Ajker Patrika

মস্তিষ্কখেকো ‘অ্যামিবায়’ আক্রান্ত হয়ে মারা গেল দুই বছরের শিশু

আপডেট : ২১ জুলাই ২০২৩, ১৫: ৫৯
মস্তিষ্কখেকো ‘অ্যামিবায়’ আক্রান্ত হয়ে মারা গেল দুই বছরের শিশু

প্রাণঘাতী অ্যামিবায় আক্রান্ত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার নেভাদার একটি হাসপাতালে তার মৃত্যু হয় বলে নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে বলেছে। 

চিকিৎসকেরা বলছেন, শিশুটি ‘নেগেলেরিয়া ফাউলেরি’র সংক্রমণে মারা গেছে। এটি একধরনের অ্যামিবা (এককোষী জীব), যা হ্রদ, নদী ও উষ্ণ মিষ্টি পানিতে পাওয়া যায়। অ্যামিবাযুক্ত পানি নাক দিয়ে মস্তিষ্ককে সংক্রামিত করতে পারে। তাই একে মস্তিষ্কখেকো অ্যামিবাও বলা হয়।

এটি একটি বিরল রোগ এবং বেশির ভাগ ক্ষেত্রে মারাত্মক। তবে দূষিত পানি নাক দিয়ে মস্তিষ্কে প্রবেশ না করলে মানুষ আক্রন্ত হয় না। পরিবারের ধারণা, অ্যাশ স্প্রিংস নামে জলাধার থেকে শিশুটির শরীরে অ্যামিবা ঢুকে থাকতে পারে।

ছেলে উড্রো বান্ডির মৃত্যুর হৃদয়বিদারক খবরটি ফেসবুকে শেয়ার করেছেন তার মা। এক পোস্টে তিনি বলেন, ‘উড্রো টার্নার বান্ডি রাত ২টা ৫৬ মিনিটে বিজয়ী বেশে স্বর্গে আমাদের পিতার কাছে ফিরে গেছে। সে সাত দিন ধরে লড়াই করছিল। এর আগের রেকর্ডে কোনো ব্যক্তি তিন দিনের বেশি জীবিত ছিল না। আমি জানতাম, আমার পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ছেলে ছিল ও।’ 

তিনি আরও বলেছেন, ‘ও আমার নায়ক এবং আমি চিরকাল ঈশ্বরের কাছে কৃতজ্ঞ থাকব আমাকে পৃথিবীর সবচেয়ে ভালো ছেলে দেওয়ার জন্য। আমি কৃতজ্ঞ ঈশ্বরের কাছে, আমি একদিন সেই ছেলেকে স্বর্গে পাব।’ 

বান্ডি পরিবারের বন্ধুদের একটি যোগাযোগমাদ্যমের পোস্ট অনুসারে, ছেলেটির বাবা-মা প্রথমে খেয়াল করেন, ছেলেটির গত সপ্তাহে ঠান্ডার মতো লক্ষণ দেখা দেয়, সঙ্গে অন্যরকম কিছু উপসর্গ। তাই দেরি না করে মা তাকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা প্রাথমিকভাবে ভেবেছিলেন মেনিনজাইটিসে আক্রান্ত হয়েছে। এরপর তাঁরা আবিষ্কার করেন শিশুটির মস্তিষ্ক মারাত্মক অ্যামিবার সংক্রমণ হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত