খান রফিক, বরিশাল
কমিউনিটি ক্লিনিকগুলো খোলার যেমন সময়সূচি নেই, তেমনি বন্ধ করারও নেই নির্দিষ্ট সময়সীমা। হেলথ কেয়ার প্রোভাইডাররা সময়মতো না আসায় রোগীরা তালাবদ্ধ জরাজীর্ণ ভবনের সামনে ঠায় দাঁড়িয়ে থাকেন। এমন দুরবস্থা চলছে বরিশাল জেলার অধিকাংশ কমিউনিটি ক্লিনিকে।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, জেলায় প্রস্তাবিত কমিউনিটি ক্লিনিকের সংখ্যা ৩০৫টি। এর মধ্যে ৩০৩টি চালু রয়েছে।
সেগুলোর মধ্যে আবার সদর, আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলার ১৫টি ক্লিনিকের ভবন নিলাম ডাকা হয়েছে। চালু থাকা ক্লিনিকগুলোয় ২৯২ জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার কর্মরত রয়েছেন। পাশাপাশি শিশুদের টিকাদান কর্মসূচি ও পরিবার পরিকল্পনা সেবা দেওয়ার জন্য প্রতিটি ক্লিনিকে একজন স্বাস্থ্য সহকারী ও পরিবার কল্যাণ সহকারীর পর্যায়ক্রমে সপ্তাহে তিন দিন করে বসার নিয়ম রয়েছে। কিন্তু কর্মরতদের খেয়ালখুশির কারণে রোগীদের সেবা ব্যাহত হচ্ছে।
বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাউল তলা মৃধাবাড়ির ক্লিনিকের অবস্থা জরাজীর্ণ। সেখানকার ইনচার্জ ছাবিনা ইয়াছমিন ঠিকমতো আসেন না। রোগীদের অভিযোগ, বেলা তিনটায় বন্ধ করার কথা থাকলেও একটার মধ্যেই ক্লিনিক বন্ধ করে চলে যান। এ প্রসঙ্গে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার ছাবিনা ইয়াছমিন বলেন, তাঁর ক্লিনিক ভাঙাচোরা। জানালা-কপাট নেই। পানি, বাথরুমের ব্যবস্থা নেই। গতকাল রোগী এসেছেন তিন-চারজন। গত এক মাসে মোট ৭৬৬ রোগী এসেছেন বলে দাবি করেন ছাবিনা। তবে স্থানীয় বাসিন্দাদের তথ্যমতে, ইনচার্জ সময়মতো আসেনও না, আবার যানও আগেভাগে।
উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাবরখানা কমিউনিটি ক্লিনিক। সেখানকার ইনচার্জ নারগিস কলি গত তিন দিন আসেননি বলে রোগীদের অভিযোগ। অধিকাংশ সময়ই সকাল ১০টার দিকে আসেন ও চলে যান একটার পরপরই। এমনকি দুজন স্বাস্থ্য সহকারী মাঠ পর্যায়ে যান না। যে কারণে রোগীদের পড়তে হয় চরম দুর্ভোগে।
গত মঙ্গলবার দেখা হয় রোগী রেনু আক্তারের সঙ্গে। তিনি বলেন, ‘আমি মাসে ২-১ বার আসি। অনেক সময় পাই, অনেক সময় লোকজন পাই না।’
কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার নারগিস কলি অবশ্য জানান, গত এক মাসে ৫৩৭ জন রোগী এসেছেন। তাঁরা যতটা সম্ভব চিকিৎসা দিয়ে যাচ্ছেন।
একইভাবে জেলার বাবুগঞ্জ উপজেলার মাধবপাধা ইউনিয়নের পাংশা, পশ্চিম পাংশা ও হাদিবাসকাঠি কমিউনিটি ক্লিনিকের অবস্থাও বেহাল। সদর উপজেলার লামচরি কমিউনিটি ক্লিনিকেও স্বাস্থ্যসেবা না পাওয়ার অভিযোগ রোগীদের। তবে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের অনেকেই অভিযোগ করেন, সংস্কারের অভাবে জীর্ণ ভবন, ব্যবহারের অনুপযোগী শৌচাগার, শ্যালো টিউবওয়েলের কারণে ক্লিনিকগুলোর সেবা কার্যক্রমে বিঘ্ন ঘটছে।
এ ব্যাপারে বরিশাল জেলার ডেপুটি সিভিল সার্জন সব্যসাচী বলেন, কমিউনিটি ক্লিনিকগুলোর কার্যক্রম গতিশীল করতে তদারকি জোরদার করেছেন তাঁরা। মাসিক সমন্বয় সভায় এর কার্যক্রমের প্রতিবেদন দেওয়া হয়। যেসব এলাকার কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা বিলম্বে আসেন বা আগে চলে যান, তাঁদের বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
কমিউনিটি ক্লিনিকগুলো খোলার যেমন সময়সূচি নেই, তেমনি বন্ধ করারও নেই নির্দিষ্ট সময়সীমা। হেলথ কেয়ার প্রোভাইডাররা সময়মতো না আসায় রোগীরা তালাবদ্ধ জরাজীর্ণ ভবনের সামনে ঠায় দাঁড়িয়ে থাকেন। এমন দুরবস্থা চলছে বরিশাল জেলার অধিকাংশ কমিউনিটি ক্লিনিকে।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, জেলায় প্রস্তাবিত কমিউনিটি ক্লিনিকের সংখ্যা ৩০৫টি। এর মধ্যে ৩০৩টি চালু রয়েছে।
সেগুলোর মধ্যে আবার সদর, আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলার ১৫টি ক্লিনিকের ভবন নিলাম ডাকা হয়েছে। চালু থাকা ক্লিনিকগুলোয় ২৯২ জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার কর্মরত রয়েছেন। পাশাপাশি শিশুদের টিকাদান কর্মসূচি ও পরিবার পরিকল্পনা সেবা দেওয়ার জন্য প্রতিটি ক্লিনিকে একজন স্বাস্থ্য সহকারী ও পরিবার কল্যাণ সহকারীর পর্যায়ক্রমে সপ্তাহে তিন দিন করে বসার নিয়ম রয়েছে। কিন্তু কর্মরতদের খেয়ালখুশির কারণে রোগীদের সেবা ব্যাহত হচ্ছে।
বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাউল তলা মৃধাবাড়ির ক্লিনিকের অবস্থা জরাজীর্ণ। সেখানকার ইনচার্জ ছাবিনা ইয়াছমিন ঠিকমতো আসেন না। রোগীদের অভিযোগ, বেলা তিনটায় বন্ধ করার কথা থাকলেও একটার মধ্যেই ক্লিনিক বন্ধ করে চলে যান। এ প্রসঙ্গে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার ছাবিনা ইয়াছমিন বলেন, তাঁর ক্লিনিক ভাঙাচোরা। জানালা-কপাট নেই। পানি, বাথরুমের ব্যবস্থা নেই। গতকাল রোগী এসেছেন তিন-চারজন। গত এক মাসে মোট ৭৬৬ রোগী এসেছেন বলে দাবি করেন ছাবিনা। তবে স্থানীয় বাসিন্দাদের তথ্যমতে, ইনচার্জ সময়মতো আসেনও না, আবার যানও আগেভাগে।
উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাবরখানা কমিউনিটি ক্লিনিক। সেখানকার ইনচার্জ নারগিস কলি গত তিন দিন আসেননি বলে রোগীদের অভিযোগ। অধিকাংশ সময়ই সকাল ১০টার দিকে আসেন ও চলে যান একটার পরপরই। এমনকি দুজন স্বাস্থ্য সহকারী মাঠ পর্যায়ে যান না। যে কারণে রোগীদের পড়তে হয় চরম দুর্ভোগে।
গত মঙ্গলবার দেখা হয় রোগী রেনু আক্তারের সঙ্গে। তিনি বলেন, ‘আমি মাসে ২-১ বার আসি। অনেক সময় পাই, অনেক সময় লোকজন পাই না।’
কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার নারগিস কলি অবশ্য জানান, গত এক মাসে ৫৩৭ জন রোগী এসেছেন। তাঁরা যতটা সম্ভব চিকিৎসা দিয়ে যাচ্ছেন।
একইভাবে জেলার বাবুগঞ্জ উপজেলার মাধবপাধা ইউনিয়নের পাংশা, পশ্চিম পাংশা ও হাদিবাসকাঠি কমিউনিটি ক্লিনিকের অবস্থাও বেহাল। সদর উপজেলার লামচরি কমিউনিটি ক্লিনিকেও স্বাস্থ্যসেবা না পাওয়ার অভিযোগ রোগীদের। তবে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের অনেকেই অভিযোগ করেন, সংস্কারের অভাবে জীর্ণ ভবন, ব্যবহারের অনুপযোগী শৌচাগার, শ্যালো টিউবওয়েলের কারণে ক্লিনিকগুলোর সেবা কার্যক্রমে বিঘ্ন ঘটছে।
এ ব্যাপারে বরিশাল জেলার ডেপুটি সিভিল সার্জন সব্যসাচী বলেন, কমিউনিটি ক্লিনিকগুলোর কার্যক্রম গতিশীল করতে তদারকি জোরদার করেছেন তাঁরা। মাসিক সমন্বয় সভায় এর কার্যক্রমের প্রতিবেদন দেওয়া হয়। যেসব এলাকার কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা বিলম্বে আসেন বা আগে চলে যান, তাঁদের বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪