Ajker Patrika

স্থগিত কেন্দ্রের ভোট হবে ৩০ ডিসেম্বর

ত্রিশাল প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১৪: ১৮
Thumbnail image

ত্রিশালে স্থগিত দুই কেন্দ্রের ভোটগ্রহণ ৩০ ডিসেম্বর নির্ধারণ করে নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন। নির্দেশনা অনুযায়ী উপজেলার রামপুর ইউপির কাকচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও কানিহারী ইউপির তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।

জানা গেছে, রামপুর ইউপির এই এক কেন্দ্রের ভোটের ফলাফলের ওপর নির্ভর করছে কে এই ইউনিয়নের চেয়ারম্যান, ২ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ও ৬ নম্বর সাধারণ ওয়ার্ডের সদস্য নির্বাচিত হবেন। অপরদিকে কানিহারী ইউনিয়নের এক কেন্দ্রের ভোটের ফলাফলের ওপর নির্ভর করছে কে এই ইউপির ১ নম্বর সংরক্ষিত ওয়ার্ড সদস্য ও ২ নম্বর সাধারণ ওয়ার্ডের সদস্য নির্বাচিত হবেন।

নির্বাচন কার্যালয় সূত্র জানায়, কাকচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৯৮২ জন। আর তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট ২ হাজার ২৮০ জন। এর মধ্যে কাকচর কেন্দ্রের ফলাফলের ওপর নির্ভর করছে চার চেয়ারম্যান প্রার্থীর জয়-পরাজয়ের হিসেব। সবারই সুযোগ রয়েছে জয়ী হওয়ার।

স্থানীয় সূত্রে জানা গেছে, সামগ্রিক হিসেবে এগিয়ে রয়েছেন চশমা প্রতীকের বিএনপি নেতা আব্দুল মবিন রঞ্জু। তাঁর প্রাপ্ত ভোট চার হাজার ৬৮৭টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন চার হাজার ৩০৫ ভোট। আর আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শহিদুল আলম পেয়েছেন তিন হাজার ৫৩০ ভোট। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আপেল মাহমুদ নৌকা প্রতীকে পেয়েছেন তিন হাজার ১৪৫ ভোট।

ত্রিশাল উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফারুক মিয়া বলেন, গত ২৭ নভেম্বর কেন্দ্র দুটিতে বিশৃঙ্খলা দেখা দিলে ভোট গ্রহণ বন্ধ রাখা হয়। পুনরায় ৩০ ডিসেম্বর ভোট গ্রহণের তারিখ নির্ধারণ হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা থাকবেন। তাই বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত