আজকের পত্রিকা ডেস্ক
কুমিল্লায় আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। সভায় বক্তারা বলেন, বৈধ পথে বিদেশ গেলে সরকারি সুবিধা পাওয়া যায়। অভিবাসনপ্রত্যাশীদের সরকারি নিয়ম-কানুন জানতে হবে।
এবার দিবসটির প্রতিপাদ্য ছিল ‘শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা; অভিবাসনে আনব মর্যাদা ও নৈতিকতা’। গতকাল শনিবার বিভিন্ন সংগঠন দিবসটি উপলক্ষে কর্মসূচি পালন করে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
কুমিল্লা নগরের শিল্পকলা একাডেমি থেকে গতকাল সকালে জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের যৌথ উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। বর্ণাঢ্য শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, সহকারী পরিচালক দেবব্রত ঘোষ।
পরে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস নগরের বাগিচাগাঁও অফিসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী ব্যক্তি, আহরণকারী প্রতিষ্ঠানকে সম্মাননা দেয়। এ সময় কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন ছিল।
ব্রাহ্মণপাড়ায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ও অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) ব্রাহ্মণপাড়া শাখার সহযোগিতায় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।।
পরে উপজেলা পরিষদ মিলনায়নতে সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা।
সভায় স্বাগত বক্তব্য দেন অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) ব্রাহ্মণপাড়া শাখার উপজেলা সমন্বয়ক মো. আজিজুল হক। সঞ্চালনা করেন চান্দলা ইউনিয়ন অভিবাসী ফোরামের সদস্য আজিজ সরকার খোকন।
সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার অভিবাসনকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। প্রবাসে দেশের নাগরিকদের সর্বাধিক সুরক্ষা দেওয়ার ব্যবস্থা নিচ্ছে। বৈধ পথে বৈদেশিক মুদ্রা আনয়নের জন্য দুই শতাংশ হারে প্রণোদনা দেওয়া হচ্ছে। প্রবাস গমনেচ্ছুকদের দক্ষতা সৃষ্টির লক্ষ্যে কারিগরি ও প্রযুক্তি শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণে প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে। জামানতবিহীন ঋণ প্রদানের পরিধি বিস্তৃত করেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা সরকারের প্রদত্ত এসব সুবিধা গ্রহণ করে নিরাপদ অভিবাসনের মাধ্যমে নিজের ও দেশের উন্নয়নে ভূমিকা রাখবেন বলে বক্তারা আশা প্রকাশ করেন।
মেঘনা উপজেলায় উপজেলা পরিষদ মিলনায়তনে সভার আয়োজন করা হয়। এতে ওকাপ প্রতিনিধি মো. শরিফুল ইসলাম সঞ্চালনা করেন। সভায় বিদেশ ফেরত অভিবাসী কর্মী এবং বিদেশে অবস্থানরত কর্মীর সুবিধা-অসুবিধা, বিদেশে মৃত্যুবরণকারী অভিবাসী কর্মীর লাশ সরকারি খরচে দেশে আনা, পারিবারিক আর্থিক অনুদান, গুরুতর অসুস্থ হলে কর্মীকে চিকিৎসা দেওয়া, প্রবাসীর প্রতিবন্ধী সন্তানদের ভাতা প্রদান, এয়ারপোর্টে পিকআপ সহায়তা, বিদেশফেরত অভিবাসীকে কাজের দক্ষতার ওপর আরপিএল সার্টিফিকেট প্রদান, প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে অভিবাসী পেশাগত বিদেশফেরত অভিবাসী কর্মীদের ৪ শতাংশ হারে ঋণ ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।
চৌদ্দগ্রামে গতকাল সকালে উপজেলা সম্মেলন কক্ষে সভার আয়োজন করে চৌদ্দগ্রাম মাইগ্রেশন ফোরাম। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মনজুরুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফারুক হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা নাছির উদ্দীন।
চৌদ্দগ্রাম মাইগ্রেশন ফোরামের সভাপতি ইউসুফ হোসাইন সুমন এতে সভাপতিত্ব করেন। সঞ্চালনা করে সাধারণ সম্পাদক এনামুল হক নোমান।
কুমিল্লায় আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। সভায় বক্তারা বলেন, বৈধ পথে বিদেশ গেলে সরকারি সুবিধা পাওয়া যায়। অভিবাসনপ্রত্যাশীদের সরকারি নিয়ম-কানুন জানতে হবে।
এবার দিবসটির প্রতিপাদ্য ছিল ‘শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা; অভিবাসনে আনব মর্যাদা ও নৈতিকতা’। গতকাল শনিবার বিভিন্ন সংগঠন দিবসটি উপলক্ষে কর্মসূচি পালন করে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
কুমিল্লা নগরের শিল্পকলা একাডেমি থেকে গতকাল সকালে জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের যৌথ উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। বর্ণাঢ্য শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, সহকারী পরিচালক দেবব্রত ঘোষ।
পরে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস নগরের বাগিচাগাঁও অফিসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী ব্যক্তি, আহরণকারী প্রতিষ্ঠানকে সম্মাননা দেয়। এ সময় কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন ছিল।
ব্রাহ্মণপাড়ায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ও অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) ব্রাহ্মণপাড়া শাখার সহযোগিতায় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।।
পরে উপজেলা পরিষদ মিলনায়নতে সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা।
সভায় স্বাগত বক্তব্য দেন অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) ব্রাহ্মণপাড়া শাখার উপজেলা সমন্বয়ক মো. আজিজুল হক। সঞ্চালনা করেন চান্দলা ইউনিয়ন অভিবাসী ফোরামের সদস্য আজিজ সরকার খোকন।
সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার অভিবাসনকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। প্রবাসে দেশের নাগরিকদের সর্বাধিক সুরক্ষা দেওয়ার ব্যবস্থা নিচ্ছে। বৈধ পথে বৈদেশিক মুদ্রা আনয়নের জন্য দুই শতাংশ হারে প্রণোদনা দেওয়া হচ্ছে। প্রবাস গমনেচ্ছুকদের দক্ষতা সৃষ্টির লক্ষ্যে কারিগরি ও প্রযুক্তি শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণে প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে। জামানতবিহীন ঋণ প্রদানের পরিধি বিস্তৃত করেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা সরকারের প্রদত্ত এসব সুবিধা গ্রহণ করে নিরাপদ অভিবাসনের মাধ্যমে নিজের ও দেশের উন্নয়নে ভূমিকা রাখবেন বলে বক্তারা আশা প্রকাশ করেন।
মেঘনা উপজেলায় উপজেলা পরিষদ মিলনায়তনে সভার আয়োজন করা হয়। এতে ওকাপ প্রতিনিধি মো. শরিফুল ইসলাম সঞ্চালনা করেন। সভায় বিদেশ ফেরত অভিবাসী কর্মী এবং বিদেশে অবস্থানরত কর্মীর সুবিধা-অসুবিধা, বিদেশে মৃত্যুবরণকারী অভিবাসী কর্মীর লাশ সরকারি খরচে দেশে আনা, পারিবারিক আর্থিক অনুদান, গুরুতর অসুস্থ হলে কর্মীকে চিকিৎসা দেওয়া, প্রবাসীর প্রতিবন্ধী সন্তানদের ভাতা প্রদান, এয়ারপোর্টে পিকআপ সহায়তা, বিদেশফেরত অভিবাসীকে কাজের দক্ষতার ওপর আরপিএল সার্টিফিকেট প্রদান, প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে অভিবাসী পেশাগত বিদেশফেরত অভিবাসী কর্মীদের ৪ শতাংশ হারে ঋণ ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।
চৌদ্দগ্রামে গতকাল সকালে উপজেলা সম্মেলন কক্ষে সভার আয়োজন করে চৌদ্দগ্রাম মাইগ্রেশন ফোরাম। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মনজুরুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফারুক হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা নাছির উদ্দীন।
চৌদ্দগ্রাম মাইগ্রেশন ফোরামের সভাপতি ইউসুফ হোসাইন সুমন এতে সভাপতিত্ব করেন। সঞ্চালনা করে সাধারণ সম্পাদক এনামুল হক নোমান।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫