Ajker Patrika

‘প্রধানমন্ত্রীর সিদ্ধান্তেই গাজীপুর আওয়ামী লীগ চলবে’

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১২: ৩৩
‘প্রধানমন্ত্রীর সিদ্ধান্তেই গাজীপুর আওয়ামী লীগ চলবে’

প্রধানমন্ত্রী দলীয় ফোরামে সবার পরামর্শ নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে সিদ্ধান্ত নিয়েছেন, সে আলোকেই গাজীপুর আওয়ামী লীগ চলবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় কালিয়াকৈর উপজেলার সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ২০৩১ সালে বাংলাদেশে ক্রিকেট বিশ্বকাপ আয়োজন উপলক্ষে বেশ কিছু নতুন স্টেডিয়াম নির্মাণ ও বিদ্যমান স্টেডিয়ামগুলো আধুনিকায়ন করার পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী ইতিমধ্যেই ১৮৬ উপজেলায় মিনি স্টেডিয়াম প্রকল্প নির্মাণের অনুমোদন দিয়েছেন। এবং এ অর্থবছরে আরও ১৭১ উপজেলায় মিনি স্টেডিয়াম করার পরিকল্পনা রয়েছে।

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস-২০২০-এ অংশগ্রহণকারী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খেলোয়াড় ও কোচদের সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার ফরিদ হাসান, আনসার ও ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট মাহবুব উল ইসলাম, উপমহাপরিচালক (প্রশাসন) কর্নেল মোহাম্মদ রফিকুল ইসলাম, উপমহাপরিচালক (অপারেশন) মো. সামছুল আলমসহ সদর দপ্তর ও একাডেমির ঊর্ধ্বতন বিভিন্ন স্তরের কর্মকর্তা ও আনসার পরিবারের সদস্যরা।

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস-২০২০-এ ১৩৩টি সোনা, ৮০টি রৌপ্য এবং ৫৭টি তামা পদক অর্জন করে পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ক্রীড়া দল।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল পদক অর্জনকারী খেলোয়াড় ও কোচদের মধ্যে ফুল দিয়ে সংবর্ধনা জানান। মন্ত্রী পদকপ্রাপ্ত খেলোয়াড়দের প্রশংসা করে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। পরে আনসার ও ভিডিপি বাহিনীর অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত