ফ্যাক্টচেক ডেস্ক
সম্প্রতি, ‘করোনা মহামারিতে ভারতের রাস্তায় রাস্তায় মানুষের আর্তনাদ’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৫ মিনিট ২২ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যাচ্ছে রাস্তায় ও হাসপাতালে অজস্র মানুষ আহত অথবা মৃত অবস্থায় পড়ে আছে।
ফ্যাক্টচেক
রাস্তায় মানুষের আর্তনাদের যে ভিডিওটিকে ভারতের বর্তমান করোনা পরিস্থিতি হিসেবে উল্লেখ করা হচ্ছে, সেটি প্রকৃতপক্ষে ২০২০ সালে ভারতে ঘটিত গ্যাস লিক দুর্ঘটনার একটি ভিডিও। The Times of India প্রকাশিত ভিডিও দেখুন নিচে
২০২০ সালের ৭ই মে ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যের বিশাখাপত্তনম শহরের উপকণ্ঠে ভেঙ্কটাপুরাম গ্রামে রাসায়নিক কারখানায় বিষাক্ত স্টাইরিন গ্যাস লিক হওয়ায় কয়েক হাজার মানুষ অসুস্থ হয়ে পড়েন এবং ১৩ জনের মৃত্যু ঘটে। বিবিসি নিউজ বাংলা এর ‘ভারতে বিষাক্ত স্টাইরিন গ্যাস লিক করে শত শত লোক অসুস্থ, নিহতের সংখ্যা বেড়ে ১৩’ শিরোনামের প্রকাশিত প্রতিবেদন দেখুন এখানে।
মূলত, গ্যাস লিক দুর্ঘটনার পুরোনো ভিডিওটিকে করোনা পরিস্থিতির ভিডিও হিসেবে পুনরায় প্রচার করা হচ্ছে।
প্রসঙ্গত ভারতে করোনার প্রকোপে গত পরশু অক্সিজেনের অভাবে দিল্লির এক হাসপাতালেই ২৫ জন মারা গেছেন।
অর্থাৎ, ‘করোনা মহামারিতে ভারতের রাস্তায় রাস্তায় মানুষের আর্তনাদ’ শীর্ষক শিরোনামে প্রচারিত ভিডিওটি পুরোনো ও করোনা সংক্রান্ত নয়।
সম্প্রতি, ‘করোনা মহামারিতে ভারতের রাস্তায় রাস্তায় মানুষের আর্তনাদ’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৫ মিনিট ২২ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যাচ্ছে রাস্তায় ও হাসপাতালে অজস্র মানুষ আহত অথবা মৃত অবস্থায় পড়ে আছে।
ফ্যাক্টচেক
রাস্তায় মানুষের আর্তনাদের যে ভিডিওটিকে ভারতের বর্তমান করোনা পরিস্থিতি হিসেবে উল্লেখ করা হচ্ছে, সেটি প্রকৃতপক্ষে ২০২০ সালে ভারতে ঘটিত গ্যাস লিক দুর্ঘটনার একটি ভিডিও। The Times of India প্রকাশিত ভিডিও দেখুন নিচে
২০২০ সালের ৭ই মে ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যের বিশাখাপত্তনম শহরের উপকণ্ঠে ভেঙ্কটাপুরাম গ্রামে রাসায়নিক কারখানায় বিষাক্ত স্টাইরিন গ্যাস লিক হওয়ায় কয়েক হাজার মানুষ অসুস্থ হয়ে পড়েন এবং ১৩ জনের মৃত্যু ঘটে। বিবিসি নিউজ বাংলা এর ‘ভারতে বিষাক্ত স্টাইরিন গ্যাস লিক করে শত শত লোক অসুস্থ, নিহতের সংখ্যা বেড়ে ১৩’ শিরোনামের প্রকাশিত প্রতিবেদন দেখুন এখানে।
মূলত, গ্যাস লিক দুর্ঘটনার পুরোনো ভিডিওটিকে করোনা পরিস্থিতির ভিডিও হিসেবে পুনরায় প্রচার করা হচ্ছে।
প্রসঙ্গত ভারতে করোনার প্রকোপে গত পরশু অক্সিজেনের অভাবে দিল্লির এক হাসপাতালেই ২৫ জন মারা গেছেন।
অর্থাৎ, ‘করোনা মহামারিতে ভারতের রাস্তায় রাস্তায় মানুষের আর্তনাদ’ শীর্ষক শিরোনামে প্রচারিত ভিডিওটি পুরোনো ও করোনা সংক্রান্ত নয়।
গোপালগঞ্জের সংঘর্ষকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পুরোনো ও ঘটনার সঙ্গে সম্পর্কহীন ছবি পোস্ট করে মিথ্যা তথ্য ছড়িয়েছে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
১৯ দিন আগেরাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল তথা মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের শিকার সোহাগকে হিন্দু বলে প্রচার করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম। এই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হিন্দু হিসেবে চিহ্নিত করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো...
২২ দিন আগেবিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা একটি মেয়েকে ধর্ষণের পর হত্যা করে রেখে গেছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। এটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
৩০ জুন ২০২৫পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নে এক তরুণীকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ফেসবুক, ইনস্টাগ্রামসহ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবেও ছড়িয়েছে। ভিডিওতে দেখা যায়, রাতের বেলা একজন তরুণীকে তিন থেকে চারজন পুরুষ মিলে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে। ওই তরুণী...
২৯ জুন ২০২৫