Ajker Patrika

মোটরসাইকেলের ধাক্কায় আহত আইনজীবীর মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৫: ৩১
মোটরসাইকেলের ধাক্কায় আহত আইনজীবীর মৃত্যু

রাজশাহীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত রাজশাহী আইনজীবী সমিতির সভাপতি মোজাম্মেল হক মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রাজশাহী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত সোমবার বিকেল সাড়ে চারটার দিকে মহানগরীর সাহেববাজার এলাকায় প্রাইভেটকার থেকে নামছিলেন মোজাম্মেল হক। এ সময় একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। এরপর তাঁকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। তাঁর কান এবং মাথার পেছন থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। এ কারণে সংশ্লিষ্ট চিকিৎসকেরা অস্ত্রোপচার করেন। এরপর থেকে তিনি আইসিইউতে ছিলেন। পরে গতকাল বৃহস্পতিবার বিকেলে তিনি মৃত্যুবরণ করেন।

সাধারণ সম্পাদক আইনজীবী পারভেজ তৌফিক জাহেদী আরও বলেন, মোজাম্মেল হকের বয়স আনুমানিক ৭৫ বছর। তিনি পর পর দুইবার রাজশাহী আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব পালন করছিলেন। এর আগেও তিনি সমিতির সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত