ফ্যাক্টচেক ডেস্ক
২০২৪ সালের জুনে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর গ্রুপ বিন্যাস করা হয়েছে দাবি করে ফেসবুকের প্রচার করা হচ্ছে। ‘any time খেলার খবর’ নামের প্রায় ৫৪ হাজার ফলোয়ারের ফেসবুক পেজে গত বুধবার (৬ ডিসেম্বর) এমন একটি পোস্ট দেওয়া হয়। তাতে দাবি করা হয়, আগামী বছর ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে কঠিন গ্রুপে বাংলাদেশ, আর সবচেয়ে সহজ গ্রুপে শ্রীলঙ্কা।
ওই পোস্টের দাবি অনুযায়ী, বিশ্বকাপে বাংলাদেশ এ গ্রুপে খেলবে। প্রতিপক্ষ হবে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, স্কটল্যান্ড ও ওমান। ডি গ্রুপে শ্রীলঙ্কার প্রতিপক্ষ হবে আয়ারল্যান্ড, নেদাল্যান্ডস, স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র ও উগান্ডা। বি ও সি নামে আরও দুটি গ্রুপের কথা সেখানে উল্লেখ করা হয়।
এই পোস্টে সাড়ে পাঁচশোর বেশি রিয়েকশন পড়েছে। এসব কমেন্ট পড়েছে প্রায় দেড় শ। অধিকাংশ নেটিজেন পোস্টটির সমর্থনে মন্তব্য করেছেন। অন্যান্য পোস্টে শতাধিক কমেন্ট পড়েছে।
অনুসন্ধানে দেখা যায়, ২০২৪ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর গ্রুপ বিন্যাস এখনও হয়নি। কোনো নির্ভরযোগ্য সূত্র ছাড়াই তথ্যটি ফেসবুকে প্রচার করা হয়েছে।
কি-ওয়ার্ড অনুসন্ধানে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়েবসাইটে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ নিয়ে সবশেষ হালনাগাদ পাওয়া যায় গত বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে। এতে ওই দিন টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর উন্মোচিত লোগো ও লোগোর ডিজাইন সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। এ প্রতিবেদনে বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর গ্রুপ বিন্যাস নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
আরও খোঁজে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল চূড়ান্ত হওয়া নিয়ে ওয়েবসাইটটিতে গত ২৯ নভেম্বরের এক প্রতিবেদন থেকে জানা যায়, এ বিশ্বকাপ ২০২১ ও ২০২২ সালে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আলাদা হবে। ২০ দলের অংশগ্রহণে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে নক আউট পর্বের আগে দলগুলোকে দুই ধাপে খেলে আসতে হবে। প্রথম ধাপে ২০টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। এই চারটি গ্রুপ থেকে দুটি করে শীর্ষ আট দল নিয়ে দুটি গ্রুপে হবে সুপার এইট পর্ব। এই দুই গ্রুপের শীর্ষ চার দল যাবে নক আউট তথা সেমিফাইনালে। এ প্রতিবেদন থেকেও বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর গ্রুপ বিন্যাস নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
আইসিসির ভেরিফায়েড ফেসবুক পেজ, এক্সসহ অন্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সংস্থাটির ভেরিফায়েড ফেসবুক পেজ ঘুরেও এমন কোনো তথ্য পাওয়া যায়নি। স্বভাবতই বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর গ্রুপ বিন্যাস করা হলে সংস্থাটি তা নিয়ে হালনাগাদ তথ্য দিত।
এছাড়া ফেসবুকে প্রচারিত পোস্টগুলো ঘুরেও দেখা যায়, পোস্টগুলোতে কোনো তথ্যসূত্র উল্লেখ করা হয়নি। অর্থাৎ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর গ্রুপ বিন্যাস নিয়ে ফেসবুকে প্রচারিত তথ্যটির ভিত্তি নেই।
সিদ্ধান্ত
আগামী বছর ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে যৌথভাবে টি-টোয়েন্টি সংস্করণে দলের হিসাবে সবচেয়ে বড় বিশ্বকাপ হবে। ২০ দলের ৫৫ ম্যাচের টুর্নামেন্ট আগে কখনো হয়নি কোনো সংস্করণে। কিছুদিন আগে প্রথমবার সুযোগ পাওয়া উগান্ডার জয়ের মধ্যে দিয়ে টুর্নামেন্টের চূড়ান্ত ২০ দল নিশ্চিত হয়েছে। সম্প্রতি ক্রিকেটের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা এ টুর্নামেন্টের লোগো উন্মোচন করেছে। তবে অংশগ্রহণকারী দলগুলোর গ্রুপ বিন্যাস এখনও চূড়ান্ত হয়নি। এ বিশ্বকাপের একটি গ্রুপ বিন্যাস ফেসবুকে নির্ভরযোগ্য সূত্র ছাড়াই ভিত্তিহীনভাবে প্রচার করা হয়েছে।
২০২৪ সালের জুনে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর গ্রুপ বিন্যাস করা হয়েছে দাবি করে ফেসবুকের প্রচার করা হচ্ছে। ‘any time খেলার খবর’ নামের প্রায় ৫৪ হাজার ফলোয়ারের ফেসবুক পেজে গত বুধবার (৬ ডিসেম্বর) এমন একটি পোস্ট দেওয়া হয়। তাতে দাবি করা হয়, আগামী বছর ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে কঠিন গ্রুপে বাংলাদেশ, আর সবচেয়ে সহজ গ্রুপে শ্রীলঙ্কা।
ওই পোস্টের দাবি অনুযায়ী, বিশ্বকাপে বাংলাদেশ এ গ্রুপে খেলবে। প্রতিপক্ষ হবে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, স্কটল্যান্ড ও ওমান। ডি গ্রুপে শ্রীলঙ্কার প্রতিপক্ষ হবে আয়ারল্যান্ড, নেদাল্যান্ডস, স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র ও উগান্ডা। বি ও সি নামে আরও দুটি গ্রুপের কথা সেখানে উল্লেখ করা হয়।
এই পোস্টে সাড়ে পাঁচশোর বেশি রিয়েকশন পড়েছে। এসব কমেন্ট পড়েছে প্রায় দেড় শ। অধিকাংশ নেটিজেন পোস্টটির সমর্থনে মন্তব্য করেছেন। অন্যান্য পোস্টে শতাধিক কমেন্ট পড়েছে।
অনুসন্ধানে দেখা যায়, ২০২৪ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর গ্রুপ বিন্যাস এখনও হয়নি। কোনো নির্ভরযোগ্য সূত্র ছাড়াই তথ্যটি ফেসবুকে প্রচার করা হয়েছে।
কি-ওয়ার্ড অনুসন্ধানে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়েবসাইটে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ নিয়ে সবশেষ হালনাগাদ পাওয়া যায় গত বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে। এতে ওই দিন টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর উন্মোচিত লোগো ও লোগোর ডিজাইন সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। এ প্রতিবেদনে বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর গ্রুপ বিন্যাস নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
আরও খোঁজে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল চূড়ান্ত হওয়া নিয়ে ওয়েবসাইটটিতে গত ২৯ নভেম্বরের এক প্রতিবেদন থেকে জানা যায়, এ বিশ্বকাপ ২০২১ ও ২০২২ সালে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আলাদা হবে। ২০ দলের অংশগ্রহণে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে নক আউট পর্বের আগে দলগুলোকে দুই ধাপে খেলে আসতে হবে। প্রথম ধাপে ২০টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। এই চারটি গ্রুপ থেকে দুটি করে শীর্ষ আট দল নিয়ে দুটি গ্রুপে হবে সুপার এইট পর্ব। এই দুই গ্রুপের শীর্ষ চার দল যাবে নক আউট তথা সেমিফাইনালে। এ প্রতিবেদন থেকেও বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর গ্রুপ বিন্যাস নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
আইসিসির ভেরিফায়েড ফেসবুক পেজ, এক্সসহ অন্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সংস্থাটির ভেরিফায়েড ফেসবুক পেজ ঘুরেও এমন কোনো তথ্য পাওয়া যায়নি। স্বভাবতই বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর গ্রুপ বিন্যাস করা হলে সংস্থাটি তা নিয়ে হালনাগাদ তথ্য দিত।
এছাড়া ফেসবুকে প্রচারিত পোস্টগুলো ঘুরেও দেখা যায়, পোস্টগুলোতে কোনো তথ্যসূত্র উল্লেখ করা হয়নি। অর্থাৎ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর গ্রুপ বিন্যাস নিয়ে ফেসবুকে প্রচারিত তথ্যটির ভিত্তি নেই।
সিদ্ধান্ত
আগামী বছর ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে যৌথভাবে টি-টোয়েন্টি সংস্করণে দলের হিসাবে সবচেয়ে বড় বিশ্বকাপ হবে। ২০ দলের ৫৫ ম্যাচের টুর্নামেন্ট আগে কখনো হয়নি কোনো সংস্করণে। কিছুদিন আগে প্রথমবার সুযোগ পাওয়া উগান্ডার জয়ের মধ্যে দিয়ে টুর্নামেন্টের চূড়ান্ত ২০ দল নিশ্চিত হয়েছে। সম্প্রতি ক্রিকেটের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা এ টুর্নামেন্টের লোগো উন্মোচন করেছে। তবে অংশগ্রহণকারী দলগুলোর গ্রুপ বিন্যাস এখনও চূড়ান্ত হয়নি। এ বিশ্বকাপের একটি গ্রুপ বিন্যাস ফেসবুকে নির্ভরযোগ্য সূত্র ছাড়াই ভিত্তিহীনভাবে প্রচার করা হয়েছে।
গোপালগঞ্জের সংঘর্ষকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পুরোনো ও ঘটনার সঙ্গে সম্পর্কহীন ছবি পোস্ট করে মিথ্যা তথ্য ছড়িয়েছে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
১৮ দিন আগেরাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল তথা মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের শিকার সোহাগকে হিন্দু বলে প্রচার করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম। এই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হিন্দু হিসেবে চিহ্নিত করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো...
২১ দিন আগেবিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা একটি মেয়েকে ধর্ষণের পর হত্যা করে রেখে গেছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। এটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
৩০ জুন ২০২৫পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নে এক তরুণীকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ফেসবুক, ইনস্টাগ্রামসহ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবেও ছড়িয়েছে। ভিডিওতে দেখা যায়, রাতের বেলা একজন তরুণীকে তিন থেকে চারজন পুরুষ মিলে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে। ওই তরুণী...
২৯ জুন ২০২৫