আজকের পত্রিকা ডেস্ক
জো বাইডেনকে গত বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়া থেকে বিরত রাখতে পারতেন বলে দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন, তা নাকচ করেছেন ট্রাম্পেরই সহযোগী এবং সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।
গত শুক্রবার ফ্লোরিডার অরল্যান্ডোতে এক সভায় বক্তৃতা দেওয়ার সময় পেন্স বলেন, ‘প্রেসিডেন্ট নির্বাচনের ফল বাতিল করার অধিকার তাঁর রয়েছে এবং বাইডেন নির্বাচনে ভোট জালিয়াতি করেছেন বলে ট্রাম্প যে মত দিয়েছিলেন তা ভুল ছিল।’
প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিপক্ষ জো বাইডেনের জয় মেনে নিতে না পেরে গত বছরের ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে হামলা চালান ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা। এ ঘটনায় পুলিশের এক সদস্যসহ পাঁচজন নিহত হন। সেদিনের হামলাকে মার্কিন গণতন্ত্রের ওপর বড় আঘাত হিসেবে দেখা হয়।
হামলার ওই ঘটনা তদন্তে গঠিত কংগ্রেসের সিলেক্ট কমিটিতে রিপাবলিকান দলীয় সদস্য রয়েছেন মাত্র দুজন—লিজ চেনি এবং অ্যাডাম কিনজিঙ্গার। কিন্তু দুই আইনপ্রণেতার বিরুদ্ধে ‘বৈধ রাজনৈতিক আলোচনায় নিয়োজিত সাধারণ নাগরিকদের’ ওপর নিপীড়নে সহায়তা করার অভিযোগ তুলেছে রিপাবলিকান ন্যাশনাল কমিটি (আরএনসি)।
‘আমার অধিকার ছিল না’
মাইক পেন্স বলেন, ‘ট্রাম্প বলেছিলেন, সিলেক্ট কমিটির উচিত দাঙ্গাকারীদের পরিবর্তে আমার তদন্ত করা। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প ভুল ছিলেন। নির্বাচন পেছানোর কোনো অধিকার আমার ছিল না। প্রেসিডেন্ট নির্বাচিত করার অধিকার শুধু আমেরিকান জনগণেরই আছে।’
পেন্স আরও বলেন, সংবিধান অনুযায়ী, নির্বাচনগুলো রাজ্যস্তরে পরিচালিত হয়, কংগ্রেসের মাধ্যমে নয়। আর ইলেকটোরাল কলেজের ক্ষেত্রে কংগ্রেসের একমাত্র ভূমিকা হলো রাজ্যগুলো থেকে জমা দেওয়া এবং প্রত্যয়িত ভোটগুলো খোলা এবং তা গণনা করা। এর চেয়ে বেশি কিছু নয়।
সম্প্রতি বিভিন্ন ইস্যুতে সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে আক্রমণ করে কথা বলা শুরু করেছেন ট্রাম্প। এর ফলে নতুন মোড় নিয়েছে এই দুই রাজনীতিকের সম্পর্ক।
জো বাইডেনকে গত বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়া থেকে বিরত রাখতে পারতেন বলে দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন, তা নাকচ করেছেন ট্রাম্পেরই সহযোগী এবং সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।
গত শুক্রবার ফ্লোরিডার অরল্যান্ডোতে এক সভায় বক্তৃতা দেওয়ার সময় পেন্স বলেন, ‘প্রেসিডেন্ট নির্বাচনের ফল বাতিল করার অধিকার তাঁর রয়েছে এবং বাইডেন নির্বাচনে ভোট জালিয়াতি করেছেন বলে ট্রাম্প যে মত দিয়েছিলেন তা ভুল ছিল।’
প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিপক্ষ জো বাইডেনের জয় মেনে নিতে না পেরে গত বছরের ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে হামলা চালান ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা। এ ঘটনায় পুলিশের এক সদস্যসহ পাঁচজন নিহত হন। সেদিনের হামলাকে মার্কিন গণতন্ত্রের ওপর বড় আঘাত হিসেবে দেখা হয়।
হামলার ওই ঘটনা তদন্তে গঠিত কংগ্রেসের সিলেক্ট কমিটিতে রিপাবলিকান দলীয় সদস্য রয়েছেন মাত্র দুজন—লিজ চেনি এবং অ্যাডাম কিনজিঙ্গার। কিন্তু দুই আইনপ্রণেতার বিরুদ্ধে ‘বৈধ রাজনৈতিক আলোচনায় নিয়োজিত সাধারণ নাগরিকদের’ ওপর নিপীড়নে সহায়তা করার অভিযোগ তুলেছে রিপাবলিকান ন্যাশনাল কমিটি (আরএনসি)।
‘আমার অধিকার ছিল না’
মাইক পেন্স বলেন, ‘ট্রাম্প বলেছিলেন, সিলেক্ট কমিটির উচিত দাঙ্গাকারীদের পরিবর্তে আমার তদন্ত করা। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প ভুল ছিলেন। নির্বাচন পেছানোর কোনো অধিকার আমার ছিল না। প্রেসিডেন্ট নির্বাচিত করার অধিকার শুধু আমেরিকান জনগণেরই আছে।’
পেন্স আরও বলেন, সংবিধান অনুযায়ী, নির্বাচনগুলো রাজ্যস্তরে পরিচালিত হয়, কংগ্রেসের মাধ্যমে নয়। আর ইলেকটোরাল কলেজের ক্ষেত্রে কংগ্রেসের একমাত্র ভূমিকা হলো রাজ্যগুলো থেকে জমা দেওয়া এবং প্রত্যয়িত ভোটগুলো খোলা এবং তা গণনা করা। এর চেয়ে বেশি কিছু নয়।
সম্প্রতি বিভিন্ন ইস্যুতে সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে আক্রমণ করে কথা বলা শুরু করেছেন ট্রাম্প। এর ফলে নতুন মোড় নিয়েছে এই দুই রাজনীতিকের সম্পর্ক।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৯ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৯ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
১০ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫