Ajker Patrika

এত দিনে জায়গা খুঁজে পেলেন নায়লা

এত দিনে জায়গা খুঁজে পেলেন নায়লা

হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে অনন্যা শ্রফ। বড় চাকরির হাতছানি উপেক্ষা করে জন্মভূমিতে ফিরে এসেছে সে। চোখে স্বপ্ন, অসহায় মানুষের আইনি সহযোগিতা করবে। শহুরে পরিবেশে বড় হওয়া অনন্যা হাজির হয় এক মফস্বলের আদালতে। সেখানে প্র্যাকটিস শুরু করে। তবে পদে পদে তাকে বাধার মুখে পড়তে হয়। সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ‘মামলা লিগ্যাল হ্যায়’ সিরিজে অনন্যা শ্রফ চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন অভিনেত্রী নায়লা গ্রেওয়াল। তাঁকে নিয়ে আলোচনা এতই তুঙ্গে যে এ সপ্তাহে আইএমডিবির জনপ্রিয় অভিনয়শিল্পীর তালিকার শীর্ষে উঠে এসেছে নায়লার নাম। এমনকি এ ক্ষেত্রে নায়লা টপকে গেছেন শাহরুখ খানকেও!

মার্চের প্রথম সপ্তাহে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে কমেডি ঘরানার কোর্টরুম ড্রামা সিরিজ মামলা লিগ্যাল হ্যায়। এ সিরিজের মুখ্য চরিত্রে অভিনয় করে যেমন প্রশংসা কুড়িয়েছেন রবি কিষাণ, তেমনই পার্শ্বচরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন নিধি বিশত, অনন্ত যোশি, যশপাল শর্মার মতো তারকা। তবে বিশেষভাবে আলোচনা হচ্ছে নায়লাকে নিয়ে। সিরিজটি মুক্তির পর তাঁকে নিয়ে কৌতূহলীও হয়ে উঠেছেন দর্শকেরা। ইতিমধ্যেই ইনস্টাগ্রামে নায়লার অনুরাগীর সংখ্যা দেড় লাখের গণ্ডি পেরিয়েছে।

নায়লা গ্রেওয়ালকে নিয়ে ইদানীং হইচই তৈরি হলেও তিনি বলিউডে কাজ করছেন প্রায় এক দশক ধরে। দিল্লির মেয়ে নায়লা স্নাতকোত্তর শেষ করে মডেলিংয়ের স্বপ্ন নিয়ে পাড়ি দেন মুম্বাইয়ে। বিজ্ঞাপনে কাজ শুরু করেন। সিনেমায় অভিনয়ের জন্য নানা জায়গায় অডিশন দিতে শুরু করেন। একপর্যায়ে নজর পড়েন পরিচালক ইমতিয়াজ আলির। তাঁর ‘তামাশা’য় প্রথম অভিনয় করেন নায়লা। রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনের সঙ্গে তিনি ছিলেন পার্শ্বচরিত্রে। দ্বিতীয় সিনেমা ‘বেরেলি লি বরফি’। আয়ুষ্মান খুরানা, রাজকুমার রাও, কৃতি শ্যাননের সঙ্গে এতেও নায়লা ছিলেন পার্শ্বচরিত্রে।

নায়লা গ্রেওয়াল। ছবি: ইনস্টাগ্রামপার্শ্বচরিত্রের গল্প তাঁর আরও আছে। ‘ডিয়ার মায়া’ সিনেমায় মনীষা কৈরালার পাশাপাশি ছিলেন নায়লাও। এ ছাড়া ‘থাপ্পড়’ সিনেমায় তাপসী পান্নুর পাশেও পাওয়া যাবে তাঁকে। ২০১৫ সাল থেকে বলিউডের সঙ্গে যুক্ত থাকলেও শুধু পার্শ্বচরিত্রেই দেখা গেছে নায়লাকে। 

নায়লা গ্রেওয়াল। ছবি: ইনস্টাগ্রামতবে মামলা লিগ্যাল হ্যায় দিয়ে ওটিটির পর্দায় পা রেখে বাজিমাত করলেন তিনি। প্রমাণ করলেন, মন-প্রাণ দিয়ে লেগে থাকলে, ধৈর্য ধরলে সাফল্য একদিন ঠিকই ধরা দেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

ধানমন্ডি ৩২ নম্বরে শিবির নেতা, ছাত্রলীগ সন্দেহে মারধর করল ছাত্রদল

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ: ভাতা দ্বিগুণ হয়ে ১২০০, ঘণ্টায় সম্মানী ২৫০০ থেকে বেড়ে ৩৬০০ টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত