Ajker Patrika

২২ বছর পর বন্ধুদের সঙ্গে দেখা

মানিকগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১০: ৫৫
২২ বছর পর বন্ধুদের সঙ্গে দেখা

১৯৯৯ থেকে ২০২১ সাল। মাঝখানে কেটে গেছে ২২ বছর। সেই পুরোনো বন্ধুদের সঙ্গে ফের দেখা। উচ্ছ্বাসটাও ছিল বাঁধভাঙা। দেখা মাত্রই আলিঙ্গন। সেলফি তুলে বন্ধুদের ফ্রেমবন্দী করে রাখতে ভুললেন না কেউই।

এই চিত্র মানিকগঞ্জের সাতটি উপজেলার এসএসসি-১৯৯৯ ব্যাচের শিক্ষার্থীদের মিলনমেলার। গত শুক্রবার মানিকগঞ্জ পৌর এলাকার বেউথা এলাকায় চাপ কাবাব পার্ক প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় পুনর্মিলনী। ‘বন্ধুত্বের বন্ধনে, থাকব মোরা মিলেমিশে’ প্রতিপাদ্যে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।

শুক্রবার সকাল নয়টার দিকে জাতীয় সংগীতের মাধ্যমে পুনর্মিলনীর অনুষ্ঠানের সূচনা হয়। পরে যেসব বন্ধু পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তাঁদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর শুরু হয় পরিচয় পর্ব।

জেলা সাতটি উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি-৯৯ ব্যাচের শিক্ষার্থীরা একে একে মঞ্চে ওঠেন। পুরোনো সেই স্কুলজীবনের স্মৃতিচারণা করেন অনেকে। অনেকেই নিজেদের অনুভূতির কথা ব্যক্ত করেন।

হরিরামপুর উপজেলার দেলোয়ার হোসেন ওরফে পলাশ বলেন, ‘প্রাণের এই মিলন মেলার জন্য বিয়ের অনুষ্ঠান পিছিয়েছি। যদিও কনেপক্ষে প্রথম আপত্তি করেছিল। ২২ বছর পর অনেক বন্ধুকে কাছে পেয়ে কী যে আনন্দ, তা শুধুই অনুভব করা যায়।’ পরে বন্ধুরা সবাই মিলে মঞ্চে তাঁর গায়ে হলুদ মেখে দেন।

মধ্যাহ্নভোজের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ১৯৯৯ ব্যাচের বন্ধুদের মধ্যে কণ্ঠশিল্পী আদনান আসিফ, তুলি, রুবেল খান, মিলি আক্তার গান পরিবেশন করেন। পাশাপাশি চলে কয়েকজন বন্ধুর নৃত্য পরিবেশনা। সন্ধ্যার পর র‍্যাফল ড্রয়ের আয়োজন করা হয়।

‘এসএসসি-৯৯ মানিকগঞ্জ’ ফেসবুক গ্রুপের উদ্যোগে এ মিলনমেলার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে গ্রুপের পক্ষ থেকে মো. জিন্নাহ খান সমাজের পিছিয়ে পড়া মানুষ অথবা দুস্থ বন্ধুদের পাশে দাঁড়াতে প্রতিষ্ঠিত বন্ধুদের সহযোগিতার হাত বাড়াতে অনুরোধ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত