Ajker Patrika

দাঁড়ানো ট্রাক ও অটোয় বাসের ধাক্কা, নিহত ২

ত্রিশাল প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৫: ০৫
Thumbnail image

ত্রিশালের জিরো পয়েন্টে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৫ জন। গতকাল সোমবার ইমাম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশায় ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

ত্রিশাল ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল নওধার জিরো পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে। এতে দাঁড়ানো ট্রাকে কাজ করা মেকানিক হেমেন্দ্র সূত্রধর (৫৮) ও বাসচালক জুয়েল মিয়া (২৩) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ত্রিশালের পাগলার বাজার এলাকার মনিন্দ্রের ছেলে হেমেন্দ্র। আর হালুয়াঘাটের গাঙ্গীনারপাড়ের বাসিন্দা জুয়েল।

প্রত্যক্ষদর্শী আতিকুল ইসলাম বলেন, হঠাৎ বিকট শব্দে চোখ পড়ে ওদিকে। একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিকে ধাক্কা দিয়ে পরে দাঁড়িয়ে থাকা ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশায় ধাক্কা দেয়। এতে ট্রাকটি উল্টে যায়। অটোরিকশা ও ট্রাকে যাত্রী না থাকায় হতাহত কম হয়েছে। বেপরোয়া গতিই দুর্ঘটনার কারণ বলে মনে করেন তিনি।

যাত্রী আকলিমা খাতুন বলেন, ‘আমরা বগার বাজার থেকে ময়মনসিংহ যাওয়ার জন্য বাসে উঠেছিলাম। চালক বেশ কয়েকটি গাড়িকে পেছনে ফেলে এসেছে। বাসের যাত্রীরা কম গতিতে গাড়ি চালানোর অনুরোধ করলেও চালাক শোনেনি। এই জায়গায় মোড় থাকলেও চালক গতি কমায়নি।’

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রিয়াজ উদ্দিন বলেন, বিকেল ৫টার দিকে জিরো পয়েন্টে বাসটি একটি ট্রাক ও অটোরিকশায় ধাক্কা দেয়। এতে হতাহতের এই ঘটনা ঘটে।

ত্রিশাল থানার ওসি মো. মাইন উদ্দিন বলেন, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। আহত আরও ১১যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে গুরুতর আহত চারজনকে মমেক হাসপাতালে পাঠানো হয়েছে। রাস্তায় যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত