মডেল হয়েই শোবিজে পথচলা শুরু করেছিলেন মেঘলা মুক্তা। এরপর নাম লেখান বড় পর্দায়। অভিনয় করেছেন বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘আমি শুধু চেয়েছি তোমায়’ ও ‘নবাব’ সিনেমায়। তবে মূল নায়িকা হিসেবে নয়, দুটি সিনেমাতেই ছিলেন পার্শ্বচরিত্রে। এরপর তেলুগু সিনেমা ‘সাকালাকালা ভাল্লাবুডু’তে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করে সবাইকে চমকে দেন মেঘলা মুক্তা।
এবার ঢালিউড সিনেমার নায়িকা হিসেবে অভিষেক হতে যাচ্ছে মেঘলার। সাইফুল ইসলাম মান্নু পরিচালিত ‘পায়ের ছাপ’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি। ২৩ ডিসেম্বর সারা দেশের সিনেমা হলে মুক্তি পাবে নায়িকা মেঘলার প্রথম সিনেমা।
দেশের সিনেমায় নায়িকা হিসেবে অভিষেক হওয়া নিয়ে মেঘলা মুক্তার উচ্ছ্বাসের কমতি নেই। অধীর হয়ে আছেন সিনেমা মুক্তির দিনটির জন্য। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার অনেক দিনের স্বপ্ন অবশেষে বাস্তবে ধরা দিচ্ছে। তেলুগু ইন্ডাস্ট্রিতে নায়িকা হিসেবে প্রথম কাজ করেছি। এটা অবশ্যই বড় প্রাপ্তি। তবে অতৃপ্তি ছিল নিজের দেশের সিনেমার জন্য। এবার নিজ দেশের সিনেমায় নায়িকা হিসেবে অভিষেক হচ্ছে। আমি খুবই উচ্ছ্বসিত। দর্শকদের ফিডব্যাকের অপেক্ষায় আছি।’
সিনেমার গল্প প্রসঙ্গে মেঘলা মুক্তা বলেন, ‘একজন নারীর জীবনসংগ্রামের গল্প নিয়ে তৈরি হয়েছে “পায়ের ছাপ”। সাধারণ ঘরের একজন নারী, যে কি না স্বপ্ন দেখতেই ভয় পায়। পুরুষশাসিত সমাজকে টক্কর দিয়ে সেই নারীর এগিয়ে যাওয়ার গল্প এই সিনেমা। ভয়কে জয় করে জীবনের স্বপ্ন বাস্তবায়নের অসাধারণ এক জার্নি উঠে এসেছে পায়ের ছাপ সিনেমায়। এটি এমন একটি সিনেমা, যার পুরোটা সময় উপভোগ করতে পারবেন দর্শক।’
‘পায়ের ছাপ’ সিনেমাটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। প্রতিষ্ঠানটির ফিল্ম কনসালট্যান্ট আবু শাহেদ ইমন বলেন, ‘এই সিনেমায় আমাদের দেশের নারীদের সংগ্রাম ও সফলতার গল্প তুলে ধরা হয়েছে। সাধারণ নারীরা এই সিনেমা দেখলে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবেন। সেন্সর বোর্ডের সদস্যদের কাছ থেকেও অনেক প্রশংসা পেয়েছে সিনেমাটি।’
‘পায়ের ছাপ’-এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা সাইফুল ইসলাম মান্নু। সংগীত পরিচালনা করেছেন ফোয়াদ নাসের বাবু ও শওকত আলী ইমন। মেঘলা ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দীপান্বিতা মার্টিন, প্রাণ রায়, দীপা খন্দকার, শিল্পী সরকার অপু, করভী মিজান, নরেশ ভূঁইয়া প্রমুখ।
মডেল হয়েই শোবিজে পথচলা শুরু করেছিলেন মেঘলা মুক্তা। এরপর নাম লেখান বড় পর্দায়। অভিনয় করেছেন বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘আমি শুধু চেয়েছি তোমায়’ ও ‘নবাব’ সিনেমায়। তবে মূল নায়িকা হিসেবে নয়, দুটি সিনেমাতেই ছিলেন পার্শ্বচরিত্রে। এরপর তেলুগু সিনেমা ‘সাকালাকালা ভাল্লাবুডু’তে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করে সবাইকে চমকে দেন মেঘলা মুক্তা।
এবার ঢালিউড সিনেমার নায়িকা হিসেবে অভিষেক হতে যাচ্ছে মেঘলার। সাইফুল ইসলাম মান্নু পরিচালিত ‘পায়ের ছাপ’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি। ২৩ ডিসেম্বর সারা দেশের সিনেমা হলে মুক্তি পাবে নায়িকা মেঘলার প্রথম সিনেমা।
দেশের সিনেমায় নায়িকা হিসেবে অভিষেক হওয়া নিয়ে মেঘলা মুক্তার উচ্ছ্বাসের কমতি নেই। অধীর হয়ে আছেন সিনেমা মুক্তির দিনটির জন্য। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার অনেক দিনের স্বপ্ন অবশেষে বাস্তবে ধরা দিচ্ছে। তেলুগু ইন্ডাস্ট্রিতে নায়িকা হিসেবে প্রথম কাজ করেছি। এটা অবশ্যই বড় প্রাপ্তি। তবে অতৃপ্তি ছিল নিজের দেশের সিনেমার জন্য। এবার নিজ দেশের সিনেমায় নায়িকা হিসেবে অভিষেক হচ্ছে। আমি খুবই উচ্ছ্বসিত। দর্শকদের ফিডব্যাকের অপেক্ষায় আছি।’
সিনেমার গল্প প্রসঙ্গে মেঘলা মুক্তা বলেন, ‘একজন নারীর জীবনসংগ্রামের গল্প নিয়ে তৈরি হয়েছে “পায়ের ছাপ”। সাধারণ ঘরের একজন নারী, যে কি না স্বপ্ন দেখতেই ভয় পায়। পুরুষশাসিত সমাজকে টক্কর দিয়ে সেই নারীর এগিয়ে যাওয়ার গল্প এই সিনেমা। ভয়কে জয় করে জীবনের স্বপ্ন বাস্তবায়নের অসাধারণ এক জার্নি উঠে এসেছে পায়ের ছাপ সিনেমায়। এটি এমন একটি সিনেমা, যার পুরোটা সময় উপভোগ করতে পারবেন দর্শক।’
‘পায়ের ছাপ’ সিনেমাটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। প্রতিষ্ঠানটির ফিল্ম কনসালট্যান্ট আবু শাহেদ ইমন বলেন, ‘এই সিনেমায় আমাদের দেশের নারীদের সংগ্রাম ও সফলতার গল্প তুলে ধরা হয়েছে। সাধারণ নারীরা এই সিনেমা দেখলে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবেন। সেন্সর বোর্ডের সদস্যদের কাছ থেকেও অনেক প্রশংসা পেয়েছে সিনেমাটি।’
‘পায়ের ছাপ’-এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা সাইফুল ইসলাম মান্নু। সংগীত পরিচালনা করেছেন ফোয়াদ নাসের বাবু ও শওকত আলী ইমন। মেঘলা ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দীপান্বিতা মার্টিন, প্রাণ রায়, দীপা খন্দকার, শিল্পী সরকার অপু, করভী মিজান, নরেশ ভূঁইয়া প্রমুখ।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৮ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৮ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৯ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫