Ajker Patrika

মডার্না ও জনসনের বুস্টার ডোজের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১২: ০৫
মডার্না ও জনসনের বুস্টার ডোজের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) মডার্না ও জনসনের টিকাকে বুস্টার ডোজ হিসেবে ব্যবহারের অনুমোদন দিয়েছে। বুস্টার ডোজ হিসেবে এই টিকার মিশ্র ব্যবহারেরও অনুমোদন দিয়েছে এফডিএ। গতকাল বুধবার বুস্টার ডোজ হিসেবে ব্যবহারের এই অনুমোদন দেয় এফডিএ। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়েছে। 

এফডিএর ভারপ্রাপ্ত কমিশনার জ্যানেট উডকক এক বিবৃতিতে বলেন, প্রাপ্ত তথ্য অনুযায়ী সম্পূর্ণ টিকা দেওয়া কিছু জনগণের মধ্যে ভ্যাকসিনের কার্যকারিতা সময়ের সঙ্গে সঙ্গে কমে যেতে পারে। তাই করোনার বিরুদ্ধে অব্যাহত সুরক্ষার জন্য বুস্টার ডোজ হিসেবে ব্যবহারের অনুমোদন পাওয়া এই টিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গত সপ্তাহে, এফডিএর একটি উপদেষ্টা প্যানেল মডার্না টিকার তৃতীয় ডোজ দেওয়ার সুপারিশ করে। এ ছাড়া বুস্টার হিসেবে প্রথম ডোজ নেওয়ার কমপক্ষে দুই মাস পর জনসনের টিকার দ্বিতীয় ডোজ দেওয়ারও সুপারিশ করে উপদেষ্টা প্যানেল।

এই সিদ্ধান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের আরও লক্ষ লক্ষ লোকের জন্য অতিরিক্ত সুরক্ষা পাওয়ার পথ তৈরি করেছে। এর ফলে করোনার ডেলটা ভ্যারিয়েন্টসহ অন্যান্য ভ্যারিয়েন্টের সংক্রমণের ঝুঁকি থেকে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সুরক্ষা দেবে মডার্না ও জনসনের বুস্টার ডোজ। 

এর আগে এফডিএ ৬৫ বছর বা তাঁর বেশি বয়সের মানুষের সুরক্ষা বৃদ্ধি এবং যাঁরা গুরুতর রোগের ঝুঁকিতে রয়েছেন, তাঁদের জন্য ফাইজারের বুস্টার ডোজের অনুমোদন দেয়। এ ছাড়া যাঁরা তাঁদের কাজের মাধ্যমে করোনা ভাইরাসের সংস্পর্শে আসেন, তাঁদের জন্য বুস্টার ডোজের অনুমোদন দেয়। 

তবে এফডিএ বুস্টার ডোজ নেওয়ার বয়স এখনো কমানোর ঘোষণা দেয়নি। কিন্তু তারা বুস্টার ডোজ গ্রহণের বয়স কমিয়ে ৪০ বছর করার ব্যাপারে চিন্তা করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

বিএনপি নেতা নাছিরের দুই মেয়ে ও স্ত্রীকে মারধরের অভিযোগ দুই সৎভাইয়ের বিরুদ্ধে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত