Ajker Patrika

বোরো আবাদে খরচ বেড়ে ২৫ শতাংশ

মিলন উল্লাহ, কুষ্টিয়া
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৫৯
বোরো আবাদে খরচ বেড়ে ২৫ শতাংশ

শ্রমিকের মজুরি, সার, বীজ, কীটনাশকসহ কৃষিসামগ্রীর দাম বাড়ায় গত মৌসুমের তুলনায় এ বছর বোরো আবাদে খরচ বেড়েছে ২৫ থেকে ৩০ ভাগ। এতে অনেক কৃষক বোরো আবাদ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। এ ছাড়া চাষিদের আরেকটি মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে শ্রমিকসংকট। বোরো আবাদে খরচ বাড়ায় এর প্রভাব ধান ও চালের বাজারে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এবার ৩৫ হাজার হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে মাঠে মাঠে কৃষকেরা খেত প্রস্তুত করে বোরো আবাদ শুরু করেছেন। কেউ বা বীজতলা থেকে চারা সংগ্রহ করছেন। তবে মৌসুমের শুরুতেই এবার চাষিদের পকেট থেকে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। বিশেষ করে ডিজেলে দাম বাড়ায় বেড়েছে চাষিদের সেচ খরচ। সেই সঙ্গে বীজ, সার ও শ্রমিকের পেছনেও হচ্ছে আগের তুলনায় অনেক বেশি খরচ। এমনকি টাকা দিয়েও সময়মতো শ্রমিক পাওয়া যাচ্ছে না।

কৃষকেরা জানান, যেভাবে সবকিছুর দাম বেড়েছে, তাতে বিঘাপ্রতি জমিতে আগের তুলনা কয়েক হাজার টাকা বেশি খরচ হবে। সব মিলিয়ে ব্যয় বেড়ে যাবে ২৫ থেকে ৩০ ভাগ। আর এই খরচ পোষাতে হলে তাঁদের বেশি দামে ধান বিক্রি করতে হবে।

মিরপুর উপজেলার কৃষক সরিফুল ইসলাম জানান, চলতি মৌসুমে তিনি ৩ বিঘা জমিতে বোরো ধানের আবাদ করছেন। বেশির ভাগ জমিতেই চারা রোপণ করা শেষ হয়েছে। সময়মতো জিকে সেচ প্রকল্পের পানি না পাওয়ায় বোরিংয়ের মাধ্যমে সেচ দেওয়া লেগেছে। ডিজেলের দাম বাড়ায় সেচ খরচ আগের তুলনায় বেশি নিচ্ছে। আবার শ্রমিকের মজুরিও বেশি।

সদর উপজেলার চাষি আমজাদ হোসেন জানান, এবারের মৌসুমে ধান লাগানোর জন্য মাঠ প্রস্তুত করা থেকে শুরু করে আগের বছরের তুলনায় অতিরিক্ত খরচ হতে শুরু করেছে। গত বছর এক নলা চারার দাম ছিল ৫০ টাকা, এবারে সেই চারা কিনেছেন ২০০ টাকা দিয়ে।

মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষ জানান, ডিজেলের দাম এবং শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় ধান আবাদের খরচ আগের চেয়ে অনেকটাই বেড়েছে। যার প্রভাব অবশ্যই ধানের বাজারে পড়বে। তবে লাগানো খরচ বাড়লেও ধান কাটা এবং মাড়াই করার জন্য কৃষকদের কম্বাইন্ড হারভেস্টর মেশিন দিয়ে সহযোগিতা করা হবে। তাতে কৃষকদের খরচ অনেকটাই কমে যাবে।

কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক বিষ্ণুপদ সাহা বলেন, ‘গত বছরের চেয়ে চলতি বোরো মৌসুমে আবাদের খরচ কিছুটা বাড়লেও আবাদের পরিমাণ কমেনি। ধানের দাম ভালো থাকায় কৃষকেরা অবশ্যই লাভবান হবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

থানায় থানায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের তালিকা হচ্ছে

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত