ফিচার ডেস্ক
আরহাস ইউনিভার্সিটির গবেষকেরা কিডনির প্রথম দিকের পরিবর্তন শনাক্ত করতে একটি উন্নত স্ক্যানার ব্যবহারে সফলতা পেয়েছেন। গবেষণাটি প্রকাশিত হয়েছে ইনভেস্টিগেটিভ রেডিওলজি জার্নালে।
হাইপারপোলারাইজড ১৩সি-পাইরুভেট এমআরআই নামে পরিচিত প্রযুক্তির সাহায্যে চিকিৎসকেরা এখন ফাইব্রোসিস গঠনের আগে রোগ নির্ণয় করতে পারবেন। ফলে আগে থেকে চিকিৎসা শুরু এবং কিডনির সম্ভাব্য ক্ষতি প্রতিরোধ করতে পারবেন। নতুন এই গবেষণার প্রধান লেখক আরহাস ইউনিভার্সিটির ক্লিনিক্যাল মেডিসিন বিভাগের পোস্টডক নিকোলজ বোঘ। তিনি বলেন, ‘আমরা বর্তমান সব পদ্ধতির চেয়ে আগে ফাইব্রোসিস উৎপাদনের সঙ্গে সম্পর্কিত পরিবর্তনগুলো পরিমাপ করতে পারি, যা ইতিমধ্যে উৎপাদিত ফাইব্রোসিসের পরিমাণ পরিমাপ করে।’
প্রধান লেখক আরও জানান, নতুন পদ্ধতিটি ফাইব্রোসিস নিয়ে গঠিত বিল্ডিং ব্লকগুলোকে ইমেজ করে দ্রুত ক্ষতিগ্রস্ত টিস্যু ধরতে পারে। এই প্রযুক্তি পাইরুভেটের একটি বিশেষ রূপকে ইংজেক্ট করার মাধ্যমে কাজ করে থাকে। এর মাধ্যমে রোগীর শরীর প্রাকৃতিকভাবে শক্তি উৎপাদনে সক্ষম হয়। যখন পাইরুভেট অণুগুলো হাইপারপোলারাইজড হয়, তখন তাদের চৌম্বকীয় সংকেত উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। পাইরুভেটের পরিবর্তনগুলো লক্ষ করেই চিকিৎসকেরা বুঝতে পারবেন প্রাথমিক লক্ষণ। পদ্ধতিটি কার্যকর এবং রোগীদের জন্য নিরাপদ ও আরামদায়ক।
প্রযুক্তিটি কিডনি রোগের বাইরে অন্যান্য ক্ষেত্রে প্রয়োগ করার সম্ভাবনা রয়েছে। এ প্রযুক্তিতে ব্যবহৃত ফাইব্রোজেনেসিস নির্দিষ্ট ধরনের হৃদ্যন্ত্রের সমস্যার ক্ষেত্রে সাহায্য করতে পারে। তবে ল্যাবরেটরি থেকে এটিকে ক্লিনিক পর্যন্ত নিয়ে যেতে রোগীদের ওপর আরও ট্রায়াল প্রয়োজন। বোঘ ও তাঁর সহকর্মীরা ইতিমধ্যে বিভিন্ন কিডনি রোগীর ওপর তিনটি ক্লিনিক্যাল গবেষণা শুরু করেছেন। কিডনি রোগে আক্রান্ত হওয়ার উচ্চ ঝুঁকিতে থাকা ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের শনাক্ত করাসহ পদ্ধতির মান প্রদর্শন করা এ গবেষণার লক্ষ্য। প্রযুক্তিটি সম্ভাবনাময় হলেও হয়তো এর ক্লিনিক্যাল ব্যবহার বেশ চ্যালেঞ্জিং হবে।
সূত্র: এমএসএন
আরহাস ইউনিভার্সিটির গবেষকেরা কিডনির প্রথম দিকের পরিবর্তন শনাক্ত করতে একটি উন্নত স্ক্যানার ব্যবহারে সফলতা পেয়েছেন। গবেষণাটি প্রকাশিত হয়েছে ইনভেস্টিগেটিভ রেডিওলজি জার্নালে।
হাইপারপোলারাইজড ১৩সি-পাইরুভেট এমআরআই নামে পরিচিত প্রযুক্তির সাহায্যে চিকিৎসকেরা এখন ফাইব্রোসিস গঠনের আগে রোগ নির্ণয় করতে পারবেন। ফলে আগে থেকে চিকিৎসা শুরু এবং কিডনির সম্ভাব্য ক্ষতি প্রতিরোধ করতে পারবেন। নতুন এই গবেষণার প্রধান লেখক আরহাস ইউনিভার্সিটির ক্লিনিক্যাল মেডিসিন বিভাগের পোস্টডক নিকোলজ বোঘ। তিনি বলেন, ‘আমরা বর্তমান সব পদ্ধতির চেয়ে আগে ফাইব্রোসিস উৎপাদনের সঙ্গে সম্পর্কিত পরিবর্তনগুলো পরিমাপ করতে পারি, যা ইতিমধ্যে উৎপাদিত ফাইব্রোসিসের পরিমাণ পরিমাপ করে।’
প্রধান লেখক আরও জানান, নতুন পদ্ধতিটি ফাইব্রোসিস নিয়ে গঠিত বিল্ডিং ব্লকগুলোকে ইমেজ করে দ্রুত ক্ষতিগ্রস্ত টিস্যু ধরতে পারে। এই প্রযুক্তি পাইরুভেটের একটি বিশেষ রূপকে ইংজেক্ট করার মাধ্যমে কাজ করে থাকে। এর মাধ্যমে রোগীর শরীর প্রাকৃতিকভাবে শক্তি উৎপাদনে সক্ষম হয়। যখন পাইরুভেট অণুগুলো হাইপারপোলারাইজড হয়, তখন তাদের চৌম্বকীয় সংকেত উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। পাইরুভেটের পরিবর্তনগুলো লক্ষ করেই চিকিৎসকেরা বুঝতে পারবেন প্রাথমিক লক্ষণ। পদ্ধতিটি কার্যকর এবং রোগীদের জন্য নিরাপদ ও আরামদায়ক।
প্রযুক্তিটি কিডনি রোগের বাইরে অন্যান্য ক্ষেত্রে প্রয়োগ করার সম্ভাবনা রয়েছে। এ প্রযুক্তিতে ব্যবহৃত ফাইব্রোজেনেসিস নির্দিষ্ট ধরনের হৃদ্যন্ত্রের সমস্যার ক্ষেত্রে সাহায্য করতে পারে। তবে ল্যাবরেটরি থেকে এটিকে ক্লিনিক পর্যন্ত নিয়ে যেতে রোগীদের ওপর আরও ট্রায়াল প্রয়োজন। বোঘ ও তাঁর সহকর্মীরা ইতিমধ্যে বিভিন্ন কিডনি রোগীর ওপর তিনটি ক্লিনিক্যাল গবেষণা শুরু করেছেন। কিডনি রোগে আক্রান্ত হওয়ার উচ্চ ঝুঁকিতে থাকা ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের শনাক্ত করাসহ পদ্ধতির মান প্রদর্শন করা এ গবেষণার লক্ষ্য। প্রযুক্তিটি সম্ভাবনাময় হলেও হয়তো এর ক্লিনিক্যাল ব্যবহার বেশ চ্যালেঞ্জিং হবে।
সূত্র: এমএসএন
দেশে ডেঙ্গুর প্রকোপ ও করোনার নতুন উপধরনের সংক্রমণের মধ্যে দুটি রোগের চিকিৎসায় নতুন নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত ‘ডেঙ্গু ও কোভিড চিকিৎসায় নির্দেশনাবলি’ আজ রোববার (২০ জুলাই) প্রকাশ করা হয়েছে।
১ দিন আগে১২ ও ১৩ এপ্রিল হাসপাতালের পরিচালনা বোর্ডের ২২ ও ২৩তম সভার পর ৪ জুলাই ৬৫ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়। হাসপাতালে অস্থায়ী ভিত্তিতে কর্মরত চিকিৎসকদের একটি অংশকে কোনো প্রকার প্রক্রিয়া ছাড়াই নিয়োগ দেওয়া হয়েছিল...
১ দিন আগেবিভিন্ন কারণে মানুষের জেগে থাকা সময়ের বিরাট অংশ কেটে যায় বিভিন্ন পর্দার দিকে অপলক চেয়ে। অফিসের কাজ হোক কিংবা বাসায় বিনোদন—চোখের আরাম পাওয়ার সুযোগ এখন খুবই কম। এভাবে দীর্ঘ সময় স্ক্রিনে তাকিয়ে থাকার ফলে চোখে দেখা দেয় একধরনের অস্বস্তিকর অবস্থা, যাকে বলা হয় কম্পিউটার আই স্ট্রেইন বা ডিজিটাল আই স্ট্রেইন।
১ দিন আগেদেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু নিয়ে আরও ৩৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। আর মারা গেছে চিকিৎসাধীন এক ডেঙ্গু রোগী।
২ দিন আগে