Ajker Patrika

পুঁজিবাজারে আবারও বড় পতন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৮: ০১
পুঁজিবাজারে আবারও বড় পতন

পতনের বৃত্ত ভাঙতে পারছে না দেশের পুঁজিবাজার। টানা সাত কার্যদিবসের পর গত বৃহস্পতিবার সূচক বাড়লেও সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল রোববার আবারও বড় পতন হয়েছে পুঁজিবাজারে। এদিন দিনভর সূচকের ওঠানামা থাকলেও লেনদেন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৭০ পয়েন্ট। সূচকটি অবস্থান করছে ৭ হাজার ৫ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১৭৩ পয়েন্ট।

সূচক কমলেও গত কার্যদিবসের চেয়ে লেনদেন বেড়েছে ডিএসইতে। ডিএসইতে গতকাল মোট লেনদেন হয়েছে ১ হাজার ৪৭১ কোটি টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৭টির, কমেছে ১৯২টির।

সিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬২টির, কমেছে ২০৫টির। এ ছাড়াও অপরিবর্তিত আছে ২১টির দর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত