কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার শহরের কলাতলী মোড় থেকে দুই দিন ধরে মেরিন ড্রাইভের সোয়া এক কিলোমিটার সড়ক বন্ধ রাখা হয়েছে। হঠাৎ সংস্কারের জন্য সড়কটি বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন পর্যটকেরা।
সংশ্লিষ্টরা জানান, দেড় বছর আগে শহরের ডলফিন মোড় থেকে কলাতলী বেলী হ্যাচারি পর্যন্ত প্রায় ১ হাজার ২০০ মিটার সড়ক কক্সবাজার পৌরসভা পাকাকরণ কাজ বাস্তবায়ন করে। ওই সময় প্রায় সাত মাস সড়কটি বন্ধ রাখা হয়েছিল। কিন্তু এর মধ্যে সড়কটি খানাখন্দ সৃষ্টি হওয়ায় কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে।
এ দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের সঙ্গে এ সড়কটি ছাড়া আশে-পাশে আর কোনো বিকল্প সড়ক নেই। এ সড়ক দিয়েই চলাচল করতে হয় উখিয়া, টেকনাফ, রামু ও কক্সবাজার সদর এবং পৌর এলাকার লাখো মানুষকে। পাশাপাশি সড়কটি পর্যটক ও রোহিঙ্গা শিবিরে দেশি-বিদেশি এনজিও সংস্থার লোকজনের চলাফেরায় ব্যবহার হয়ে আসছে।
অটোরিকশা চালক মহিউদ্দিন জানান, বিকল্প সড়ক দিয়ে গেলে সময় বেশি ভাঙে এ জন্য পর্যটকেরা ওই পদ ব্যবহার করতে চায় না। মেরিন ড্রাইভ দেখে দেখে পর্যটকেরা টেকনাফ পর্যন্ত চলে যায়।
হোটেল-মোটেল ও গেস্ট হাউস মালিকেরা জানান, মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজার সৈকতের দরিয়ানগর, হিমছড়ি, ইনানী, পাতুয়ারটেক ও সেন্টমার্টিন দ্বীপে যাতায়াত করে পর্যটকেরা। দুই দিন ধরে পর্যটকেরা এই সুযোগ বঞ্চিত হয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।
কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমান জানান, সোমবার থেকে সংযোগ সড়কটির ড্রেন ও সড়ক সংস্কার কাজের জন্য বন্ধ রাখা হয়েছে। বিষয়টি জানিয়ে শহরে মাইকিং করে প্রচার করা হয়েছে।
আজ কালের মধ্যে এ সমস্যার সমাধান হবে। সাময়িক সময়ের জন্য পর্যটকদের লিংক রোড় থেকে বিকল্প সড়ক ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে বলে জানান তিনি।
কক্সবাজার শহরের কলাতলী মোড় থেকে দুই দিন ধরে মেরিন ড্রাইভের সোয়া এক কিলোমিটার সড়ক বন্ধ রাখা হয়েছে। হঠাৎ সংস্কারের জন্য সড়কটি বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন পর্যটকেরা।
সংশ্লিষ্টরা জানান, দেড় বছর আগে শহরের ডলফিন মোড় থেকে কলাতলী বেলী হ্যাচারি পর্যন্ত প্রায় ১ হাজার ২০০ মিটার সড়ক কক্সবাজার পৌরসভা পাকাকরণ কাজ বাস্তবায়ন করে। ওই সময় প্রায় সাত মাস সড়কটি বন্ধ রাখা হয়েছিল। কিন্তু এর মধ্যে সড়কটি খানাখন্দ সৃষ্টি হওয়ায় কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে।
এ দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের সঙ্গে এ সড়কটি ছাড়া আশে-পাশে আর কোনো বিকল্প সড়ক নেই। এ সড়ক দিয়েই চলাচল করতে হয় উখিয়া, টেকনাফ, রামু ও কক্সবাজার সদর এবং পৌর এলাকার লাখো মানুষকে। পাশাপাশি সড়কটি পর্যটক ও রোহিঙ্গা শিবিরে দেশি-বিদেশি এনজিও সংস্থার লোকজনের চলাফেরায় ব্যবহার হয়ে আসছে।
অটোরিকশা চালক মহিউদ্দিন জানান, বিকল্প সড়ক দিয়ে গেলে সময় বেশি ভাঙে এ জন্য পর্যটকেরা ওই পদ ব্যবহার করতে চায় না। মেরিন ড্রাইভ দেখে দেখে পর্যটকেরা টেকনাফ পর্যন্ত চলে যায়।
হোটেল-মোটেল ও গেস্ট হাউস মালিকেরা জানান, মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজার সৈকতের দরিয়ানগর, হিমছড়ি, ইনানী, পাতুয়ারটেক ও সেন্টমার্টিন দ্বীপে যাতায়াত করে পর্যটকেরা। দুই দিন ধরে পর্যটকেরা এই সুযোগ বঞ্চিত হয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।
কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমান জানান, সোমবার থেকে সংযোগ সড়কটির ড্রেন ও সড়ক সংস্কার কাজের জন্য বন্ধ রাখা হয়েছে। বিষয়টি জানিয়ে শহরে মাইকিং করে প্রচার করা হয়েছে।
আজ কালের মধ্যে এ সমস্যার সমাধান হবে। সাময়িক সময়ের জন্য পর্যটকদের লিংক রোড় থেকে বিকল্প সড়ক ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে বলে জানান তিনি।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫