ফিচার ডেস্ক
আরহাস ইউনিভার্সিটির গবেষকেরা কিডনির প্রথম দিকের পরিবর্তন শনাক্ত করতে একটি উন্নত স্ক্যানার ব্যবহারে সফলতা পেয়েছেন। গবেষণাটি প্রকাশিত হয়েছে ইনভেস্টিগেটিভ রেডিওলজি জার্নালে।
হাইপারপোলারাইজড ১৩সি-পাইরুভেট এমআরআই নামে পরিচিত প্রযুক্তির সাহায্যে চিকিৎসকেরা এখন ফাইব্রোসিস গঠনের আগে রোগ নির্ণয় করতে পারবেন। ফলে আগে থেকে চিকিৎসা শুরু এবং কিডনির সম্ভাব্য ক্ষতি প্রতিরোধ করতে পারবেন। নতুন এই গবেষণার প্রধান লেখক আরহাস ইউনিভার্সিটির ক্লিনিক্যাল মেডিসিন বিভাগের পোস্টডক নিকোলজ বোঘ। তিনি বলেন, ‘আমরা বর্তমান সব পদ্ধতির চেয়ে আগে ফাইব্রোসিস উৎপাদনের সঙ্গে সম্পর্কিত পরিবর্তনগুলো পরিমাপ করতে পারি, যা ইতিমধ্যে উৎপাদিত ফাইব্রোসিসের পরিমাণ পরিমাপ করে।’
প্রধান লেখক আরও জানান, নতুন পদ্ধতিটি ফাইব্রোসিস নিয়ে গঠিত বিল্ডিং ব্লকগুলোকে ইমেজ করে দ্রুত ক্ষতিগ্রস্ত টিস্যু ধরতে পারে। এই প্রযুক্তি পাইরুভেটের একটি বিশেষ রূপকে ইংজেক্ট করার মাধ্যমে কাজ করে থাকে। এর মাধ্যমে রোগীর শরীর প্রাকৃতিকভাবে শক্তি উৎপাদনে সক্ষম হয়। যখন পাইরুভেট অণুগুলো হাইপারপোলারাইজড হয়, তখন তাদের চৌম্বকীয় সংকেত উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। পাইরুভেটের পরিবর্তনগুলো লক্ষ করেই চিকিৎসকেরা বুঝতে পারবেন প্রাথমিক লক্ষণ। পদ্ধতিটি কার্যকর এবং রোগীদের জন্য নিরাপদ ও আরামদায়ক।
প্রযুক্তিটি কিডনি রোগের বাইরে অন্যান্য ক্ষেত্রে প্রয়োগ করার সম্ভাবনা রয়েছে। এ প্রযুক্তিতে ব্যবহৃত ফাইব্রোজেনেসিস নির্দিষ্ট ধরনের হৃদ্যন্ত্রের সমস্যার ক্ষেত্রে সাহায্য করতে পারে। তবে ল্যাবরেটরি থেকে এটিকে ক্লিনিক পর্যন্ত নিয়ে যেতে রোগীদের ওপর আরও ট্রায়াল প্রয়োজন। বোঘ ও তাঁর সহকর্মীরা ইতিমধ্যে বিভিন্ন কিডনি রোগীর ওপর তিনটি ক্লিনিক্যাল গবেষণা শুরু করেছেন। কিডনি রোগে আক্রান্ত হওয়ার উচ্চ ঝুঁকিতে থাকা ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের শনাক্ত করাসহ পদ্ধতির মান প্রদর্শন করা এ গবেষণার লক্ষ্য। প্রযুক্তিটি সম্ভাবনাময় হলেও হয়তো এর ক্লিনিক্যাল ব্যবহার বেশ চ্যালেঞ্জিং হবে।
সূত্র: এমএসএন
আরহাস ইউনিভার্সিটির গবেষকেরা কিডনির প্রথম দিকের পরিবর্তন শনাক্ত করতে একটি উন্নত স্ক্যানার ব্যবহারে সফলতা পেয়েছেন। গবেষণাটি প্রকাশিত হয়েছে ইনভেস্টিগেটিভ রেডিওলজি জার্নালে।
হাইপারপোলারাইজড ১৩সি-পাইরুভেট এমআরআই নামে পরিচিত প্রযুক্তির সাহায্যে চিকিৎসকেরা এখন ফাইব্রোসিস গঠনের আগে রোগ নির্ণয় করতে পারবেন। ফলে আগে থেকে চিকিৎসা শুরু এবং কিডনির সম্ভাব্য ক্ষতি প্রতিরোধ করতে পারবেন। নতুন এই গবেষণার প্রধান লেখক আরহাস ইউনিভার্সিটির ক্লিনিক্যাল মেডিসিন বিভাগের পোস্টডক নিকোলজ বোঘ। তিনি বলেন, ‘আমরা বর্তমান সব পদ্ধতির চেয়ে আগে ফাইব্রোসিস উৎপাদনের সঙ্গে সম্পর্কিত পরিবর্তনগুলো পরিমাপ করতে পারি, যা ইতিমধ্যে উৎপাদিত ফাইব্রোসিসের পরিমাণ পরিমাপ করে।’
প্রধান লেখক আরও জানান, নতুন পদ্ধতিটি ফাইব্রোসিস নিয়ে গঠিত বিল্ডিং ব্লকগুলোকে ইমেজ করে দ্রুত ক্ষতিগ্রস্ত টিস্যু ধরতে পারে। এই প্রযুক্তি পাইরুভেটের একটি বিশেষ রূপকে ইংজেক্ট করার মাধ্যমে কাজ করে থাকে। এর মাধ্যমে রোগীর শরীর প্রাকৃতিকভাবে শক্তি উৎপাদনে সক্ষম হয়। যখন পাইরুভেট অণুগুলো হাইপারপোলারাইজড হয়, তখন তাদের চৌম্বকীয় সংকেত উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। পাইরুভেটের পরিবর্তনগুলো লক্ষ করেই চিকিৎসকেরা বুঝতে পারবেন প্রাথমিক লক্ষণ। পদ্ধতিটি কার্যকর এবং রোগীদের জন্য নিরাপদ ও আরামদায়ক।
প্রযুক্তিটি কিডনি রোগের বাইরে অন্যান্য ক্ষেত্রে প্রয়োগ করার সম্ভাবনা রয়েছে। এ প্রযুক্তিতে ব্যবহৃত ফাইব্রোজেনেসিস নির্দিষ্ট ধরনের হৃদ্যন্ত্রের সমস্যার ক্ষেত্রে সাহায্য করতে পারে। তবে ল্যাবরেটরি থেকে এটিকে ক্লিনিক পর্যন্ত নিয়ে যেতে রোগীদের ওপর আরও ট্রায়াল প্রয়োজন। বোঘ ও তাঁর সহকর্মীরা ইতিমধ্যে বিভিন্ন কিডনি রোগীর ওপর তিনটি ক্লিনিক্যাল গবেষণা শুরু করেছেন। কিডনি রোগে আক্রান্ত হওয়ার উচ্চ ঝুঁকিতে থাকা ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের শনাক্ত করাসহ পদ্ধতির মান প্রদর্শন করা এ গবেষণার লক্ষ্য। প্রযুক্তিটি সম্ভাবনাময় হলেও হয়তো এর ক্লিনিক্যাল ব্যবহার বেশ চ্যালেঞ্জিং হবে।
সূত্র: এমএসএন
দুই মাস বয়সী ছেলেকে নিয়ে ঢাকার মহাখালীতে সংক্রামক ব্যাধি হাসপাতালে আছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের এক ব্যক্তি। জলবসন্তে (চিকেনপক্স) আক্রান্ত ছেলেকে হাসপাতালে ভর্তি করান ৯ এপ্রিল। সংক্রামক এ রোগ শিশুটির শরীরে মারাত্মক জটিলতা সৃষ্টি করেছে। এখন পরিস্থিতি কিছুটা স্থিতিশীল বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
১১ ঘণ্টা আগেক্যাম্পিউটেড টোমোগ্রাফি। এই খটমটে নামে না চিনলেও ‘সিটি স্ক্যান’ বললে সহজে চিনে ফেলি আমরা। চিকিৎসাক্ষেত্রে রোগ শনাক্ত ও পর্যবেক্ষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা এটি। অনেক সময় জীবন রক্ষাকারী প্রযুক্তি হিসেবে কাজ করে এটি। সাধারণত রোগনির্ণয়ে বা কোনো দুর্ঘটনার শিকার হলে কতটা ক্ষতি হয়েছে...
২ দিন আগেখুবই কমদামি দুটি ওষুধের সমন্বিত ব্যবহার প্রতিরোধ করতে পারে হাজার হাজার স্ট্রোক ও হৃদ্রোগ। সাম্প্রতিক এক গবেষণার বরাত দিয়ে এমনটাই জানিয়েছেন ব্রিটিশ ও সুইডিশ একদল গবেষক। তাঁরা বলেছেন, দুটি সস্তা ওষুধ একসঙ্গে ব্যবহার করলে হাজার হাজার হৃদ্রোগ বা স্ট্রোক প্রতিরোধ করা যেতে পারে এবং বহু মানুষের জীবন...
২ দিন আগেপেটের ফ্লু, যাকে ভাইরাল গ্যাস্ট্রোএন্টেরাইটিসও বলা হয়, এটি পেটের এক ধরনের সংক্রমণ। এই সমস্যায় বমি ভাব, ডায়রিয়া, পেটব্যথা এবং ক্র্যাম্পের (পেটে মোচড় দেওয়া) মতো লক্ষণ দেখা যায়। এটি সাধারণত ভাইরাস সংক্রমণের কারণে হয়। সাধারণত বেশির ভাগ পেটের ফ্লু–এর জন্য দায়ী নরোভাইরাস।
২ দিন আগে