Ajker Patrika

কারাগার ছাড়ার আগ্রহে ভাটা সন্ত্রাসী নাছিরের

সোহেল মারমা, চট্টগ্রাম
কারাগার ছাড়ার আগ্রহে ভাটা সন্ত্রাসী নাছিরের

ডাবল, ট্রিপল খুনসহ ৩৬টি মামলার আসামি চট্টগ্রামে আলোচিত শিবির ক্যাডার নাছির উদ্দিনের কারাগারে বাইরে আসার আগ্রহ কমে গেছে। ৩১ মামলায় খালাস পেলেও বাকি ৫ মামলায় বারবার জামিন নামঞ্জুর হওয়ায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে তাঁর আইনজীবী জানিয়েছেন।

গত শনিবার কথা হয় নাছির উদ্দিনের আইনজীবী মনজুর মোরশেদ আনসারীর সঙ্গে। মনজুর মোরশেদ আনসারী আজকের পত্রিকাকে বলেন, ‘সম্প্রতি নাছির উদ্দিনের দুটি মামলায় জামিন আবেদন নামঞ্জুর হয়। এরপর নতুন করে আর কোনো আবেদন করা হয়নি। পরিস্থিতির কারণে পরিবারের পক্ষ থেকেও উনাকে বাইরে নিয়ে আসার আগ্রহ দেখাচ্ছেন না। তাই নতুন করে কোনো জামিন আবেদন করা হচ্ছে না।’

যদিও গত জুনের শেষ দিকে নাছিরের আইনজীবী মনজুর মোরশেদ আনসারী আসামি নাছিরের জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে বলেছিলেন, ‘উনার বয়স অনেক হয়েছে। কারাগারে অসুস্থ অনুভব করছেন। এক কানে ভালো করে শুনছেন না। মামলাগুলো দুই যুগের বেশি সময় ধরে চলছে। কোনো সাক্ষীও আসছে না। মানবিক দিক বিবেচনায় নাছিরের জামিন আবেদন করা হয়েছিল। এত দিন ক্রসফায়ারের ভয়ে কারাগার থেকে বেরিয়ে আসার আগ্রহ দেখায়নি নাছির ও তাঁর পরিবারের লোকজন। কিন্তু দেশে এখন ক্রসফায়ার নেই। আর উনিও এখন স্বেচ্ছায় বাইরে বেরিয়ে আসার আগ্রহ দেখিয়েছেন। তিনি আর কারাগারে আর থাকতে চান না। একটু আলো-বাতাস নিতে চাইছেন।’ 
জানা গেছে, দুই যুগ ধরে কারাগারে থাকা নাছিরের বিরুদ্ধে বিভিন্ন সময় দায়ের হওয়া ৩৬ মামলার মধ্যে ৩১ টিতে তিনি খালাস পেয়েছেন। দুইটি মামলার সাজার মেয়াদ কারাগারে থাকাকালীন ভোগ করেছেন। বর্তমানে তাঁর বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। ১৯৯৮ সালে ৬ এপ্রিল নাছির পুলিশের হাতে গ্রেপ্তার হন। সেই থেকে তাঁকে চট্টগ্রামসহ বিভিন্ন কারাগারে রাখা হয়।

গত ৩০ জুন ও ২৩ জুন পৃথক দুটি মামলায় নাছির উদ্দিনকে নির্দোষ দাবি করে আদালতে জামিন চেয়েছিলেন তাঁর আইনজীবী। এ সময় আদালত দুটি মামলায় তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন।

আনসারী জানান, এই তিন মামলায় আগে নাছির জামিনে ছিলেন। বছরের পর বছর মামলা চলতে থাকায় পরে জামিন বাতিল হয়ে যায়। সংশ্লিষ্ট সূত্র বলেছেন, জামিন পেয়েও তখন অদৃশ্য কারণে তখন কারাগার থেকে বের হননি নাছির।

আদালত সূত্র বলছে, নাছিরের বিরুদ্ধে অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরি, হাটহাজারী ট্রিপল মার্ডার, চট্টগ্রাম পলিটেকনিকে জমির উদ্দিন হত্যা মামলাসহ বেশির ভাগ মামলায় তাঁর বিরুদ্ধে অপরাধ প্রমাণ হয়নি। বর্তমানে বিচারাধীন রয়েছে ফটিকছড়ি ও ভুজপুর থানার তিনটি হত্যা মামলা। এর একটি মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে ও বাকি দুটি যুগ্ম জেলা জজ আদালতে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে কারখানায় মিলল ৬ দিন আগে নিখোঁজ তরুণ-তরুণীর লাশ

বিকাশ ও নগদ ছাড়াই দেশে আন্তএমএফএস লেনদেন চালু

বাবার ব্যবসায়িক সমস্যায় জামায়াত প্রার্থীর সিদ্ধান্তে নাখোশ শিবির নেতার পদত্যাগ

২ শিশুকে হত্যা করে বালুচাপা: বিএনপির নেতা কারাগারে

ভিন দেশে সরকার উৎখাতের মার্কিন নীতির দিন শেষ: তুলসী গ্যাবার্ড

এলাকার খবর
Loading...