Ajker Patrika

ধুতি মিছিলের হুমকি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ০০
ধুতি মিছিলের হুমকি

শাঁখা-সিঁদুর ও ধুতি নিয়ে চরমোনাই পীরের সমর্থকদের অবমাননাকর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জাতীয় হিন্দু মহাজোট। অবিলম্বে বক্তব্য প্রত্যাহার না করলে আগামী ৪ মার্চ দেশের ৬৪ জেলায় ধুতি মিছিল করার ঘোষণা দিয়েছে তারা।

গতকাল জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে হিন্দু জোটের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জোটের নির্বাহী মহাসচিব পলাশ কান্তি দে। তিনি বলেন, ১৮ ফেব্রুয়ারি পল্টনে এক সমাবেশে চরমোনাই পীরের সমর্থকেরা শাখা-সিঁদুর ও ধুতি পরা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন। এই গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। তাঁদের শাস্তির আওতায় আনতে হবে।

এ ছাড়া যশোরের আদ-দ্বীন সাকিনা মেডিকেল কলেজে অমুসলিম শিক্ষার্থীদের হিজাব বাধ্যতামূলক করার সিদ্ধান্তেরও প্রতিবাদ জানিয়ে বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন পলাশ কান্তি। একই সঙ্গে ইয়ুথ ডেলিগেশনের নামে পাকিস্তান হাইকমিশনের অপতৎপরতা বন্ধেরও দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জোটের নির্বাহী সভাপতি সুধাংশু চন্দ্র বিশ্বাস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

সখীপুরে সন্তানদের সামনেই ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত