Ajker Patrika

ঠিকাদারেরা সিটি করপোরেশন চালাচ্ছে

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ০৯: ৩৪
ঠিকাদারেরা সিটি করপোরেশন চালাচ্ছে

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার বলেছেন, ‘এবারের নির্বাচন হবে জনগণ বনাম নৌকা। আমি যেমন বিএনপি তেমনি নারায়ণগঞ্জবাসী। জনগণের চাহিদার প্রয়োজনে নিজেকে উৎসর্গ করেছি। তারা আমাকে গ্রহণ করেছে। ভবিষ্যতে সিটি করপোরেশন হবে জনতার। এখানে ঠিকাদারদের প্রভাব থাকবে না।’ গতকাল সোমবার নারায়ণগঞ্জের বন্দরের ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচার প্রচারণাকালে সাংবাদিকদের এই কথা বলেন তিনি।

তৈমূর আরও বলেন, ‘সিটি করপোরেশন ঠিকাদারদের সিন্ডিকেটে পরিণত হয়েছে। ঠিকাদারেরা সিটি করপোরেশন পরিচালনা করছে। আমরাও বড় বড় সংস্থা চালিয়ে এসেছি। কোনো ঠিকাদার আমাদের রুমে ঢুকতে পারেনি।’

নারায়ণগঞ্জে যানজট প্রসঙ্গে তৈমূর বলেন, ‘যানজট এমন কোনো নয় যেটা সমাধান করা সম্ভব নয়। আমাকে আমেরিকা থেকে এই বিষয়ে ট্রেনিং দিয়ে আনা হয়েছে। এই শহরে আলাল দুলালের মতো মেয়র এমপি ডানে-বাঁয়ে যায়। এই সুযোগে পুলিশ সুবিধা নিচ্ছে। আমি মেয়র হলে সবার সঙ্গে বসব, প্রয়োজনে শত্রুর সঙ্গে বসব। নারায়ণগঞ্জে যানজট সমস্যা সমাধান সম্ভব। কিন্তু সমস্যা হলো কেউ কারও সঙ্গে বসতে চায় না।’

ভাইরাল হওয়া আওয়ামী লীগ নেতার অডিওর বিষয়ে বলেন, ‘এটা সরকারি দলের ব্যাপার। চাঁদাবাজি কিংবা অন্য যা কিছুই হোক, তাদের ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না। এটা তারাই দেখবে। যেহেতু চাঁদা দাবির অডিও ভাইরাল হয়েছে, এটা নির্বাচন কমিশন দেখবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত