Ajker Patrika

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৯

এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ২০৯ জন রোগী।

ডেঙ্গুবিষয়ক হালনাগাদকৃত তথ্যে আজ শনিবার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মারা গেছে ৮৪ জন চিকিৎসাধীন রোগী। আর হাসপাতালে ভর্তি হয়েছে ২১ হাজার ৩২৭ জন। সর্বশেষ মারা যাওয়া তরুণী (২৩) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

গত এক দিনে (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে বরিশাল বিভাগে। বিভাগটির বিভিন্ন হাসপাতালে ৮৩ জন ভর্তি হয়েছে। এ ছাড়া রাজধানীতে ৩৭ জন, রাজধানীর বাইরে ঢাকা বিভাগে ৪৮, ময়মনসিংহ বিভাগে ৮, চট্টগ্রাম বিভাগে ৩১ জন এবং খুলনা বিভাগে দুজন রোগী ভর্তি হয়।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগী রয়েছে ১ হাজার ৩২৯ জন। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৩৪১ জন।

তথ্য বলছে, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৪১ জনের মৃত্যু হয়েছে জুলাই মাসে। এ ছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন, এপ্রিলে সাত, মে মাসে তিন ও জুনে ১৯ জনের মৃত্যু হয়। মার্চ মাসে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

একইভাবে হাসপাতালে ভর্তির সংখ্যাও জুলাইয়ে সর্বোচ্চ ১০ হাজার ৬৮৪ জন। এ ছাড়া জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১, মে মাসে ১ হাজার ৭৭৩, জুনে ৫ হাজার ৯৫১ জন এবং আগস্টের দুই দিনে ভর্তি হন ৩৪৭ জন ডেঙ্গু রোগী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

ফ্লাইটে অসুস্থ ব্যক্তিকে সহযাত্রীর চড়, তারপর থেকে তিনি নিখোঁজ

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত