Ajker Patrika

যে রাঁধে সে চুলও বাঁধে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ জুলাই ২০২২, ১১: ২২
Thumbnail image

ঈদ সমাগত। ঘরে ঘরে শুরু হয়ে গেছে নানা রকম প্রস্তুতি। হবেই-বা না কেন? ঈদটা যে কোরবানির। রান্নাবান্না, কাটাকুটিসহ কত কাজ এই ঈদে! দিনটা প্রায় কেটেই যাবে রান্নাঘরে হাতা-খুন্তি আর তেল-মসলা নেড়েচেড়ে। এত সব কাজের ভিড়ে নিজেকেও তো একটু মেলে ধরা চাই—একটু সাজগোজ না হলে ঈদটাই যে ঠিকঠাক জমবে না। তবে সাজগোজটাও করতে হবে একটু ভেবেচিন্তে, একটু গুছিয়ে। এই ধরা যাক চুলের সাজের কথা। চুল ছেড়ে রাখতে কার না ভালো লাগে; কিন্তু কাজের জায়গায় যত বিড়ম্বনা এই খোলা চুল নিয়ে। মুখে এসে পড়বে, চোখ ঢেকে দেবে। বারবার হাত দিয়ে চুল সরাতে হবে। চুল সরিয়ে আবার হাত ধুতে হবে কিংবা তেল-মসলা মাখা হাত ধুয়ে চুল সরাতে হবে। আপনি হয়তো ঝুঁকে কোনো কাজ করছেন, হুট করেই খুলে গেল আলগা করে বাঁধা আপনার হাতখোঁপাটি। পড়ল কোনো খাবারের ওপর, আবার ঝরা চুলও উড়ে গিয়ে পড়তে পারে খাবারে। সে খাবারটিই অতিথির পাতে। একবার ভাবুন, কী বাজে ব্যাপারটাই না হবে।

তো, এসব ঝামেলা এড়াতে ঈদের আগেই ঠিক করে ফেলুন ঈদের দিনে রান্নার সময় আপনার চুল বাঁধার পরিকল্পনা। কেমন করে চুল বাঁধলে আপনার সাজটাও হবে ঠিকঠিক আবার এত সব ঝামেলাও এড়ানো যাবে স্বস্তির সঙ্গে। পরামর্শ দিচ্ছেন রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন। তিনি বলেন, চুল বাঁধার ক্ষেত্রে বয়স, ব্যক্তিত্বের সঙ্গে গরমের আরাম বিষয়টিও মাথায় রাখতে হবে।

ছোট বা মাঝারি দৈর্ঘ্যের চুলের জন্য বা পাতলা চুলের জন্য খোঁপা, মেসিবান, পনিটেইল, সাইড পনিটেইল, ফ্রেঞ্চব্রেড–সবই চলতে পারে। সামনের দিকে চুল যাতে না ওড়ে, সে জন্য অল্প স্প্রে বা মুজ ব্যবহার করতে পারেন। চুল লম্বা এবং খুব ঘন হলে পনিটেইল–জাতীয় হেয়ার স্টাইল করতে পারেন। এ ক্ষেত্রে পনিটেইল বেঁধে নেওয়ার পর হাতে গোল করে পেঁচিয়ে রাবারব্যান্ড বা পছন্দসই ফুলের, পার্লের, পাথরের যেকোনো ক্লিপে আটকে নিন কিংবা গুঁজে দিতে পারেন একটা-দুটো তাজা যেকোনো ফুল। কানের পাশ থেকে একটা-দুটো চুলের গোছা আটকে থাকা অংশ থেকে টেনে বের করে রাখলে একটা স্টাইলিশ মেসি লুক আসবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত