বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রথম কোনো নারী চেয়ারম্যান প্রার্থী হয়েছেন রোয়াংছড়ি উপজেলার আলেক্ষ্যং ইউপিতে। নির্বাচনে দাঁড়িয়ে যেমন আলোচনার কেন্দ্রবিন্দুতে, তেমনি ভোটারসহ সাধারণ মানুষ থেকেও ব্যাপক সাড়া পাচ্ছেন এই স্কুলশিক্ষক।
আগামীকাল রোববার রোয়াংছড়ি উপজেলার ৪ ইউপিতে ভোট হবে। এগুলোর মধ্যে আলেক্ষ্যং ইউপিতে আনারস প্রতীকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হয়েছেন তিনি। ইউপির অপর প্রার্থী আওয়ামী লীগ মনোনীত দুবারের চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা। উপজেলা নির্বাচন কর্মকর্তা পরান্টু চাকমা এই তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পুহ্লাঅং মারমার মেয়ে মাশৈখিং মারমা। রাজনৈতিক পরিবারের সদস্য হওয়ায় এ বিষয়ে তাঁর অভিজ্ঞতা রয়েছে। এবার বাবার পরিচয়ের বাইরে নিজের ইমেজ গড়ে তুলতে নির্বাচনে নেমেছেন তিনি। এতে করে আওয়ামী লীগ নেতার মেয়ের নির্বাচনে অংশ নেওয়া দ্বন্দ্ব ও চিন্তায় পড়েছেন দলীয় নেতা-কর্মীরা।
রোয়াংছড়ি উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা সদর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে অবস্থিত আলেক্ষ্যং ইউনিয়ন। এর আয়তন ১১৩ দশমিক ৯৬ বর্গকিলোমিটার।
সরেজমিন দেখা গেছে, প্রত্যন্ত জনপদে চেয়ারম্যান প্রার্থী হয়েও সাড়া ফেলেছেন মাশৈখিং মারমা। নির্বাচনী প্রচারে যেখানেই যাচ্ছেন, সেখানেই ভোটার ও পাড়াবাসীর ঢল নামছে। লোকজন ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন তাঁকে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মাশৈখিং মারমা আলেক্ষ্যং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডেও আমতলীপাড়ার বাসিন্দা। বর্তমানে স্নাতক শ্রেণিতে তিনি পড়ালেখা করছেন। ২০১২ সালে এসএসসি ও ২০১৭ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। বর্তমানে এলাকারই একটি বেসরকারি বিদ্যালয়ে শিক্ষকতা করছেন তিনি। এ ছাড়া এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত আছেন।
আলেক্ষ্যং ইউপির ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অং নু মারমা বলেন, ‘আমাদের ইউনিয়নে সব জায়গায় ভোটের আলোচনা জমজমাট। তবে নারী প্রার্থী মাশৈখিং মারমার অবস্থান ভালো। যেখানেই তিনি যাচ্ছেন, ব্যাপক সাড়া পাচ্ছেন। স্থানীয়রা ফুলের মালা বানিয়ে তাঁর গলায় পরিয়ে দিচ্ছেন, আশীর্বাদ করছেন।’
এলাকার আরেক বাসিন্দা দীপা তঞ্চঙ্গ্যা বলেন, ‘নির্বাচনে এলাকা যেন উৎসবে পরিণত হয়েছে। ভোটাররাও আমেজে রয়েছেন। এ ইউনিয়নে পুরুষ চেয়ারম্যান প্রার্থীর সঙ্গে এক নারীও প্রতিদ্বন্দ্বিতা করছেন। আশা করি এবার নির্বাচন জমজমাট হবে।’
মাশৈখিং মারমা বলেন, ‘জনসেবা ও এলাকার উন্নয়ন করার লক্ষ্য নিয়ে ভোটে দাঁড়িয়েছি। এখন যেভাবে সাড়া পাচ্ছি, সুষ্ঠু ও অবাধ ভোট হলে আমিই জয়ী হব। মানুষের ভালোবাসার ঋণ শোধ হওয়ার নয়, তবে জয়ী হলে এই ঋণ থেকেই মানুষের কল্যাণে কাজ করে যাব।’
নির্বাচনে প্রতিশ্রুতি হিসেবে মাশৈখিং বলেন, নির্বাচিত হলে নারী-পুরুষদের অধিকার নিশ্চিত করবেন, পিছিয়ে থাকা নারীদের উন্নয়নকে গুরুত্ব দেবেন তিনি। ইউনিয়নের আর্থসামাজিক উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগসহ মানুষের প্রয়োজনীয় চাহিদাগুলো বাস্তবায়নে জনগণকে নিয়ে কাজ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
বান্দরবানে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রথম কোনো নারী চেয়ারম্যান প্রার্থী হয়েছেন রোয়াংছড়ি উপজেলার আলেক্ষ্যং ইউপিতে। নির্বাচনে দাঁড়িয়ে যেমন আলোচনার কেন্দ্রবিন্দুতে, তেমনি ভোটারসহ সাধারণ মানুষ থেকেও ব্যাপক সাড়া পাচ্ছেন এই স্কুলশিক্ষক।
আগামীকাল রোববার রোয়াংছড়ি উপজেলার ৪ ইউপিতে ভোট হবে। এগুলোর মধ্যে আলেক্ষ্যং ইউপিতে আনারস প্রতীকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হয়েছেন তিনি। ইউপির অপর প্রার্থী আওয়ামী লীগ মনোনীত দুবারের চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা। উপজেলা নির্বাচন কর্মকর্তা পরান্টু চাকমা এই তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পুহ্লাঅং মারমার মেয়ে মাশৈখিং মারমা। রাজনৈতিক পরিবারের সদস্য হওয়ায় এ বিষয়ে তাঁর অভিজ্ঞতা রয়েছে। এবার বাবার পরিচয়ের বাইরে নিজের ইমেজ গড়ে তুলতে নির্বাচনে নেমেছেন তিনি। এতে করে আওয়ামী লীগ নেতার মেয়ের নির্বাচনে অংশ নেওয়া দ্বন্দ্ব ও চিন্তায় পড়েছেন দলীয় নেতা-কর্মীরা।
রোয়াংছড়ি উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা সদর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে অবস্থিত আলেক্ষ্যং ইউনিয়ন। এর আয়তন ১১৩ দশমিক ৯৬ বর্গকিলোমিটার।
সরেজমিন দেখা গেছে, প্রত্যন্ত জনপদে চেয়ারম্যান প্রার্থী হয়েও সাড়া ফেলেছেন মাশৈখিং মারমা। নির্বাচনী প্রচারে যেখানেই যাচ্ছেন, সেখানেই ভোটার ও পাড়াবাসীর ঢল নামছে। লোকজন ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন তাঁকে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মাশৈখিং মারমা আলেক্ষ্যং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডেও আমতলীপাড়ার বাসিন্দা। বর্তমানে স্নাতক শ্রেণিতে তিনি পড়ালেখা করছেন। ২০১২ সালে এসএসসি ও ২০১৭ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। বর্তমানে এলাকারই একটি বেসরকারি বিদ্যালয়ে শিক্ষকতা করছেন তিনি। এ ছাড়া এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত আছেন।
আলেক্ষ্যং ইউপির ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অং নু মারমা বলেন, ‘আমাদের ইউনিয়নে সব জায়গায় ভোটের আলোচনা জমজমাট। তবে নারী প্রার্থী মাশৈখিং মারমার অবস্থান ভালো। যেখানেই তিনি যাচ্ছেন, ব্যাপক সাড়া পাচ্ছেন। স্থানীয়রা ফুলের মালা বানিয়ে তাঁর গলায় পরিয়ে দিচ্ছেন, আশীর্বাদ করছেন।’
এলাকার আরেক বাসিন্দা দীপা তঞ্চঙ্গ্যা বলেন, ‘নির্বাচনে এলাকা যেন উৎসবে পরিণত হয়েছে। ভোটাররাও আমেজে রয়েছেন। এ ইউনিয়নে পুরুষ চেয়ারম্যান প্রার্থীর সঙ্গে এক নারীও প্রতিদ্বন্দ্বিতা করছেন। আশা করি এবার নির্বাচন জমজমাট হবে।’
মাশৈখিং মারমা বলেন, ‘জনসেবা ও এলাকার উন্নয়ন করার লক্ষ্য নিয়ে ভোটে দাঁড়িয়েছি। এখন যেভাবে সাড়া পাচ্ছি, সুষ্ঠু ও অবাধ ভোট হলে আমিই জয়ী হব। মানুষের ভালোবাসার ঋণ শোধ হওয়ার নয়, তবে জয়ী হলে এই ঋণ থেকেই মানুষের কল্যাণে কাজ করে যাব।’
নির্বাচনে প্রতিশ্রুতি হিসেবে মাশৈখিং বলেন, নির্বাচিত হলে নারী-পুরুষদের অধিকার নিশ্চিত করবেন, পিছিয়ে থাকা নারীদের উন্নয়নকে গুরুত্ব দেবেন তিনি। ইউনিয়নের আর্থসামাজিক উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগসহ মানুষের প্রয়োজনীয় চাহিদাগুলো বাস্তবায়নে জনগণকে নিয়ে কাজ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫