আশরাফুল আলম আপন, বদরগঞ্জ
রংপুরের বদরগঞ্জে চিকিৎসকসহ অন্য পদের দায়িত্বপ্রাপ্তদের নিয়মিত অনুপস্থিতির কারণে ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। এতে চিকিৎসাবঞ্চিত হচ্ছেন মানুষ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রগুলোতে নিয়মিত চিকিৎসকসহ সংশ্লিষ্টরা বসেন না। একটি উপস্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেন অফিস সহকারী ও অন্যটিতে বহিরাগত এক যুবক।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, দশটি ইউনিয়নের মধ্যে ছয়টিতে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। চারটিতে রয়েছে উপস্বাস্থ্যকেন্দ্র। প্রতিটি উপস্বাস্থ্যকেন্দ্রে একটি চিকিৎসক, একটি উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, একটি মিডওয়াইফ, একটি ফার্মাসিস্ট ও একটি অফিস সহকারীর পদ রয়েছে। এর মধ্যে বদরগঞ্জ, কুতুবপুর ও রাধানগর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক রয়েছেন। দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে গোপালপুর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকের পদটি। তবে চারটি উপস্বাস্থ্যকেন্দ্রে ফার্মাসিস্টের পদ শূন্য রয়েছে দীর্ঘদিন ধরে। রাধানগর ও গোপালপুর ইউনিয়নে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার থাকলেও অন্য দুটিতে এই পদ শূন্য রয়েছে। চারটিতেই উপস্বাস্থ্যকেন্দ্রে মিডওয়াইফ পদে লোক রয়েছে।
গত শনিবার বেলা ১১টার দিকে দেখা যায়, গোপালপুর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকের দায়িত্ব পালন করছেন অফিস সহকারী সুবোধ চন্দ্র বর্মণ। তিনি বলেন, ‘আমি তালা খুলে ঘর ঝাড় দেই। এরপর রোগীরা এলে রোগের নাম শুনে ওষুধ দেই।’
অফিস সহকারীর কাছ থেকে চিকিৎসা নেওয়ার বিষয়ে জানতে চাইলে গৃহবধূ সুইটি আক্তার সুখী বলেন, ‘তিনি অফিস সহকারী হবেন কেন? অফিস সহকারী কি চিকিৎসা দিতে পারেন? তিনিই তো বহু বছর ধরে আমাদের নানা রোগের ওষুধ দিচ্ছেন।’
দুপুর সাড়ে ১২টার দিকে কুতুবপুর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে তালা ঝুলতে দেখা যায়। খোঁজ নিয়ে জানা গেছে, এই উপস্বাস্থ্যকেন্দ্রে নাফিস আহসান নামের একজন চিকিৎসক ও আনোয়ারা নামের একজন মিডওয়াইফ রয়েছেন। নাফিস দায়িত্ব পালন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আনোয়ারা পাশেই ভাড়া বাসায় থাকলেও নিয়মিত কেন্দ্রে বসেন না। তিনি বাসার সামনে ওষুধের দোকান দিয়েছেন, সেখানেই বসেন। ওই ওষুধের দোকানে গিয়ে দেখা হয় তাঁর সঙ্গে। তিনি বলেন, ‘আমি শরীরিকভাবে অসুস্থ। তাই তিন দিনের ছুটি নিয়েছি।’
রাধানগর উপস্বাস্থ্যকেন্দ্রে শাহ্ আলম নামের এক যুবককে চিকিৎসা দিতে দেখা যায়। তবে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের কেউ নন। তিনি বলেন, ‘তাঁকে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে টিএইচও বসিয়েছেন। তিনি ডিপ্লোমা পাস করেছেন।’
এই উপস্বাস্থ্যকেন্দ্রে উপসহকারী চিকিৎসা কর্মকর্তা পদে রয়েছেন শামীমা নাসরিন; কিন্তু তিনি কাজ করছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। বদরগঞ্জ উপস্বাস্থ্যকেন্দ্রটি তালাবদ্ধ পাওয়া যায়। সেখানে চিকিৎসক পদে রয়েছেন সাকলাইন আরেফিন। তিনিও কাজ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ওই উপস্বাস্থ্যকেন্দ্রটি জেলা পরিষদ
দখলে নিয়েছে।
সেখানে দেখভালের দায়িত্বে থাকা জেলা পরিষদের কর্মী আব্দুল খালেক বলেন, ‘এই উপস্বাস্থ্যকেন্দ্রটি জেলা পরিষদের জায়গায়। তিন বছর আগে জেলা পরিষদ জায়গাটি দখলে নিয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিদ্দিকুল ইসলাম বলেন, ‘সব চিকিৎসককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসেছি।’
অফিস সহকারী কীভাবে চিকিৎসা দেন জানতে চাইলে তিনি বলেন, ‘অফিস সহকারী কেন চিকিৎসা দেবে? খোঁজ নিয়ে দেখছি’—বলেই ফোন কেটে দেন।
রংপুরের বদরগঞ্জে চিকিৎসকসহ অন্য পদের দায়িত্বপ্রাপ্তদের নিয়মিত অনুপস্থিতির কারণে ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। এতে চিকিৎসাবঞ্চিত হচ্ছেন মানুষ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রগুলোতে নিয়মিত চিকিৎসকসহ সংশ্লিষ্টরা বসেন না। একটি উপস্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেন অফিস সহকারী ও অন্যটিতে বহিরাগত এক যুবক।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, দশটি ইউনিয়নের মধ্যে ছয়টিতে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। চারটিতে রয়েছে উপস্বাস্থ্যকেন্দ্র। প্রতিটি উপস্বাস্থ্যকেন্দ্রে একটি চিকিৎসক, একটি উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, একটি মিডওয়াইফ, একটি ফার্মাসিস্ট ও একটি অফিস সহকারীর পদ রয়েছে। এর মধ্যে বদরগঞ্জ, কুতুবপুর ও রাধানগর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক রয়েছেন। দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে গোপালপুর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকের পদটি। তবে চারটি উপস্বাস্থ্যকেন্দ্রে ফার্মাসিস্টের পদ শূন্য রয়েছে দীর্ঘদিন ধরে। রাধানগর ও গোপালপুর ইউনিয়নে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার থাকলেও অন্য দুটিতে এই পদ শূন্য রয়েছে। চারটিতেই উপস্বাস্থ্যকেন্দ্রে মিডওয়াইফ পদে লোক রয়েছে।
গত শনিবার বেলা ১১টার দিকে দেখা যায়, গোপালপুর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকের দায়িত্ব পালন করছেন অফিস সহকারী সুবোধ চন্দ্র বর্মণ। তিনি বলেন, ‘আমি তালা খুলে ঘর ঝাড় দেই। এরপর রোগীরা এলে রোগের নাম শুনে ওষুধ দেই।’
অফিস সহকারীর কাছ থেকে চিকিৎসা নেওয়ার বিষয়ে জানতে চাইলে গৃহবধূ সুইটি আক্তার সুখী বলেন, ‘তিনি অফিস সহকারী হবেন কেন? অফিস সহকারী কি চিকিৎসা দিতে পারেন? তিনিই তো বহু বছর ধরে আমাদের নানা রোগের ওষুধ দিচ্ছেন।’
দুপুর সাড়ে ১২টার দিকে কুতুবপুর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে তালা ঝুলতে দেখা যায়। খোঁজ নিয়ে জানা গেছে, এই উপস্বাস্থ্যকেন্দ্রে নাফিস আহসান নামের একজন চিকিৎসক ও আনোয়ারা নামের একজন মিডওয়াইফ রয়েছেন। নাফিস দায়িত্ব পালন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আনোয়ারা পাশেই ভাড়া বাসায় থাকলেও নিয়মিত কেন্দ্রে বসেন না। তিনি বাসার সামনে ওষুধের দোকান দিয়েছেন, সেখানেই বসেন। ওই ওষুধের দোকানে গিয়ে দেখা হয় তাঁর সঙ্গে। তিনি বলেন, ‘আমি শরীরিকভাবে অসুস্থ। তাই তিন দিনের ছুটি নিয়েছি।’
রাধানগর উপস্বাস্থ্যকেন্দ্রে শাহ্ আলম নামের এক যুবককে চিকিৎসা দিতে দেখা যায়। তবে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের কেউ নন। তিনি বলেন, ‘তাঁকে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে টিএইচও বসিয়েছেন। তিনি ডিপ্লোমা পাস করেছেন।’
এই উপস্বাস্থ্যকেন্দ্রে উপসহকারী চিকিৎসা কর্মকর্তা পদে রয়েছেন শামীমা নাসরিন; কিন্তু তিনি কাজ করছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। বদরগঞ্জ উপস্বাস্থ্যকেন্দ্রটি তালাবদ্ধ পাওয়া যায়। সেখানে চিকিৎসক পদে রয়েছেন সাকলাইন আরেফিন। তিনিও কাজ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ওই উপস্বাস্থ্যকেন্দ্রটি জেলা পরিষদ
দখলে নিয়েছে।
সেখানে দেখভালের দায়িত্বে থাকা জেলা পরিষদের কর্মী আব্দুল খালেক বলেন, ‘এই উপস্বাস্থ্যকেন্দ্রটি জেলা পরিষদের জায়গায়। তিন বছর আগে জেলা পরিষদ জায়গাটি দখলে নিয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিদ্দিকুল ইসলাম বলেন, ‘সব চিকিৎসককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসেছি।’
অফিস সহকারী কীভাবে চিকিৎসা দেন জানতে চাইলে তিনি বলেন, ‘অফিস সহকারী কেন চিকিৎসা দেবে? খোঁজ নিয়ে দেখছি’—বলেই ফোন কেটে দেন।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪