কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের রোয়াইলবাড়ি-বঙ্গবাজার সড়কের তাঁতিপাড়া এলাকায় খালের ওপর সেতুর জায়গায় অবশেষে একটি বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ সাঁকোটি নির্মিত হয়। এতে সড়কটি দিয়ে চলাচলকারী পথচারী ও স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ কিছুটা হলেও কমে আসবে বলে মনে করছেন তাঁরা। এ কারণেই বাঁশের সাঁকোতেই স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মনে।
খোঁজ নিয়ে জানা গেছে, তাঁতিপাড়া এলাকায় খালের ওপর দুই পাশের রেলিংবিহীন ঝুঁকিপূর্ণ পুরোনো সেতুটি ধসে পড়ার আশঙ্কায় প্রায় দুই বছর আগে ভেঙে ফেলা হয়। কিন্তু মাঝখানের এই দীর্ঘ সময়ে ওই স্থানে নতুন কোনো সেতু নির্মাণ করা হয়নি। তবে একটি কালভার্ট বসানো হলেও একপর্যায়ে সেটিও ভেঙে পড়ে। আর এতে চরম দুর্ভোগে পড়েন পথচারী, শিক্ষার্থী ও এলাকাবাসী।
এ অবস্থায় স্থানীয় রোয়াইলবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. লুৎফুর রহমান আকন্দের উদ্যোগে সম্প্রতি ওই জায়গায় একটি বাঁশের সাঁকো নির্মাণ করা হয়। এতে রোয়াইলবাড়ি থেকে বঙ্গবাজার হয়ে পাশের রায়বাজার আঠারো বাড়িসহ বিভিন্ন এলাকায় চলাচলের ক্ষেত্রে পথচারীদের কিছুটা সুবিধা হয়েছে। তা ছাড়া বঙ্গবাজার থেকে প্রায় দুই কিলোমিটার দক্ষিণেই রয়েছে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের হাতে-গড়া স্কুল ‘শহীদ স্মৃতি বিদ্যাপীঠ’। আর সাঁকোটি নির্মাণের ফলে পায়ে হেঁটে কিংবা সাইকেলে চেপে চলাচলকারী শহীদ স্মৃতি বিদ্যাপীঠসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও সুবিধা পাচ্ছে।
স্থানীয় বাসিন্দা বাদল মিয়া জানান, ‘সাঁকোটি হওয়ার কারণে এলাকার মানুষের অনেক সুবিধা হয়েছে।’
এ ব্যাপারে স্থানীয় রোয়াইলবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. লুৎফুর রহমান আকন্দ জানান, ‘রোয়াইলবাড়ি-বঙ্গবাজার সড়কের গুরুত্বপূর্ণ তাঁতিপাড়া সেতুটি নির্মাণ করা এখন জরুরি হয়ে পড়েছে। তাই এলাকাবাসীর চলাচলের সুবিধার জন্য ব্যক্তিগত উদ্যোগে বাঁশের সাঁকোটি নির্মাণ করে দিয়েছি। এতে তাদের দুর্ভোগ কিছুটা হলেও কমবে।’
এদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্র জানায়, ‘রোয়াইলবাড়ি-বঙ্গবাজার সড়কের তাঁতিপাড়া এলাকায় একটি নতুন সেতু নির্মাণের প্রয়োজনীয়তার বিষয়ে ইতিমধ্যে স্থানীয় সংসদ সদস্য অসীম কুমার উকিল চাহিদাপত্র দিয়েছেন। চলতি বছরে না হলেও আগামী অর্থবছরে সেতুটি নির্মাণ করা সম্ভব হবে বলে আশাবাদী।’
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের রোয়াইলবাড়ি-বঙ্গবাজার সড়কের তাঁতিপাড়া এলাকায় খালের ওপর সেতুর জায়গায় অবশেষে একটি বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ সাঁকোটি নির্মিত হয়। এতে সড়কটি দিয়ে চলাচলকারী পথচারী ও স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ কিছুটা হলেও কমে আসবে বলে মনে করছেন তাঁরা। এ কারণেই বাঁশের সাঁকোতেই স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মনে।
খোঁজ নিয়ে জানা গেছে, তাঁতিপাড়া এলাকায় খালের ওপর দুই পাশের রেলিংবিহীন ঝুঁকিপূর্ণ পুরোনো সেতুটি ধসে পড়ার আশঙ্কায় প্রায় দুই বছর আগে ভেঙে ফেলা হয়। কিন্তু মাঝখানের এই দীর্ঘ সময়ে ওই স্থানে নতুন কোনো সেতু নির্মাণ করা হয়নি। তবে একটি কালভার্ট বসানো হলেও একপর্যায়ে সেটিও ভেঙে পড়ে। আর এতে চরম দুর্ভোগে পড়েন পথচারী, শিক্ষার্থী ও এলাকাবাসী।
এ অবস্থায় স্থানীয় রোয়াইলবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. লুৎফুর রহমান আকন্দের উদ্যোগে সম্প্রতি ওই জায়গায় একটি বাঁশের সাঁকো নির্মাণ করা হয়। এতে রোয়াইলবাড়ি থেকে বঙ্গবাজার হয়ে পাশের রায়বাজার আঠারো বাড়িসহ বিভিন্ন এলাকায় চলাচলের ক্ষেত্রে পথচারীদের কিছুটা সুবিধা হয়েছে। তা ছাড়া বঙ্গবাজার থেকে প্রায় দুই কিলোমিটার দক্ষিণেই রয়েছে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের হাতে-গড়া স্কুল ‘শহীদ স্মৃতি বিদ্যাপীঠ’। আর সাঁকোটি নির্মাণের ফলে পায়ে হেঁটে কিংবা সাইকেলে চেপে চলাচলকারী শহীদ স্মৃতি বিদ্যাপীঠসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও সুবিধা পাচ্ছে।
স্থানীয় বাসিন্দা বাদল মিয়া জানান, ‘সাঁকোটি হওয়ার কারণে এলাকার মানুষের অনেক সুবিধা হয়েছে।’
এ ব্যাপারে স্থানীয় রোয়াইলবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. লুৎফুর রহমান আকন্দ জানান, ‘রোয়াইলবাড়ি-বঙ্গবাজার সড়কের গুরুত্বপূর্ণ তাঁতিপাড়া সেতুটি নির্মাণ করা এখন জরুরি হয়ে পড়েছে। তাই এলাকাবাসীর চলাচলের সুবিধার জন্য ব্যক্তিগত উদ্যোগে বাঁশের সাঁকোটি নির্মাণ করে দিয়েছি। এতে তাদের দুর্ভোগ কিছুটা হলেও কমবে।’
এদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্র জানায়, ‘রোয়াইলবাড়ি-বঙ্গবাজার সড়কের তাঁতিপাড়া এলাকায় একটি নতুন সেতু নির্মাণের প্রয়োজনীয়তার বিষয়ে ইতিমধ্যে স্থানীয় সংসদ সদস্য অসীম কুমার উকিল চাহিদাপত্র দিয়েছেন। চলতি বছরে না হলেও আগামী অর্থবছরে সেতুটি নির্মাণ করা সম্ভব হবে বলে আশাবাদী।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪