Ajker Patrika

বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৭: ৪৭
বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

‘প্রতিটি ডায়াবেটিক রোগীরই আছে ডায়াবেটিস সেবা পাওয়ার অধিকার, ডায়াবেটিস সেবা নিতে আর দেরি নয়’—এ স্লোগানে নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। বেলুন ওড়ানো ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটির উদ্বোধন করা হয়।

গতকাল রোববার সকালে নোয়াখালী ডায়াবেটিক সমিতির আয়োজনে সিরাজুল ইসলাম ডায়াবেটিক ও জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ খোরশেদ আলম খান।

দিবসটি পালন উপলক্ষে হাসপাতাল প্রাঙ্গণে র‍্যালি, আলোচনা সভা, দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান, বিনা মূল্যে গ্লুকুজ পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিক রোগীদের মধ্যে বিনা মূলে ওষুধ বিতরণসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

নোয়াখালী ডায়াবেটিক সমিতির সহসভাপতি অধ্যক্ষ কাজী মুহম্মদ রফিক উল্যাহর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও সমিতির সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম খান।

বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ও সমিতির সহসভাপতি ডা. মাসুম ইফতেখার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) দীপক জ্যোতি খিসাসহ অনেকে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা ডায়াবেটিক সমিতির সেক্রেটারি এ বি এম জাকারিয়া।

বক্তারা বলেন, নিয়মিত হাঁটা ও শারীরিক পরিশ্রমে ডায়াবেটিস মুক্ত থাকা যায়। সারা দিন কোনো কাজ না করে সকাল বেলা ২০ মিনিট হাঁটলে ডায়াবেটিস থেকে মুক্ত থাকা যাবে না। নিয়ম মেনে চললে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সম্ভব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত