Ajker Patrika

আমন চাষে লক্ষ্যমাত্রা ছাড়াল

বাবুগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২০ অক্টোবর ২০২১, ১০: ১১
আমন চাষে লক্ষ্যমাত্রা ছাড়াল

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে ৪৫ হেক্টর বেশি জমিতে আমনের আবাদ হয়েছে। উপজেলা কৃষি অফিস থেকে জানা গেছে, চলতি বছরে উপজেলার ৬টি ইউনিয়নে ৯৫৫৫ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে ৯৬০০ হেক্টর জমিতে। সে হিসেবে এ বছর বাবুগঞ্জ উপজেলায় ২৪ হাজার ৭০০ মেট্রিক টনের বেশি আমন ধান উৎপাদনের সম্ভাবনা।

এ বছর আষাঢ়ের শুরু থেকেই বিরামহীন বৃষ্টি ও সন্ধ্যা, সুগন্ধা ও আড়িয়াল খাঁ নদীতে জোয়ারে পানি বৃদ্ধি পাওয়ায় রোপা আমন চাষে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানান কৃষকেরা।

বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া এলাকার কৃষক মতিয়ার রহমান শেখ বলেন, ‘দেড় বিঘা জমিতে আমন ধান রোপণ করেছি। আবহাওয়া ভালো থাকলে এবার ৪০ মন ধান পাব আশা করি।’

চাঁদপাশা ইউনিয়নের কৃষক বাবুল হাওলাদার বলেন, ‘২০ শতক জমিতে আমন ধান চাষ করেছি। সার, বীজ, কীটনাশক, খেত প্রস্তুতসহ সব মিলিয়ে ২০ শতক জমিতে প্রায় ৪ হাজার টাকা খরচ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে আশা করছি ৯-১০ মণ ধান সংগ্রহ করতে পারব।

বাবুগঞ্জ উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. তারিকুল ইসলাম বলেন, এ বছর ৯ হাজার ৫৫৫ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। তবে আবাদ হয়েছে ৯ হাজার ৬ শ হেক্টর জমিতে।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ মো. আরিফুল ইসলাম বলেন, উপজেলা কৃষি অফিস থেকে সার্বক্ষণিক কৃষকদের সার, কীটনাশক প্রয়োগে সচেতন করছি। তা ছাড়াও আলোক ফাঁদ তৈরি করে পোকামাকড় দমনে কৃষকদের উদ্বুদ্ধ করছি।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসির উদ্দিন বলেন, ‘এখন পর্যন্ত আমনের জন্য আবহাওয়া অনুকূলে রয়েছে। আমাদের উপ-সহকারীরা কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত