Ajker Patrika

দিনাজপুরে বাড়ছে করোনা সংক্রমণ নতুন শনাক্ত ৬৪

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১৬: ০২
দিনাজপুরে বাড়ছে করোনা সংক্রমণ নতুন শনাক্ত ৬৪

দিনাজপুরে বেড়ে চলছে করোনার সংক্রমণ। বছরের প্রথম দিনে সক্রিয় রোগীর সংখ্যা ছিল ২৫ জন। এরপর থেকে ক্রমান্বয়ে বাড়তেই থাকে এর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় ৬৪ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪০ জনে। এর মধ্যে সদর উপজেলাতেই ১৮৮ জন। এ ছাড়া বিরল ও পার্বতীপুরে শনাক্ত হয় ৬ জনের। বিরামপুরে ২ জন, একজন করে নবাবগঞ্জ, বীরগঞ্জ, বোচাগঞ্জ ও চিরিরবন্দরে। আর শনাক্তের হার ৪২ দশমিক ১০ ভাগ।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, জেলায় ২৪ ঘণ্টায় ১৩৪টি নমুনা সংগ্রহ করা হয়। আর পরীক্ষা করা হয় ১৫২টি। এর আগে, গত বৃহস্পতিবার শনাক্ত হয় ৩৭ জনের। শনাক্তের হার ছিল ২১ দশমিক ৬৩ ভাগ।

এ দিকে, আক্রান্ত ২৪০ জন রোগীর মধ্যে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা নিয়ে ভর্তি আছেন ৭ জন, আর উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১৬ জন।

উল্লেখ্য, গত ২০২০ সালের মার্চে করোনার প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকে দিনাজপুরে মোট শনাক্ত ছিল ১৫ হাজার ১৫৬ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৯১ জনের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত