Ajker Patrika

দোহারে ইটভাটাকে জরিমানা

দোহার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৩: ৩৫
দোহারে ইটভাটাকে জরিমানা

ঢাকার দোহার উপজেলায় নারিশা ইউনিয়নের উত্তর শিমুলিয়া জালালপুর এলাকায় এসবিআই নামে একটি ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে সাড়ে ৩টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। একই সঙ্গে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইট ভাটাটির কোনো ধরনের প্রয়োজনীয় কাগজপত্র না থাকার কারণে ইটভাটা টিকে জরিমানা করা হয়।

প্রতিষ্ঠানের মালিক আবুল কালাম খালাসী বলেন, ‘আমরা কাগজপত্র করতে দিয়েছি কিন্তু জেলা প্রশাসক আমাদের এখনো কোনো অনুমোদন দিচ্ছে না। কিন্তু কেন দিচ্ছে না সেটা আমার জানা নেই।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, লাইসেন্স না থাকায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং ইটভাটাটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন দোহার থানা-পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত