Ajker Patrika

‘বিএনপিকে নিয়ে আ.লীগের চিন্তার প্রয়োজন নেই’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১২: ৩৬
‘বিএনপিকে নিয়ে আ.লীগের চিন্তার প্রয়োজন নেই’

বিএনপির টিকে থাকা নিয়ে আওয়ামী লীগ নেতাদের চিন্তিত হওয়ার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন নজরুল ইসলাম খান। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেছেন, ‘বিএনপি সেই দল যাদের কাছে আওয়ামী লীগ বারবার পরাজিত হয়েছে। কাল যদি সুষ্ঠু ভোট হয় তাহলে আবারও পরাজিত হবে। বিএনপি টিকে থাকবে কি থাকবে না—এ নিয়ে তাদের চিন্তার কিছু নেই।’

বিএনপিকে নিয়ে ক্ষমতাসীন দলের শীর্ষ নেতাদের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় নজরুল ইসলাম খান এসব কথা বলেন।

ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) আয়োজিত ‘স্বাধীন বাংলাদেশ তুমি কার’ শীর্ষক এ আলোচনা সভায় এনডিপির চেয়ারম্যানকে এম আবু তাহের সভাপতিত্ব করেন। আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আওয়াল মিন্টু, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইবরাহিম, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত