Ajker Patrika

চার কোটি শিশু পাচ্ছে কৃমিনাশক ওষুধ

আপডেট : ২৬ মে ২০২৪, ২১: ১৬
চার কোটি শিশু পাচ্ছে কৃমিনাশক ওষুধ

সারা দেশের চার কোটি শিশুকে বিনা মূল্যে খাওয়ানো হচ্ছে কৃমিনাশক ওষুধ। কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে ২৩ মে থেকে শুরু হয় এই কার্যক্রম। চলবে ২৯ মে পর্যন্ত। দেশব্যাপী এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। আজ রোববার সকালে রাজধানীর মহাখালীতে অবস্থিত আইপিএইচ স্কুলে শিশুদের কৃমিনাশক খাওয়ানোর মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা। এ সময় তিনি স্কুলের শিশুদের সঙ্গে আনন্দময় সময় কাটান। 

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম প্রতিমন্ত্রীকে জানান, অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার অধীনে ফাইলেরিয়াসিস নির্মূল, কৃমি নিয়ন্ত্রণ ও খুদে ডাক্তার কার্যক্রম পরিচালিত হয়। 

এই কার্যক্রম ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ থেকে কৃমি নির্মূলের লক্ষ্যে ৫ থেকে ১৬ বছর বয়সী শিশুদের জন্য কৃমি নিয়ন্ত্রণ কাজ করছে। দেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতির মাধ্যমে ৫ থেকে ১১ এবং ১২ থেকে ১৬ বছর বয়সী শিশুকে এক ডোজ কৃমিনাশক ওষুধ (মেবেন্ডাজল) ভরা পেটে খাওয়ানো হচ্ছে। 

এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত শিশুদেরও এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। 

এ সময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ডা. শেখ দাউদ আদনান, কর্মসূচি ব্যবস্থাপক ডা. এম এম আক্তারুজ্জামান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত