Ajker Patrika

বগুড়ায় ভিটামিন এ ক্যাপসুল পাবে ৫ লাখ শিশু

বগুড়া প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৭: ০৩
বগুড়ায় ভিটামিন এ ক্যাপসুল পাবে ৫ লাখ শিশু

করোনা পরিস্থিতিতে বগুড়ায় স্বাস্থ্যবিধি মেনে ৫ লাখ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চলতি মাসের ১১ তারিখ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত চার দিন ব্যাপী এ কার্যক্রম চলবে। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বগুড়ায় স্বাস্থ্য বিভাগের ওরিয়েন্টেশন কর্মশালায় সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়।

কর্মশালায় আরও জানানো হয়, আগামী ১১ ডিসেম্বর থেকে জেলার মোট ২ হাজার ৮০৪ টি কেন্দ্রে, ৬ মাস থেকে ৫ বছর বয়সী জেলার মোট ৪ লাখ ৭৮ হাজার ৭৫৮ জন শিশুকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৫৭ হাজার ৯০ জন শিশুকে নীল ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ২১ হাজার ৬৬৮ জন শিশুকে লাল ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

সভায় আরও জানানো হয়, যথাযথ স্বাস্থ্য বিধি মেনে এবং সতর্কতার সঙ্গে এই ক্যাপসুল শিশুদের খাওয়ানো হবে। পাশাপাশি পুরো জেলা জুড়ে কর্মসূচি সফল করতে প্রচার প্রচারণা চালানো হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত