Ajker Patrika

বৃষ্টি ও শীতে কষ্টে মানুষ

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১১: ৪৮
Thumbnail image

ময়মনসিংহে টানা দুই দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কষ্টে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে ফসলের। গত বৃহস্পতিবার এবং শুক্রবার ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলায় বৃষ্টি হয়। পাশাপাশি হিমেল হাওয়ায় বেড়েছে শীত।

জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত শিল্পনগরী ভালুকায় মুষলধারে বৃষ্টি হয়। বৃষ্টির সঙ্গে সঙ্গে শুরু হয় হিমেল হাওয়া। অপরদিকে বিভাগীয় শহর ময়মনসিংহে শুক্রবার সকাল থেকে বৃষ্টি ও হিমেল হাওয়া শুরু হাওয়ায় বিপাকে পড়েন নিম্ন আয়ের মানুষ। এতে কিছু জমির ফসলের ক্ষতি হওয়ার শঙ্কা করেছেন কৃষি কর্মকর্তারা।

ময়মনসিংহ শহরের গাঙ্গিনারপাড় মোড়ের পত্রিকার হকার হেলাল উদ্দিন হেলাল বলেন, দুপর একটা পর্যন্ত ২০০ টাকার পত্রিকা বিক্রি করেছি। বৃষ্টি ও বাতাসের জন্য মানুষ বাইরে বের হচ্ছে কম। বৃষ্টি না হলে ১ হাজার টাকার মতো বিক্রি হতো।

ফুল বিক্রেতা সেলিম মিয়া বলেন, প্রতি শুক্রবার ৮ থেকে ১০টা বিয়ের গাড়ি ফুল দিয়ে সাজানো হয়। পাঁচটি গাড়ি সাজানোর চুক্তি ছিল। সকাল থেকে বৃষ্টি হওয়ায় একটি গাড়ি সাজাতে পেরেছি। বাকি চারটি আসবে না বলে জানিয়ে দিয়েছে। বৃষ্টি ও হিমেল হাওয়ার জন্য এই সপ্তাহে অনেক লোকসানে পড়তে হবে।

ভালুকা উপজেলার বাসস্ট্যান্ড এলাকার হোটেল ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, হরেক রকম খাবার রান্না করলেও বৃষ্টির জন্য লোকজন না আসায় বিক্রি তেমন হয়নি। বৃষ্টি ও ঠান্ডা বাতাসের কারণে বাইরে লোকজন নেই বললেই চলে। এমন অবস্থা হলে আমরা সাধারণ ব্যবসায়ীরা চরম কষ্টে পড়ে যাব।

ময়মনসিংহ শহরের অটোরিকশাচালক আসাদ মিয়া বলেন, ৬০০ টাকা জমা দিয়ে অটো নিয়ে বের হয়েছি। দুপুর পর্যন্ত ২০০ টাকা আয় করতে পেরেছি। রাস্তাঘাট একদম ফাঁকা, মানুষ না থাকায় ভাড়া হচ্ছে না। জমার টাকাও উঠবে না।

সদর উপজেলার বোররচরের কৃষক আসলাম উদ্দিন বলেন, রাত থেকে বৃষ্টি হওয়ায় আলু এবং টমেটো চারার ক্ষতি হবে। যেভাবে বৃষ্টি হচ্ছে, অনেক কৃষকেরই ক্ষতিগ্রস্ত হবে। ঋণ করে সবজি লাগিয়েছি, কি যেন হয় বুঝতে পারছি না।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মতিউজ্জামান বলেন, দুই দিনের বৃষ্টিতে মানুষের ভোগান্তির পাশাপাশি সবজি ক্ষতিগ্রস্ত হবে। ময়মনসিংহে প্রচুর পরিমাণে সবজি হয়, যা সারা দেশে যায়। টমেটো এবং আলুর বেশি ক্ষতি হবে।

এই কর্মকর্তা বলেন, বৃষ্টি শেষ হলে কি পরিমাণ সবজির ক্ষতি হয়েছে, জানতে পারব। তবে যেসব টমেটো খেতের নালা ঠিক আছে, সেসব খেতে ক্ষয়ক্ষতি কম হবে। কৃষক বেশি ক্ষতিগ্রস্ত হলে তাঁদের সহযোগিতা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত