Ajker Patrika

পরিবারের অপেক্ষা ফুরাবে কবে

সিলেট প্রতিনিধি
আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ১০: ২২
Thumbnail image

ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার ও জুনেদ আহমদের নিখোঁজের ১০ বছর পার হয়েছে। পরিবারের সদস্যরা নানা জায়গায় খুঁজেও তাঁদের সন্ধান পাননি। তাঁদের অপেক্ষার প্রহর কবে ফুরাবে-এ প্রশ্নই এখন তাঁদের।

এদিকে গতকাল রোববার সকালে জেলা বিএনপির নবনির্বাচিত নেতারা নিখোঁজ ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারের বাসায় যান। তাঁর বাবা ডা. মঈনুদ্দিনসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ও খোঁজ নেন। এরপর তাঁরা নিখোঁজ ছাত্রদল নেতা জুনেদ আহমদের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। তাঁদের খোঁজ-খবর নেন।

এ সময় নেতারা বলেন, দেশে আইনের শাসন নেই। গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। বিচারের বাণী নিভৃতে কাঁদছে। ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার ও জুনেদ আহমদ গুমের ১০ বছর পেরিয়ে গেল। অথচ সরকার কোনো খোঁজ দিতে পারেনি। জনতার সরকার প্রতিষ্ঠিত হলে সব গুম রহস্যের উদ্‌ঘাটন হবে এবং গুমকৃতরা পরিবারের মাঝে অক্ষত অবস্থায় ফিরে আসবেন বলে আমরা প্রত্যাশা করি।

এদিকে নিখোঁজ এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজদের সন্ধান কামনায় দোয়া মাহফিল করেছে সিলেট জেলা বিএনপি। গতকাল রোববার বাদ জোহর নগরীর দরগাহে হজরত শাহজালালে (র.) মাজার মসজিদ প্রাঙ্গণে এই দোয়া মাহফিল করা হয়।

মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ।

উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, জেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ, জেলার সাবেক সহসভাপতি শেখ মখন মিয়া, জেলার আহ্বায়ক কমিটির সাবেক সদস্য শাহজামাল নুরুল হুদা, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন চৌধুরী, সৈয়দ মঈন উদ্দিন সুহেল প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত