Ajker Patrika

সিসিটিভি ফুটেজ দেখে সন্দেহভাজন যুবককে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ০৯: ৪০
সিসিটিভি ফুটেজ দেখে সন্দেহভাজন যুবককে গ্রেপ্তার

রাজধানীর রামপুরায় সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের জের ধরে বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় জড়িত সন্দেহে আরও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। যুবকের নাম স্বপন রেজা (২৫)।

গতকাল শনিবার বিকেলে রামপুরা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, ঘটনার সময় আশেপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ওই যুবককে চিহ্নিত করা হয়।

বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে রামপুরা থানায় একটি মামলা করেছে। ওই মামলায় স্বপনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

মামলার তদন্ত কর্মকর্তা রামপুরা থানার এসআই তৌহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা যত নিখুঁতভাবে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা যায়, তা করছি। নিরপরাধ কেউ যেন হেনস্তার শিকার না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে। তবে যারাই অগ্নিসংযোগ এবং ভাঙচুরের সঙ্গে জড়িত ছিল, তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে। স্বপন পেশায় একজন ড্রাইভার। জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

এর আগে একই মামলায় শহিদ ব্যাপারী (২২) নামে আরেক যুবককে গ্রেপ্তার করা হয়। গত শুক্রবার তাঁর দুই দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শহিদ তাঁর বাবার সবজি ব্যবসায় সহায়তা করেন। এ ছাড়া ঘটনার পরদিন হাতিরঝিল থানা-পুলিশ এক কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে।

গত সোমবার রাস্তা পার হওয়ার সময় পূর্ব রামপুরার ডিআইটি রোডে বেপরোয়া গতির অনাবিল বাসের নিচে চাপা পড়ে নিহত হন একরামুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মাইনুদ্দিন ইসলাম দুর্জয়। এ ঘটনার পরপর দুর্ঘটনাস্থলে অন্তত ১৩টি বাসে অগ্নিসংযোগ ও ভাংচুর করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত