Ajker Patrika

রূপসায় বঙ্গবন্ধু-১০০ ধানের বাম্পার ফলনে খুশি কৃষক

এম মুরশীদ আলী, রূপসা
আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ১৪: ১২
Thumbnail image

রূপসায় নতুন জাতের ধান বঙ্গবন্ধু ধান-১০০ চাষ করে বাম্পার ফলন পেয়েছেন কৃষকেরা। এতে বিঘা প্রতি ফলন হয়েছে অন্তত ২৩ মণ। ধানের এ বাম্পার ফলন পেয়ে কৃষকের মুখে ফুটেছে হাসির ঝিলিক।

উপজেলার আলাইপুর গ্রামের আদর্শ কৃষক মো: লুৎফর রহমান। তিনি এ বছর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রূপসা, খুলনা এর সহায়তায় রাজস্ব খাতের আওতায় তেত্রিশ শতক জমিতে বঙ্গবন্ধু ধান-১০০ জাতের একটি প্রদর্শনী বাস্তবায়ন করেছেন। এ প্রদর্শনীতে দেখানো হয়েছে যে সেখানে হেক্টর প্রতি সাড়ে ৬ মেট্রিক টন ধানের ফলন পাওয়া গেছে।

মো. লুৎফর রহমান জানান, বীজতলায় বীজবপণ ও চারা রোপণের পর ১৪০ দিনের মধ্যে তিনি এ ধান কর্তন করে বিঘা প্রতি ২৩ মণ ফলন পেয়েছেন। অধিক ফলন হওয়ায় এলাকার অন্যান্য কৃষকদের মাঝেও এ জাতের ধান চাষে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে এ গ্রামের অনেক কৃষক তার কাছে বীজের জন্য এ ধান কিনতে চেয়েছেন। তিনি এ ধান বীজ হিসেবে সংরক্ষণ করে তা আগ্রহী কৃষকদের মাঝে বিক্রি করবেন। যাতে আগামীতে আলাইপুর গ্রামে বঙ্গবন্ধু-১০০ জাতের ধানের ব্যাপক চাষ হয়। কৃষক মো. লুৎফর রহমান আরও বলেন, উপজেলার আলাইপুর ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: আবদুর রহমান সার্বক্ষণিক পাশে থেকে এ ধান চাষে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন।

একই গ্রামের আবুল হাসান শেখ, মনির উদ্দিন ও লিয়াকত আলী সহ বেশ কয়েকজন কৃষক এ বছর বঙ্গবন্ধু ধান-১০০ জাতের ধান চাষ করেছেন। ভালো ফলন পাওয়ায় তারা খুশি। কৃষকেরা জানান, এ জাতের ধান গাছ লম্বা, ডিগ পাতা খাড়া ও চওড়া থাকে। এতে ফলন বেশি, পোকামাকড় ও রোগবালাইয়ের আক্রমণ অনেক কম থাকে। বিশেষ করে ক্ষতিকর বাদামি গাছ ফড়িং (কারেন্ট পোকা) ও ব্লাস্ট রোগের আক্রমণ হয় না। এ জাতটি জিংক সমৃদ্ধ। ধানের দানা নাইজারশাইল ও জিরা ধানের দানার মতো। চালের আকৃতি মাঝারি চিকন ও রং সাদা।

রূপসা উপজেলা কৃষি কর্মকর্তা মো: ফরিদুজ্জামান বলেন, এ বছর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বঙ্গবন্ধু ধান-১০০ ছাড়াও ব্রিধান-৯৭ ও ব্রিধান-৯৯ চাষ সম্প্রসারণের লক্ষ্যে ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নের জন্য মৌসুমের শুরুতে কৃষকদের মাঝে এসব ধানের বীজ ও সার বিনা মূল্যে বিতরণ করা হয়। চাষাবাদের কলাকৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। ফলশ্রুতিতে এ বছর উপজেলার আইচগাতি, শ্রীফলতলা, নৈহাটি, টি এস বাহিরদিয়া ও ঘাটভোগ এই ৫টি ইউনিয়নের ১৫টি ব্লকে ২৪ হেক্টর জমিতে নতুন জাত ব্রি ধান-৯৭,১৩ হেক্টরে ব্রি ধান-৯৯ ও ১২ হেক্টর জমিতে বঙ্গবন্ধু-১০০ চাষ হয়েছে।

ব্রিধান-৯৭ ও ব্রিধ্রান-৯৯ লবণাক্ত সহনশীল এবং মুজিব শতবর্ষে উদ্ভাবিত বঙ্গবন্ধু ধান-১০০ জাতটি জিংক সমৃদ্ধ ও অধিক ফলশীল। এসব জাতের ধান উৎপাদনে কৃষকদের আগ্রহী করতে উপজেলায় ৯টি ব্রিধান-৯৭,২৫টি ব্রি ধান-৯৯ এবং ১০টি বঙ্গবন্ধু ধান ১০০ জাতের প্রদর্শনী স্ব স্ব ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের সার্বিক তত্ত্বাবধানে বাস্তবায়িত হয়েছে।

রূপসা উপজেলা কৃষি অফিসার আরও জানান, ইতিমধ্যে বঙ্গবন্ধু ধান-১০০ জাতের প্রদর্শনীর নমুনা শস্য কর্তন করে আশানুরূপ ফলন পাওয়া গেছে। ব্রিধান-৯৭ ও ব্রিধান-৯৯ জাতের ধান কর্তন করেও ভালো ফলন পাওয়া যাবে বলে তিনি জানান। এসব প্রদর্শনীতে উৎপাদিত ধান বীজ হিসেবে ব্যবহৃত হবে। এতে আগামীতে এ উপজেলায় নতুন জাতের এসব ধানের চাষ আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত