নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঈদ সমাগত। ঘরে ঘরে শুরু হয়ে গেছে নানা রকম প্রস্তুতি। হবেই-বা না কেন? ঈদটা যে কোরবানির। রান্নাবান্না, কাটাকুটিসহ কত কাজ এই ঈদে! দিনটা প্রায় কেটেই যাবে রান্নাঘরে হাতা-খুন্তি আর তেল-মসলা নেড়েচেড়ে। এত সব কাজের ভিড়ে নিজেকেও তো একটু মেলে ধরা চাই—একটু সাজগোজ না হলে ঈদটাই যে ঠিকঠাক জমবে না। তবে সাজগোজটাও করতে হবে একটু ভেবেচিন্তে, একটু গুছিয়ে। এই ধরা যাক চুলের সাজের কথা। চুল ছেড়ে রাখতে কার না ভালো লাগে; কিন্তু কাজের জায়গায় যত বিড়ম্বনা এই খোলা চুল নিয়ে। মুখে এসে পড়বে, চোখ ঢেকে দেবে। বারবার হাত দিয়ে চুল সরাতে হবে। চুল সরিয়ে আবার হাত ধুতে হবে কিংবা তেল-মসলা মাখা হাত ধুয়ে চুল সরাতে হবে। আপনি হয়তো ঝুঁকে কোনো কাজ করছেন, হুট করেই খুলে গেল আলগা করে বাঁধা আপনার হাতখোঁপাটি। পড়ল কোনো খাবারের ওপর, আবার ঝরা চুলও উড়ে গিয়ে পড়তে পারে খাবারে। সে খাবারটিই অতিথির পাতে। একবার ভাবুন, কী বাজে ব্যাপারটাই না হবে।
তো, এসব ঝামেলা এড়াতে ঈদের আগেই ঠিক করে ফেলুন ঈদের দিনে রান্নার সময় আপনার চুল বাঁধার পরিকল্পনা। কেমন করে চুল বাঁধলে আপনার সাজটাও হবে ঠিকঠিক আবার এত সব ঝামেলাও এড়ানো যাবে স্বস্তির সঙ্গে। পরামর্শ দিচ্ছেন রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন। তিনি বলেন, চুল বাঁধার ক্ষেত্রে বয়স, ব্যক্তিত্বের সঙ্গে গরমের আরাম বিষয়টিও মাথায় রাখতে হবে।
ছোট বা মাঝারি দৈর্ঘ্যের চুলের জন্য বা পাতলা চুলের জন্য খোঁপা, মেসিবান, পনিটেইল, সাইড পনিটেইল, ফ্রেঞ্চব্রেড–সবই চলতে পারে। সামনের দিকে চুল যাতে না ওড়ে, সে জন্য অল্প স্প্রে বা মুজ ব্যবহার করতে পারেন। চুল লম্বা এবং খুব ঘন হলে পনিটেইল–জাতীয় হেয়ার স্টাইল করতে পারেন। এ ক্ষেত্রে পনিটেইল বেঁধে নেওয়ার পর হাতে গোল করে পেঁচিয়ে রাবারব্যান্ড বা পছন্দসই ফুলের, পার্লের, পাথরের যেকোনো ক্লিপে আটকে নিন কিংবা গুঁজে দিতে পারেন একটা-দুটো তাজা যেকোনো ফুল। কানের পাশ থেকে একটা-দুটো চুলের গোছা আটকে থাকা অংশ থেকে টেনে বের করে রাখলে একটা স্টাইলিশ মেসি লুক আসবে।
ঈদ সমাগত। ঘরে ঘরে শুরু হয়ে গেছে নানা রকম প্রস্তুতি। হবেই-বা না কেন? ঈদটা যে কোরবানির। রান্নাবান্না, কাটাকুটিসহ কত কাজ এই ঈদে! দিনটা প্রায় কেটেই যাবে রান্নাঘরে হাতা-খুন্তি আর তেল-মসলা নেড়েচেড়ে। এত সব কাজের ভিড়ে নিজেকেও তো একটু মেলে ধরা চাই—একটু সাজগোজ না হলে ঈদটাই যে ঠিকঠাক জমবে না। তবে সাজগোজটাও করতে হবে একটু ভেবেচিন্তে, একটু গুছিয়ে। এই ধরা যাক চুলের সাজের কথা। চুল ছেড়ে রাখতে কার না ভালো লাগে; কিন্তু কাজের জায়গায় যত বিড়ম্বনা এই খোলা চুল নিয়ে। মুখে এসে পড়বে, চোখ ঢেকে দেবে। বারবার হাত দিয়ে চুল সরাতে হবে। চুল সরিয়ে আবার হাত ধুতে হবে কিংবা তেল-মসলা মাখা হাত ধুয়ে চুল সরাতে হবে। আপনি হয়তো ঝুঁকে কোনো কাজ করছেন, হুট করেই খুলে গেল আলগা করে বাঁধা আপনার হাতখোঁপাটি। পড়ল কোনো খাবারের ওপর, আবার ঝরা চুলও উড়ে গিয়ে পড়তে পারে খাবারে। সে খাবারটিই অতিথির পাতে। একবার ভাবুন, কী বাজে ব্যাপারটাই না হবে।
তো, এসব ঝামেলা এড়াতে ঈদের আগেই ঠিক করে ফেলুন ঈদের দিনে রান্নার সময় আপনার চুল বাঁধার পরিকল্পনা। কেমন করে চুল বাঁধলে আপনার সাজটাও হবে ঠিকঠিক আবার এত সব ঝামেলাও এড়ানো যাবে স্বস্তির সঙ্গে। পরামর্শ দিচ্ছেন রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন। তিনি বলেন, চুল বাঁধার ক্ষেত্রে বয়স, ব্যক্তিত্বের সঙ্গে গরমের আরাম বিষয়টিও মাথায় রাখতে হবে।
ছোট বা মাঝারি দৈর্ঘ্যের চুলের জন্য বা পাতলা চুলের জন্য খোঁপা, মেসিবান, পনিটেইল, সাইড পনিটেইল, ফ্রেঞ্চব্রেড–সবই চলতে পারে। সামনের দিকে চুল যাতে না ওড়ে, সে জন্য অল্প স্প্রে বা মুজ ব্যবহার করতে পারেন। চুল লম্বা এবং খুব ঘন হলে পনিটেইল–জাতীয় হেয়ার স্টাইল করতে পারেন। এ ক্ষেত্রে পনিটেইল বেঁধে নেওয়ার পর হাতে গোল করে পেঁচিয়ে রাবারব্যান্ড বা পছন্দসই ফুলের, পার্লের, পাথরের যেকোনো ক্লিপে আটকে নিন কিংবা গুঁজে দিতে পারেন একটা-দুটো তাজা যেকোনো ফুল। কানের পাশ থেকে একটা-দুটো চুলের গোছা আটকে থাকা অংশ থেকে টেনে বের করে রাখলে একটা স্টাইলিশ মেসি লুক আসবে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪