Ajker Patrika

সরিষার ভালো ফলনের আশা

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৫: ২২
সরিষার ভালো ফলনের আশা

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় এবারের রবি মৌসুমে সরিষার ব্যাপক চাষ হয়েছে। ইতিমধ্যে উপজেলার বিভিন্ন মাঠে ফুটতে শুরু করেছে সরিষার হলুদ ফুল। এ বছর আবহাওয়া অনুকূলে থাকলে সরিষার বাম্পার ফলনের আশা করছেন কৃষকেরা। কম খরচ ও বেশি লাভের কারণে কৃষকদের সরিষা চাষে আগ্রহ বেশি।

আমন ধান কাটার পর রৌমারীর কৃষকেরা বাড়তি ফসল হিসেবে সরিষা চাষ করেন। সরিষা বিক্রির পর একই জমিতে আবারও ধান রোপণ করেন তাঁরা।

উপজেলার ইজলামারী গ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন, ‘আমি প্রতি বছর আমন ধান কাটার পর জমিতে সরিষা চাষ করি। এবার আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার গাছ ভালো হয়েছে। আশা করছি ফলনও ভালো হবে। বাজারে দাম ভালো পেলে বোরো ধান লাগাতে বেগ পেতে হবে না।’

চুলিযারচর গ্রামের কৃষক হারুন অর রশিদ জানান, সরিষা চাষে খরচ কম লাভ বেশি। আর সরিষা চাষ করলে বোরো রোপণের সময় আলাদাভাবে ওই জমিতে আর সার দিতে হয় না। সরিষা বিক্রি করে যে টাকা পাওয়া যায় তা তেলের চাহিদা মেটানো যায়। তিনি বলেন, প্রতি বিঘা জমিতে সরিষা চাষে খরচ হয় প্রায় ৬ হাজার টাকা, ভালো সরিষা হলে ১৫ মণ হয়। ১ হাজার ৬০০ টাকা করে বিক্রি করলে ২৪ হাজার টাকা আসে তাতে খরচ বাদ দিলে বিঘায় লাভ থাকে ১৮ হাজার। দাম বেশি হলে লাভের অঙ্ক আরও বাড়ে। দাম কমলে লাভের অঙ্ক কমে আশে।

রৌমারী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘কৃষকেরা এই ফসলটাকে বাড়তি আয়ের উৎস হিসেবে চাষ করেন। এবার রৌমারীতে সরিষা চাষ হয়েছে ৬ হাজার হেক্টর জমিতে। আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকেরা সরিষার ফলনও ভালো পাবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত