ফ্যাক্টচেক ডেস্ক
তীব্র স্রোতে ভেসে যাচ্ছেন এক নারী, গায়ে লাল রঙের জামা। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে মৃত। ৬ সেকেন্ডের এমন একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওটিতে দাবি করা হচ্ছে, ঘটনাটি ফেনীর। বন্যার পানিতে ভেসে যাচ্ছেন ওই নারী। গত শুক্রবার (২৩ আগস্ট) ‘ফরিদুল ইসলাম (Farid UL Islam)’ নামের একটি ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটি আজ সোমবার রাত ১০টা পর্যন্ত ৮৫ লাখ বার দেখা হয়েছে। রিয়েকশন পড়েছে ৩৪ হাজারের বেশি। শেয়ার হয়েছে আড়াই হাজার।
রিভার্স ইমেজ অনুসন্ধানে ‘রেসকিউ হাউস ২৫.০’ নামের ইউটিউব চ্যানেলে ভিডিওটি পাওয়া যায়। ভিডিওটি গত ২২ আগস্ট চ্যানেলটিতে পোস্ট করা হয়। ভিডিওটিতে চীনা ভাষায় ক্যাপশন রয়েছে। ক্যাপশনটি ইংরেজিতে অনুবাদ করে জানা যায়, এটি মূলত শিক্ষামূলক সাজানো ভিডিও। স্রোতযুক্ত নদীতে নামার বিষয়ে সতর্ক করতেই ভিডিওটি বানানো হয়েছে বলে ক্যাপশনে উল্লেখ করা হয়েছে।
ইউটিউব চ্যানেলটিতে একই নারীর আরও একাধিক ভিডিও পাওয়া যায়। ২৩ আগস্ট পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, একই পোশাক পরা এক নারী পানি থেকে উঠে যাচ্ছেন। আরেকটি ভিডিওটিতে দেখা যায়, এই নারীকে একজন পুরুষ পানি নিষ্কাশন পাইপের মুখ থেকে টেনে বের করছেন। প্রতিটি ভিডিওতেই চীনা ভাষায় লেখা, এসব ভিডিও শিক্ষামূলক।
সুতরাং, ফেনীতে বন্যার পানিতে এক নারীর ভেসে যাওয়ার দাবিতে ভাইরাল ভিডিওটি সাজানো। মানুষকে সতর্ক ও সচেতন করতেই এসব ভিডিও তৈরি করা হয়েছে। আর মূল ভিডিওটি একটি চীনা ভাষার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।
প্রসঙ্গত, টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে ১১ জেলায় সৃষ্ট বন্যায় সোমবার পর্যন্ত ২৩ জনের প্রাণহানির তথ্য জানিয়েছে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়।
তীব্র স্রোতে ভেসে যাচ্ছেন এক নারী, গায়ে লাল রঙের জামা। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে মৃত। ৬ সেকেন্ডের এমন একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওটিতে দাবি করা হচ্ছে, ঘটনাটি ফেনীর। বন্যার পানিতে ভেসে যাচ্ছেন ওই নারী। গত শুক্রবার (২৩ আগস্ট) ‘ফরিদুল ইসলাম (Farid UL Islam)’ নামের একটি ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটি আজ সোমবার রাত ১০টা পর্যন্ত ৮৫ লাখ বার দেখা হয়েছে। রিয়েকশন পড়েছে ৩৪ হাজারের বেশি। শেয়ার হয়েছে আড়াই হাজার।
রিভার্স ইমেজ অনুসন্ধানে ‘রেসকিউ হাউস ২৫.০’ নামের ইউটিউব চ্যানেলে ভিডিওটি পাওয়া যায়। ভিডিওটি গত ২২ আগস্ট চ্যানেলটিতে পোস্ট করা হয়। ভিডিওটিতে চীনা ভাষায় ক্যাপশন রয়েছে। ক্যাপশনটি ইংরেজিতে অনুবাদ করে জানা যায়, এটি মূলত শিক্ষামূলক সাজানো ভিডিও। স্রোতযুক্ত নদীতে নামার বিষয়ে সতর্ক করতেই ভিডিওটি বানানো হয়েছে বলে ক্যাপশনে উল্লেখ করা হয়েছে।
ইউটিউব চ্যানেলটিতে একই নারীর আরও একাধিক ভিডিও পাওয়া যায়। ২৩ আগস্ট পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, একই পোশাক পরা এক নারী পানি থেকে উঠে যাচ্ছেন। আরেকটি ভিডিওটিতে দেখা যায়, এই নারীকে একজন পুরুষ পানি নিষ্কাশন পাইপের মুখ থেকে টেনে বের করছেন। প্রতিটি ভিডিওতেই চীনা ভাষায় লেখা, এসব ভিডিও শিক্ষামূলক।
সুতরাং, ফেনীতে বন্যার পানিতে এক নারীর ভেসে যাওয়ার দাবিতে ভাইরাল ভিডিওটি সাজানো। মানুষকে সতর্ক ও সচেতন করতেই এসব ভিডিও তৈরি করা হয়েছে। আর মূল ভিডিওটি একটি চীনা ভাষার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।
প্রসঙ্গত, টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে ১১ জেলায় সৃষ্ট বন্যায় সোমবার পর্যন্ত ২৩ জনের প্রাণহানির তথ্য জানিয়েছে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়।
গোপালগঞ্জের সংঘর্ষকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পুরোনো ও ঘটনার সঙ্গে সম্পর্কহীন ছবি পোস্ট করে মিথ্যা তথ্য ছড়িয়েছে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
৯ দিন আগেরাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল তথা মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের শিকার সোহাগকে হিন্দু বলে প্রচার করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম। এই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হিন্দু হিসেবে চিহ্নিত করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো...
১২ দিন আগেবিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা একটি মেয়েকে ধর্ষণের পর হত্যা করে রেখে গেছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। এটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
৩০ জুন ২০২৫পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নে এক তরুণীকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ফেসবুক, ইনস্টাগ্রামসহ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবেও ছড়িয়েছে। ভিডিওতে দেখা যায়, রাতের বেলা একজন তরুণীকে তিন থেকে চারজন পুরুষ মিলে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে। ওই তরুণী...
২৯ জুন ২০২৫