঠাকাল থেকে হাসপাতালটি প্রায় অর্ধকোটি মানুষের বিভিন্ন মাত্রার চোখের চিকিৎসাসেবা দিয়েছে।
চিকিৎসক ও জনবল
১৪ জন চিকিৎসকসহ মোট ৯৯ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন হাসপাতালটিতে। ১৪ সদস্যের কার্যনির্বাহী পরিষদ প্রতিষ্ঠানটির তত্ত্বাবধান করে থাকে। পদাধিকারবলে জেলা প্রশাসক হাসপাতালটির কার্যনির্বাহী পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেন।
প্রিয়জনকে হারানোর মতো মানসিক ধাক্কা বা বড় কোনো দুঃসংবাদ পাওয়ার পর অনেকেই বুক ধড়ফড়ানি ও শ্বাসকষ্টে ভোগেন। চিকিৎসাবিজ্ঞানে এটি ‘ব্রোকেন হার্ট সিনড্রোম’ বা টাকোৎসুবো কার্ডিওমায়োপ্যাথি নামে পরিচিত।
২ ঘণ্টা আগেযুগ পাল্টেছে, বদলেছে আমাদের চারপাশের সবকিছু—বাড়ি হয়েছে বিশাল, টিভির পর্দা হয়েছে চওড়া, গাড়ি হয়েছে ভারী। তবে এই ‘বড়’ হওয়ার হাওয়ায় পাল্লা দিয়ে বেড়েছে খাবারের পরিমাণ এবং আমাদের কোমরের মাপও।
১ দিন আগেশুঁটকির নমুনায় মিলেছে ক্যানসার সৃষ্টিকারী উপাদান। একটি গবেষণা প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। আজ বুধবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
১ দিন আগেসহকারী অধ্যাপক পদে সুপারনিউমারারি পদোন্নতির হালনাগাদ তালিকায় অন্তর্ভুক্তের পরেও ৩৩তম বিসিএসের স্বাস্থ্য ক্যাডারের (বিসিএস) দেড় হাজারের অধিক চিকিৎসককে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। ঘোষিত সুপারনিউমারারি পদোন্নতিতে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন তাঁরা।
২ দিন আগে