ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে টানা দুই দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কষ্টে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে ফসলের। গত বৃহস্পতিবার এবং শুক্রবার ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলায় বৃষ্টি হয়। পাশাপাশি হিমেল হাওয়ায় বেড়েছে শীত।
জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত শিল্পনগরী ভালুকায় মুষলধারে বৃষ্টি হয়। বৃষ্টির সঙ্গে সঙ্গে শুরু হয় হিমেল হাওয়া। অপরদিকে বিভাগীয় শহর ময়মনসিংহে শুক্রবার সকাল থেকে বৃষ্টি ও হিমেল হাওয়া শুরু হাওয়ায় বিপাকে পড়েন নিম্ন আয়ের মানুষ। এতে কিছু জমির ফসলের ক্ষতি হওয়ার শঙ্কা করেছেন কৃষি কর্মকর্তারা।
ময়মনসিংহ শহরের গাঙ্গিনারপাড় মোড়ের পত্রিকার হকার হেলাল উদ্দিন হেলাল বলেন, দুপর একটা পর্যন্ত ২০০ টাকার পত্রিকা বিক্রি করেছি। বৃষ্টি ও বাতাসের জন্য মানুষ বাইরে বের হচ্ছে কম। বৃষ্টি না হলে ১ হাজার টাকার মতো বিক্রি হতো।
ফুল বিক্রেতা সেলিম মিয়া বলেন, প্রতি শুক্রবার ৮ থেকে ১০টা বিয়ের গাড়ি ফুল দিয়ে সাজানো হয়। পাঁচটি গাড়ি সাজানোর চুক্তি ছিল। সকাল থেকে বৃষ্টি হওয়ায় একটি গাড়ি সাজাতে পেরেছি। বাকি চারটি আসবে না বলে জানিয়ে দিয়েছে। বৃষ্টি ও হিমেল হাওয়ার জন্য এই সপ্তাহে অনেক লোকসানে পড়তে হবে।
ভালুকা উপজেলার বাসস্ট্যান্ড এলাকার হোটেল ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, হরেক রকম খাবার রান্না করলেও বৃষ্টির জন্য লোকজন না আসায় বিক্রি তেমন হয়নি। বৃষ্টি ও ঠান্ডা বাতাসের কারণে বাইরে লোকজন নেই বললেই চলে। এমন অবস্থা হলে আমরা সাধারণ ব্যবসায়ীরা চরম কষ্টে পড়ে যাব।
ময়মনসিংহ শহরের অটোরিকশাচালক আসাদ মিয়া বলেন, ৬০০ টাকা জমা দিয়ে অটো নিয়ে বের হয়েছি। দুপুর পর্যন্ত ২০০ টাকা আয় করতে পেরেছি। রাস্তাঘাট একদম ফাঁকা, মানুষ না থাকায় ভাড়া হচ্ছে না। জমার টাকাও উঠবে না।
সদর উপজেলার বোররচরের কৃষক আসলাম উদ্দিন বলেন, রাত থেকে বৃষ্টি হওয়ায় আলু এবং টমেটো চারার ক্ষতি হবে। যেভাবে বৃষ্টি হচ্ছে, অনেক কৃষকেরই ক্ষতিগ্রস্ত হবে। ঋণ করে সবজি লাগিয়েছি, কি যেন হয় বুঝতে পারছি না।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মতিউজ্জামান বলেন, দুই দিনের বৃষ্টিতে মানুষের ভোগান্তির পাশাপাশি সবজি ক্ষতিগ্রস্ত হবে। ময়মনসিংহে প্রচুর পরিমাণে সবজি হয়, যা সারা দেশে যায়। টমেটো এবং আলুর বেশি ক্ষতি হবে।
এই কর্মকর্তা বলেন, বৃষ্টি শেষ হলে কি পরিমাণ সবজির ক্ষতি হয়েছে, জানতে পারব। তবে যেসব টমেটো খেতের নালা ঠিক আছে, সেসব খেতে ক্ষয়ক্ষতি কম হবে। কৃষক বেশি ক্ষতিগ্রস্ত হলে তাঁদের সহযোগিতা করা হবে।
ময়মনসিংহে টানা দুই দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কষ্টে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে ফসলের। গত বৃহস্পতিবার এবং শুক্রবার ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলায় বৃষ্টি হয়। পাশাপাশি হিমেল হাওয়ায় বেড়েছে শীত।
জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত শিল্পনগরী ভালুকায় মুষলধারে বৃষ্টি হয়। বৃষ্টির সঙ্গে সঙ্গে শুরু হয় হিমেল হাওয়া। অপরদিকে বিভাগীয় শহর ময়মনসিংহে শুক্রবার সকাল থেকে বৃষ্টি ও হিমেল হাওয়া শুরু হাওয়ায় বিপাকে পড়েন নিম্ন আয়ের মানুষ। এতে কিছু জমির ফসলের ক্ষতি হওয়ার শঙ্কা করেছেন কৃষি কর্মকর্তারা।
ময়মনসিংহ শহরের গাঙ্গিনারপাড় মোড়ের পত্রিকার হকার হেলাল উদ্দিন হেলাল বলেন, দুপর একটা পর্যন্ত ২০০ টাকার পত্রিকা বিক্রি করেছি। বৃষ্টি ও বাতাসের জন্য মানুষ বাইরে বের হচ্ছে কম। বৃষ্টি না হলে ১ হাজার টাকার মতো বিক্রি হতো।
ফুল বিক্রেতা সেলিম মিয়া বলেন, প্রতি শুক্রবার ৮ থেকে ১০টা বিয়ের গাড়ি ফুল দিয়ে সাজানো হয়। পাঁচটি গাড়ি সাজানোর চুক্তি ছিল। সকাল থেকে বৃষ্টি হওয়ায় একটি গাড়ি সাজাতে পেরেছি। বাকি চারটি আসবে না বলে জানিয়ে দিয়েছে। বৃষ্টি ও হিমেল হাওয়ার জন্য এই সপ্তাহে অনেক লোকসানে পড়তে হবে।
ভালুকা উপজেলার বাসস্ট্যান্ড এলাকার হোটেল ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, হরেক রকম খাবার রান্না করলেও বৃষ্টির জন্য লোকজন না আসায় বিক্রি তেমন হয়নি। বৃষ্টি ও ঠান্ডা বাতাসের কারণে বাইরে লোকজন নেই বললেই চলে। এমন অবস্থা হলে আমরা সাধারণ ব্যবসায়ীরা চরম কষ্টে পড়ে যাব।
ময়মনসিংহ শহরের অটোরিকশাচালক আসাদ মিয়া বলেন, ৬০০ টাকা জমা দিয়ে অটো নিয়ে বের হয়েছি। দুপুর পর্যন্ত ২০০ টাকা আয় করতে পেরেছি। রাস্তাঘাট একদম ফাঁকা, মানুষ না থাকায় ভাড়া হচ্ছে না। জমার টাকাও উঠবে না।
সদর উপজেলার বোররচরের কৃষক আসলাম উদ্দিন বলেন, রাত থেকে বৃষ্টি হওয়ায় আলু এবং টমেটো চারার ক্ষতি হবে। যেভাবে বৃষ্টি হচ্ছে, অনেক কৃষকেরই ক্ষতিগ্রস্ত হবে। ঋণ করে সবজি লাগিয়েছি, কি যেন হয় বুঝতে পারছি না।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মতিউজ্জামান বলেন, দুই দিনের বৃষ্টিতে মানুষের ভোগান্তির পাশাপাশি সবজি ক্ষতিগ্রস্ত হবে। ময়মনসিংহে প্রচুর পরিমাণে সবজি হয়, যা সারা দেশে যায়। টমেটো এবং আলুর বেশি ক্ষতি হবে।
এই কর্মকর্তা বলেন, বৃষ্টি শেষ হলে কি পরিমাণ সবজির ক্ষতি হয়েছে, জানতে পারব। তবে যেসব টমেটো খেতের নালা ঠিক আছে, সেসব খেতে ক্ষয়ক্ষতি কম হবে। কৃষক বেশি ক্ষতিগ্রস্ত হলে তাঁদের সহযোগিতা করা হবে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫