Ajker Patrika

শ্রমিকদের দু্ই পক্ষে সংঘর্ষ পাঁচজন আহত, বাস বন্ধ

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ১২: ৩৬
শ্রমিকদের দু্ই পক্ষে সংঘর্ষ পাঁচজন আহত, বাস বন্ধ

সাতক্ষীরার বাস টার্মিনালে শ্রমিক ইউনিয়নের ভোট না হওয়ার জেরে পরিবহনশ্রমিকদের দুই পক্ষের হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে। গতকাল রোববার দুপুরে রবি ও জাহিদ গ্রুপের সমর্থকদের মধ্যে পুনরায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। এ ছাড়া ভাঙচুর হয়েছে দৈনিক কালের চিত্র পত্রিকার কার্যালয়। এ ঘটনায় কমপক্ষে ৩ ঘণ্টা বন্ধ ছিল ৬ রুটের বাস চলাচল। আহতদের মধ্যে জাহিদ গ্রুপের আক্তার হোসেন, ও টিপু এবং গ্রুপের রতন ও মাসুম হোসেনের নাম জানা গেছে। আহতদের সবাই সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

নাম না প্রকাশের শর্তে একজন প্রত্যক্ষদর্শী শ্রমিক জানান, গত শনিবার শ্রমিক ইউনিয়নের নির্বাচন হওয়ার কথা ছিল, তবে শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শেখ রবিউল ইসলাম ভোটার তালিকাসহ আগের কমিটিতে স্বজনপ্রীতি ও নানান অনিয়মের অভিযোগ এনে উচ্চ আদালতে পিটিশন দাখিল করেন। সে পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত নির্বাচনের ওপর তিন মাসের স্থগিতাদেশ জারি করেন। এ নিয়ে বাস টার্মিনালে শ্রমিকদের মধ্যে উত্তেজনা চলছিল। গত বৃহস্পতিবার রাতে শ্রমিকদের মধ্যে কয়েক দফায় সংঘর্ষ হয়। এর জেরে গতকাল দুপুর ১২টার দিকে বাস টার্মিনালের ভেতরে রবি গ্রুপের শ্রমিক রতন ও মাসুম হোসেনকে পিটিয়ে আহত করেন জাহিদ গ্রুপের আক্তার হোসেন, শাহাজাহান হোসেন, মিলন হোসেন ও টিপু। পরে রবি গ্রুপের শ্রমিকেরা পাল্টা হামলা চালান জাহিদ গ্রুপের লোকজনের ওপর। এতে জাহিদ গ্রুপের টিপু ও আক্তার হোসেন আহত হন। এর জের ধরে জাহিদ গ্রুপের লোকজন বাস, মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক আবু আহমেদের সম্পাদনায় প্রকাশিত দৈনিক কালের চিত্রের অফিসে ইট-পাটকেল ছোড়েন। পত্রিকা অফিসের সাইনবোর্ড ও অফিস কক্ষের বাইরের থাই গ্লাস ভাঙচুর করা হয়।

এ বিষয়ে বাস শ্রমিক ইউনিয়নের সদ্য সাবেক সাধারণ সম্পাদক জাহিদুর রহমান বলেন, ‘আমি ঘুমিয়ে ছিলাম, পরে গন্ডগোলের খবর শুনে টার্মিনালে যাই। গিয়ে শুনি, রবির লোকজনের হাতে শ্রমিক টিপু ও আক্তার আহত হয়েছেন।’

শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শেখ রবিউল ইসলাম বলেন, ‘নির্বাচনের স্থগিতাদেশ জারি হওয়া আমাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। আমাদের যেখানে-সেখানে মারা হচ্ছে, অথচ প্রশাসন কোনো আইনগত ব্যবস্থা নিচ্ছে না।’

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির বলেন, ‘টার্মিনালের পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। বাস চলাচল শুরু হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

ওসি আরও বলেন, ‘এ ঘটনায় কেউ এখনো থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলেই তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত